ধৈর্য, সাহস এবং আত্মবিশ্বাস।

in আমার বাংলা ব্লগ3 days ago

আজ- ৫ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000052065.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু একটু করে তাপমাত্রা বাড়ছে। আর এতেই বুঝাই যাচ্ছে শীতের শেষ হতে চলেছে। এখন থেকে আমাদের সেই উষ্ণ জীবনযাপনে ফিরে যেতে হবে। আবার অপেক্ষায় সামনে বছরের আবার শীতের। আসলে এভাবে করে প্রকৃতি মত আমাদের জীবনেও বদলাতে থাকে।

জীবন কখনো থেমে থাকে না, জীবন চলতে থাকে জীবনের গতিতে। জীবনের নানা ধরনের বাধা বিপদে আসবে আর এটিকে মেনে নিয়ে আমাদের জীবনে চলতে হবে। যদি বাধা বিপত্তি এই নিয়ে আমরা জীবনে হতাশ হয়ে পড়ি তাহলে সামনে আগানোটা আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠবে। আর যদি আমরা এই বাধা বিপত্তি গুলোকে খুব বেশি পরোয়া না করে জীবনের নিয়মে আমাদের গতিতে চলতে থাকি তাহলে সেটি আমাদের জন্য সহজ হয়ে উঠবে।

আমাদের সব সময় মাথায় রাখতে হবে জীবনে অবশ্যই বাধা বিপত্তি আসবে আর জীবনটাকে কখনোই সহজ ভাবে ভেবে নেওয়া যাবে না। আপনি চলার পথে যদি মনে করেন পথটি আপনার জন্য সহজ হবে তখন সে পথে ছোট ছোট বাধা বিপত্তিগুলো আপনার কাছে অনেক বড় মনে হবে। আর যখন আপনি ধরেই নিবেন আপনার চলার পথ হবে কঠিন তখন আপনার কাছে জীবনটা সহজ হয়ে উঠবে। কেননা ওই যে আপনি আগে থেকে মনস্থির করে রেখেছেন আপনার জীবনের পথ সহজ হবে না। আসলে আমাদের মস্তিষ্ক আমরা যেভাবে পরিচালনা করি ঠিক সেভাবেই পরিচালিত হয়।

জীবনে চলার পথে কিছু জিনিসের প্রয়োজন যা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর সেসব জিনিসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ধৈর্য, সাহস এবং আত্মবিশ্বাস। ধৈর্যের ফল যেটা একদিনে পাওয়া সম্ভব নয়। এটির জন্য প্রয়োজন দীর্ঘ সময়ের। তবে এই ধৈর্য আমাদের জীবনে এগিয়ে যেতে অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ধৈর্যের সাথে সাথে আরো যে বিষয়ের প্রয়োজন সেটা হচ্ছে - সাহস। আপনার মধ্যে যদি সৎ সাহস না থাকে তাহলে কখনোই আপনি কোন কাজে শুরু করতে পারেন না। আপনি যদি শুরুতেই হতাশ হয়ে পড়েন এবং ভীত হয়ে বসে থাকেন এবং সামনে এগিয়ে না যান তাহলে সে কাজে সমাপ্তি ওখানেই। ধরুন, আপনি কোন বিজনেসের পরিকল্পনা করছেন যেটি আজ পর্যন্ত কেউ কখনো করে ওঠেনি। এবং এই নিয়ে আপনার মনে হাজারটা প্রশ্ন এবং দ্বিধাদ্বন্দ কাজ করছে । কিন্তু এত কিছুর পরও আপনি যদি সাহস নিয়ে সে পদক্ষেপটি শুরু না করেন তাহলে তো সফলতা পাওয়া আর সম্ভবই নয়।

আর জীবনে চলার পথে আরো একটি বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আত্মবিশ্বাস। নিজের মধ্যে বিশ্বাস থাকলে আমরা কঠিন থেকে কঠিন কাজগুলোকে সহজ করে তুলতে পারবো। আত্মবিশ্বাস আমাদের কে একপ্রকার শক্তি যোগায়। যে শক্তি দিয়ে আমরা অসাধ্য অনেক কাজও সাধন করতে পারি।

আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবার ও ভিন্ন কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 days ago 

আপনার লেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ধৈর্য, সাহস ও আত্মবিশ্বাস এই তিনটি গুণই আমাদের জীবনে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি। জীবনের প্রতিটি বাঁধাকে মেনে নিয়ে যদি আমরা দৃঢ় মনোবল নিয়ে সামনে এগিয়ে যাই, তাহলে সাফল্য একদিন আসবেই। বিশেষ করে, আত্মবিশ্বাস আমাদের যে কোনো কঠিন পথকে সহজ করে তুলতে সাহায্য করে। এমন দারুণ একটি ভাবনাশীল লেখা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 days ago 

জীবনের সমস্ত পরিস্থিতিতে ধৈর্য ধরে এবং সাহস নিয়ে তার সম্মুখীন হওয়াই জীবনের নিয়ম। তবু আমরা বিভিন্ন সময়ে ভেঙে পড়ি। মনে করি জীবনে মনে হয় আর ঘুরে দাঁড়াতে পারবো না। কিন্তু বাস্তবে সুখ দুঃখ চক্রের মত ঘুরতে থাকে। সব সময় কারও খারাপ সময় আসতে পারে না। সেই বিষয়ক আপনি দারুণ সুন্দর একটি আর্টিকেল আমাদের সঙ্গে শেয়ার করেছেন। পড়তে পড়তে কিছু জীবনের কথা খুব সহজ সরল ভাবে খুঁজে পেলাম।

 3 days ago 

আসলে আমরা পৃথিবীতে যত দিন বেঁচে থাকবো, ঠিক ততদিন একের পর এক সমস্যা আসবেই। আর সেই সমস্যা গুলোর সমাধান করতে হলে আমাদের মাঝে অবশ্যই ধৈর্য, সাহস এবং আত্মবিশ্বাস থাকতে হবে। তাহলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

আপনার প্রতিটা কথাই বেশ অনুপ্রেরণা জোগাল। জীবন তো এমনই সবকিছু চাওয়া মাফিক বা সহজ উপায়ে আসবে এমন তো নয়। জীবনের অপর নামই তো লড়াই। খুব সুন্দর লিখেছেন। ধৈর্য এবং সাহসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়াই তোমার জন্য। তবুও মানুষেরই যায় মানুষ অস্থির হয়ে ওঠে।

 2 days ago 

জীবনে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য সাহস আর আত্মবিশ্বাস থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা নিজেদের জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবো। জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে। তাই বলে মাঝপথে থেমে গেলে হবে না। কারণ জীবন কখনোই থেমে থাকে না।

 2 days ago 

ধৈর্য সাহস এবং আত্মবিশ্বাস এমন জিনিস, যেগুলো মানুষের মধ্যে থাকা খুব জরুরী। জীবনে এগিয়ে যাওয়ার জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা একদম সত্য। জীবনে সফলতা অর্জন করার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। একেবারে বাস্তবিক বিষয় তুলে ধরেছেন এটা দেখে খুব ভালো লাগলো। অনেক বেশি ভালো লেগেছে ভাইয়া আপনার লেখা পুরো পোস্ট পড়ে।

 2 days ago 

জীবনে সফল হওয়ার জন্য ধৈর্য, সাহস এবং আত্মবিশ্বাস খুবই প্রয়োজন। যে কোন কাজে ধৈর্য এবং সাহস প্রয়োজন হয়। ধৈর্য হারিয়ে গেলে সফলতা কোনভাবে আসবে না। জীবন মানেই সমস্যা আর সমস্যা সমাধান করতে হলে ধৈর্য, সাহস এবং আত্মবিশ্বাস খুবই প্রয়োজন। ধন্যবাদ আপনাকে ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

 2 days ago 

জীবনে চলার পথে ধৈর্য সাহস আত্মবিশ্বাস প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ।জীবনের নাম লড়াই বা যুদ্ধ। যুদ্ধ করে আমাদের জীবনের সামনের দিকে এগিয়ে আসতে হয়।
আর এজন্য চাই আত্মবিশ্বাস ধৈর্য। সাহস নিয়ে যেকোনো কাজ পরিকল্পনামাফিক যদি করা যায় অবশ্যই সেই কাজে সফলতা আসবে। অনেক ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।