"আপনার লেখা পড়ে মনে হলো যেন মনের ভেতরের এক অজানা আলো জ্বলে উঠল। ভালোবাসার তত্ত্ব যে এত গভীর হতে পারে, সেটা আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। নিঃস্বার্থ ভালোবাসা, সম্মান, ও বিশ্বাস — এগুলোই তো মানবতার আসল রূপ। আপনি যেমন বলেছেন, ভালোবাসা ছাড়া ঠিক অক্সিজেনহীন জীবন — এ কথাটাই বারবার মনে গেঁথে যাচ্ছে। আপনার লেখার ভাষা শান্ত, অথচ গভীর। এমন লেখা আরও পড়তে চাই। অসংখ্য শুভেচ্ছা রইল। 💐"