"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১০ ( শেয়ার করো তোমার পছন্দের শীতকালীন সবজির রেসিপি। )
আজ - ১৭ই অগ্রাহায়ণ ১৪২৮ , বঙ্গাব্দ |বৃহস্পতিবার | হেমন্ত-কাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আমাদের বাঙ্গালীদের পছন্দের ঋতু গুলোর মধ্যে শীতকাল অন্যতম। কেননা শীতকাল মানেই মজার মজার সব খাওয়া দাওয়া। এছাড়াও শীতকালের অন্যতম আরেকটা আকর্ষণ হচ্ছে শীতকালীন শাকসবজি। যদিও সারাবছর ধরে কোন না কোন শাকসবজি পাওয়া যায় তবে শীতকালীন শাক-সবজির মজাই আলাদা।এছাড়াও অন্যান্য ঋতুর তুলনায় শীতকালে বাজারে প্রচুর শাকসবজি দেখা মেলে। আর এই সকল শাকসবজি গুলো তরতাজা হয় খেতে অনেক সুস্বাদু ও পুষ্টিগুণ গুনাগুনে ভরপুর থাকে। ফুলকপি, বাঁধাকপি, গাজর, টমেটো, বেগুন, মিষ্টি কুমড়া, লাউ, সিম,মুলা, শালগম, পালংশাক, পুঁইশাক, লালশাক, আরো কত রকমের যে এই শীতকালীন শাকসবজি রয়েছে তা বলে শেষ করা বড়ই মুশকিল।
তাইতো আমাদের এবারে এই কনটেস্টের আয়োজন করা হয়েছে যেখানে আপনারা আপনাদের পছন্দের শীতকালীন সবজির রেসিপিটি সকলের কাছে তুলে ধরতে পারেন।
এবারের কনটেস্টে আপনাদের সকলের অংশগ্রহণের কামনা করছি। আশা করছি আপনারা সকলেই পছন্দের শীতকালীন সবজির রেসিপিটি আমাদের কাছে তুলে ধরবেন।
নির্দেশিকাঃ
- পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
- আপনার পছন্দের শীতকালীন সবজি রেসিপি নিয়ে কমপক্ষে ১০০ ওয়ার্ডের পোস্ট করবেন।
- Plagiarism নিষিদ্ধ , Plagiarism পাওয়া গেলে অংশগ্রহন বাতিল করা হবে।
- আপনার পোস্টটিতে শীতকালীন সবজি রেসিপির পরিপুর্ণ বর্ণনা দিতে হবে ছবি সহ।।
- কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
- অংশগ্রহনের সময় সীমা ৯ ই ডিসেম্বর , ২০২১ ইং, দুপুর ১২টা পর্যন্ত।
- আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-10 এবং #winter-vegetable-recipe এই দুটি ট্যাগ ব্যবহার করবেন।
- বানান ভুলের ব্যাপারে সচেতন থাকুন।
- আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
- আপনার প্রতিযোগিতার পোস্টের লিংক টি এই পোস্টের নিচে কমেন্ট করে, আপনার আংশগ্রহন নিশ্চিত করবেন।
পুরস্কারঃ
- প্রথম স্থান অধিকারী - ১৫ স্টিম
- দ্বিতীয় স্থান অধিকারী - ১২ স্টিম
- তৃতীয় স্থান অধিকারী - ১০ স্টিম
- চতুর্থ স্থান অধিকারী - ৮ স্টিম
- পঞ্চম স্থান অধিকারী - ৫ স্টিম
- ষষ্ঠ স্থান অধিকারী - ৫ স্টিম
- সপ্তম স্থান অধিকারী - ৫ স্টিম
এই প্রতিযোগিতার বিচারক মন্ডলী দায়িত্বে থাকবেনঃ
ID | Designation | Role |
---|---|---|
@rme | Founder | Infrastructure development & all programming works |
@blacks | Executive Admin | All administrative works |
@rex-sumon | Admin Quality Controller | Control the quality of entire community |
@hafizullah | Admin Bangladesh Region | All administrative works in Bangladesh region |
@moh.arif | Admin Bangladesh Region | All administrative works in Financial field of steemit in Bangladesh region |
@shuvo35 | Admin Bangladesh Region | All administrative works in Social Networking |
@winkles | Admin India Region | All administrative works in India region |
প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ৯ ই ডিসেম্বর , ২০২১ ইং রোজ বৃস্পতিবার। ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে , বাংলাদেশ সময় রাত ৯ টাই । আমাদের কমিউনিটির DISCORD CHANNEL এর voice Hangout এর মাধ্যমে।
আশা করছি আপনারা সবাই কনটেস্ট এ অংশগ্রহণ করবেন।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমার অংশগ্রহণ পোস্ট লিংক:-
https://steemit.com/hive-129948/@limon88/4cqc3m
ধন্যবাদ এতো চমৎকার একটি প্রতিযোগিতার জন্য। আমার অংশগ্রহণঃ
"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১০★আমার পছন্দের সবজি রেসিপি"★ [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]
কন্টেস্টটি দারুন ছিলো এটাই আমি বলবো।আর এই কনটেস্টের বিষয়টি অনেক বেশি সহজ যার কারণে আমি মনে করি কমবেশি সবাই এই কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবে। তাই জন্য সকল প্রতিযোগীকে জানাই অগ্রিম অভিনন্দন।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একদম আমার মনের মতো একটি প্রতিযোগিতা হয়েছে। প্রতিনিয়ত দারুন দারুন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ঠিক সময়ে যেন ঠিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শীতকালীন সবজি খেতে আমরা সকলেই অনেক পছন্দ করি। এবারের প্রতিযোগিতার আয়োজন যেহেতু শীতকালীন সবজি নিয়ে তাই আমার মনে হচ্ছে খুব সুন্দর একটি পোস্ট তৈরী করে আপনাদের মাঝে হাজির হবো। এই প্রতিযোগিতার মাধ্যমে শীতকালীন সবজি নিয়ে নতুন নতুন রেসিপি দেখবো। আমি খুব শীঘ্রই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
আশাকরি এবার ভিন্ন ভিন্ন রেসেপি দেখতে পারবো , সেই অপেক্ষায় থাকলাম। শুভেচ্ছা রইল সকলের জন্য ।
ভাইয়া খুবই চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। শীতের আগমনের সাথে সাথে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি পাওয়া যায়। এ ধরনের সবজি গুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আমি অবশ্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ।
শীতকালে বাজারে নতুন নতুন শাকসবজি উঠেছে, আর এই শাক সবজি রেসিপি গুলো খেতে খুবই মজা। আপনি খুবই সুন্দর একটি কনটেস্ট এর আয়োজন করেছেন। এই কনটেস্টে আমার খুবই ভালো লেগেছে। আমিঅবশ্যই এই কনটেস্টে জয়েন।
দারুণ একটা কনটেস্ট এর আয়োজন করেছেন ভাই। শীতকালে বেশ নতুন কিছু সবজি দেখা যায়। যা বছরের অন্যান্য সময়ে দেখা যায় না। আশাকরি নতুন কিছু রেসিপি দেখতে পারব।
এবারের কনটেস্ট অনেক সুন্দর হয়েছে এবার আশাকরি অনেক শীতকালীন সবজির রেসিপি দেখতে পাবে। অবশ্যই আমিও অংশগ্রহণ করবো। সবার জন্য শুভকামনা রইলো
এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া কি বলবো ভাষা খুজে পাচ্ছি না। এই প্রতিযোগিতার মাধ্যমে কিছু সুন্দর সুন্দর শীতকালীন সবজির রেসিপি পাওয়া যাবে। যা রান্না করে পুরো শীত অনায়াসেই পার করে দেওয়া যাবে।😋
এই প্রতিযোগিতার উপকরণগুলো খুবই সহজলভ্য হওয়ায় আমার মনে করি সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আমি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব।