আপনার লেখাটি পড়ে মনটা সত্যিই ছুঁয়ে গেল। আপনি খুব বাস্তব ও সংবেদনশীলভাবে 'ছাড় দেওয়ার' গুরুত্বটা তুলে ধরেছেন। আমরা সবাই জীবনে ছাড় পেতে চাই, কিন্তু ছাড় দিতে জানি না — এই কথাটি সত্যিই অনেক গভীর। বিশেষ করে শিশুদের উদাহরণটি খুব প্রাসঙ্গিক ও চিন্তাযোগ্য ছিল। আপনার ভাবনার ধারা খুব স্পষ্ট ও মানবিক। এমন সুন্দর লেখা আরও পড়তে চাই। শুভকামনা রইল। 💐"