প্রতিকার ও প্রতিরোধ।

in আমার বাংলা ব্লগ4 days ago

আজ- ৪ঠা ফাগুন, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000052041.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বসন্তের শুভেচ্ছা সকলকে। যদিও বসন্ত এসেছে আরও কিছুদিন আগে তবে এখনো যেন প্রকৃতির সে বসন্তের পুরোপুরি রূপ ফুটে ওঠেনি। তবে ধীরে ধীরে প্রকৃতি পরিবর্তন হচ্ছে আর এ বিষয়টি আম গাছের মুকুল ও বিভিন্ন ফুলের সমারহ দেখেই কিছুটা আন্দাজ করা যায়। প্রকৃতি আমাদেরকে বরাবরই ভিন্ন ভিন্ন রূপে মুগ্ধ করে।

আর, তেমনি প্রকৃতি সুন্দর তম একটি রূপ হচ্ছে বসন্ত। যেখানে গাছে গাছে ফুলে ফুলে ভরে থাকে সবকিছু। কোথায় আছে না! ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। ঠিক তেমনি, আমরা ফুলের দেখা পায় কিংবা না পাই বসন্ত এসে গেছে সেটা আমাদের মেনে নিতেই হবে। বসন্তের সাথে সাথে প্রকৃতির ও একটু পরিবর্তন হয়েছে। শীতের শেষে আর বসন্তের শুরু তাই ধীরে ধীরে আবহাওয়ারও পরিবর্তন ঘটছে।

এখনকার এই সময়টা কেমন যেন একটা ভিন্ন রকম, কখনো গরম তো কখনো ঠান্ডা। একেবারে বুঝে ওঠা যায় না। আর এই গরম ঠান্ডায় অসুস্থতাও যেন বেড়ে গেয়েছে। আমি যদি আমার কথাই বলি তাহলে, রাতে আমি গরমের কারণে খুব জোরে ফ্যান চালিয়ে দিয়ে ঘুমায় আর সকালে উঠেই দেখি গলা ভার হয়ে আছে কাশি সর্দি লেগে গিয়েছে । আসলে দিনে সময়টাতে গরম থাকলেও রাতের কিংবা ভোর বেলার দিয়ে কিছুটা ঠান্ডা পরে আর এই ঠান্ডা থেকেই মূলত এই সর্দি কাশি টা লেগে যায়। যাইহোক সকলে একটু সাবধানে থাকবেন এবং নিয়মমাফিক চলাফেরার চেষ্টা করবেন।

আমরা আমাদের শরীরের অনেকখানি রোগ বাধিয়ে ফেলি শুধুমাত্র অযত্নের কারনে। চিকিৎসার ভাষায় দুটি কথা আছে একটা হচ্ছে, প্রতিরোধ আর অন্যটি প্রতিকার । প্রতিরোধ বলতে, কোন রোগ বাধার আগে এর থেকে সচেতনতাকে বুঝাই। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, করনা ভাইরাস থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই হচ্ছে প্রতিরোধ। আর অপর দিকে, ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতিকার। আমাদের সকলকে প্রতিকার থেকে প্রতিরোধে প্রতিবেশী মনোযোগী হতে হবে।

জ্বর সর্দির কাছে এসব থেকে আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নিয়মমাফিক চলার চেষ্টা করতে হবে। আর যদি জ্বর কাশিতে আক্রান্ত হয়, তাহলে ডাক্তারের কাছে গিয়ে সেই এত ওষুধ এন্টিবায়োটিক এছাড়া শারীরিক খারাপ লাগা তো আছে। তাই আমরা যদি অসুখ বেঁধে নেওয়ার আগে থেকে একটু সচেতনতা অবলম্বন করি তাহলে এত সবকিছু আমাদের আর পোহাতে হচ্ছে না। তাই দিন শেষে আমরা যেকোনো বিষয়ে প্রতিকার নয় প্রতিরোধই হয়ে উঠবো। তবে সর্বশেষ, সুস্থ থাকা এবং অসুস্থ থাকা এটি কিছুটা আমাদের উপর নির্ভর করলেও অনেকটাই সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল। আর এই বিশ্বাসটাও আমাদের মধ্যে থাকতে হবে।

আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবারও ভিন্ন কেন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 4 days ago 

বসন্তের রঙে প্রকৃতি যেমন বদলায়, তেমনি আমাদের যত্নের অভাবে শরীরও বদলায়। গরম-ঠান্ডার লুকোচুরি খেলায় অসুখ যেন ফ্রি বোনাস।তাই প্রতিকার নয়, প্রতিরোধেই শান্তি।আমাদের মাঝে সচেতন মূলক পোস্ট তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 days ago 

তাপমাত্রা যেভাবে উঠানামা করছে, এতে করে চারিদিকে অসুস্থতার ছড়াছড়ি। যাইহোক আমাদের সবার উচিত অবশ্যই প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকে বেশি মনোযোগী হওয়া। এতে করে আমাদের জন্যই মঙ্গল হবে। এমন সচেতনতামূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

বর্তমান সময়টা আসলে সবার খুব খারাপ যাচ্ছে। এই গরম লাগছে আবার একটু পরে ঠান্ডাও লাগছে। সত্যি যে কোন ব্যাপারে আমরা যদি আগে থেকে একটু সচেতন হই তাহলে আমাদের আর এতটা কষ্ট করতে হয় না।তাই যে কোন বিষয়ে প্রতিকার নয় প্রতিরোধই হয়ে উঠবো।ধন্যবাদ ভাই সচেতনমূলক একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।