বিয়ের দাওয়াত পেলে আমার খুব ভাল লাগে কারন অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, বিয়ে বাড়ির মজার খাবার খাওয়া যায়। আপনি বিয়েতে গিয়ে ত কাজিন দের সাথে বেশ ভাল সময় কাটিয়েছেন। আসলে হঠাৎ করে এরকম কাজিনদের সাথে দেখা হলে ভালই আড্ডা জমে । ছবিতে বর কনে এবং আপনাদের ভাল লাগছে। ক্লাবের পরিবেশ অনেক সুন্দর। আপনার কোলে কাজিন এর বাচ্চা দেখতে অনেক কিউট। ধন্যবাদ আপু।