স্বরচিত কবিতা:- "টাকার দাসত্ব"
আজ আমি আপনাদের মাঝে আবারো একটি কবিতা নিয়ে হাজির হলাম। কবিতা লেখার মাধ্যমে আমি সব সময় চেষ্টা করি মানুষের অন্তরের গভীরে পৌঁছাতে, তাদের চিন্তা ও অনুভূতিকে অন্য এক মাত্রায় নিয়ে যেতে। আজকের কবিতাটি "টাকার দাসত্ব", যেখানে আমি সমাজের সেই চিত্র তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে টাকা এবং বিত্তই মানুষের মূল্য নির্ধারণ করে। এই কবিতায় আমি তুলে ধরেছি, কীভাবে আজকের সমাজে টাকার কারণে মানবতা এবং সম্পর্কের মূল্য কমে যাচ্ছে।
টাকার নেশায় আজকের মানুষ তার সততা, নৈতিকতা, এবং প্রাচীন মূল্যবোধগুলোকে বিসর্জন দিচ্ছে। সমাজে শুধুমাত্র যার কাছে টাকা আছে, তাকে সম্মান দেওয়া হচ্ছে, আর যারা দরিদ্র, তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। এখানে যেভাবে টাকা মানবিকতা ও সম্পর্কের একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে, তা খুবই দুঃখজনক।তবে, এই কবিতার শেষ অংশে আমি একটি আশাবাদ ব্যক্ত করেছি, যেখানে বলা হয়েছে, একদিন এমন একটি সময় আসবে, যখন টাকা তার মোহ হারাবে এবং সত্য ও মানবতার আলো পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়বে। এই আশাবাদী ভাবনা এবং নৈতিক মূল্যবোধের গুরুত্ব আমাদের চিন্তা করতে বাধ্য করে।
এটা এমন একটি কবিতা যা আমাদের সমাজের এক কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে, কিন্তু একই সাথে আশার আলোও দেখিয়েছে। চলুন এবার, কবিতাটি পড়ে দেখি, কীভাবে আমরা সমাজের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি এবং মানবতার পথে চলতে পারি।
"টাকার দাসত্ব"
মোঃ ফয়সাল আহমেদ
মানুষের মূল্য এখন টাকায়,
যার যত টাকা তার তত সম্মান,
তার তত মূল্য, তার তত মান,
এই নিয়মে আজ চলছে সমাজ।
যার হাতে টাকা, তার হাতে ক্ষমতা,
সত্য-মিথ্যার নেই কোনো বিভাজন,
টাকার জোরে সবাই জিতে যায়,
নিরীহের কান্না শোনে না কেহ।
টাকার নেশায় মানুষ অন্ধ,
ভুলে গেছে মানবতার বন্ধন,
সম্পর্কের বাঁধন আজ ছিন্ন,
টাকার পিছনে সবাই ছোটে দিন-রাত্র।
টাকার লোভে ভাই ভাই শত্রু,
পরিবারের মাঝে আজ বিভেদ,
প্রেম-ভালোবাসা সব গেল ভেসে,
টাকার মায়াজালে সবাই আবদ্ধ।
সততা আজ হাস্যকর বোকামি,
নীতির মূল্য কেউ রাখে না,
যার টাকা নেই, তার কণ্ঠ রুদ্ধ,
অধিকারও কেউ দেখে না।
শিক্ষা, বিবেক, সব আজ বিলীন,
টাকার ঝলকেই জীবন বন্দী,
গরিবের স্বপ্ন পদদলিত,
ধনী হেসে চলে আনন্দে সিন্দাবাদী।
যেখানে টাকা, সেখানেই সন্মান,
সেখানে গুণের নেই মূল্যায়ন,
বিত্তের পাহাড় যার হাতে জমা,
তাকে সবাই দেয় অভিবাদন।
তবু একদিন আসবে এমন সময়,
টাকা হারাবে তার মোহ,
মানবতার আলো ছড়াবে বিশ্বে,
সত্য ফিরে পাবে তার দোহ।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
এইটা বাস্তব একজন মানুষের পারিবারিক স্থান থেকে সমাজ কিংবা রাষ্ট্র পর্যায়ে খেয়াল করলে দেখবেন। যে টাকা যেখানে সম্মান সেখানে। ছোটকাল থেকে এই পর্যন্ত দেখে আসছি মানুষ যাদের সম্পদ বেশি তাদের সম্মান বেশি করে তাদের দাসত্ব বেশি। সেই সুন্দর অনুভূতি দিয়ে আপনি কবিতা লিখে শেয়ার করলেন। কবিতার লেখাগুলো অসাধারণ ছিল।
X-Promotion
একটা সময় মানুষে শিক্ষিত মানুষদের বেশি মূল্যায়ন করত। এখন শিক্ষার আর মূল্য নেই। এখন মূল্য যত বেশি টাকা সে ব্যক্তির। একদম সঠিক সময়ে সঠিক বিষয়টি কেন্দ্র করে আপনি লিখেছেন কবিতা। বেশ গুছিয়ে লিখেছেন কথাগুলো কবিতার ভাষায়। এইজন্য কবিতাটা অনেক ভালো লাগলো আমার।
বাস্তবে সমাজের চরিত্র তুলে ধরেছেন আপনার কবিতার মাঝে। টাকা ছাড়া দুনিয়া ফাঁকা। টাকা নেই সম্মান ও কাছের দূরের আত্মীয়-স্বজন, বন্ধু, পরিবেশ, সমাজ কেউ নেই। দারুন একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার প্রতিটি লাইনে টাকার মর্যাদার সাথে মানুষের সম্পর্ক সুন্দর করে তুলে ধরেছেন।
বর্তমান সময়ের বাস্তবের চিত্রকে ঘিরে চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া। টাকা ছাড়া যেন মানুষের কোন মূল্য নেই। টাকাই সব। যেভাবেই টাকা উপার্জন করা হোক না কেন টাকা থাকলেই সেই মানুষটার মূল্য অত্যাধিক। যার যত টাকা তার তত মূল্য। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। সুন্দর একটি টপিকে ঘিরে দারুন কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ জানাই ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি একদম বাস্তবতাকে কেন্দ্র করে খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। আপনারা লেখা কবিতা সত্যি বর্তমান সমসাময়িক বাস্তবতাকে উপস্থাপন করেছে। টাকা ছাড়া যেন সব কিছু মূল্যহীন বর্তমান সময়ে। এই জন্যই তো আজ মানুষের মাঝে এত অধঃপতন।
একদম ঠিক বলেছেন ভাইয়া টাকার পেছনে যারা ছুটে তাদের মনুষত্ব, মানসিকতা সব নষ্ট হয়ে যায়। তারা টাকা ছাড়া আর কিছুই বোঝেনা। ঠিকই বলেছেন আপনার আজকের কবিতাটি একেবারে বাস্তব সম্মত হয়েছে। প্রতিটি লাইন বাস্তব বিষয় নিয়ে লিখেছেন। যার কারণে বেশি ভালো লেগেছে পড়তে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনি আপনার আজকের এই কবিতার মধ্যে বাস্তবতাকে অনেক সুন্দর করে তুলে ধরেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার লেখা আজকের এই কবিতাটা। এরকম কবিতা গুলো আমি অনেক বেশি পছন্দ করি। আপনার লেখা টাকার দাসত্ব কবিতা আমার অনেক ভালো লেগেছে পড়তে। টাকার কারণে এখন সবকিছুই অন্যরকম হয়ে গিয়েছে। সবকিছুর মূলে এখন টাকা রয়েছে। যার জন্য মানুষ অনেক নিচেও নেমে গিয়েছে।