খুব ভয়ংকর ঘটনা পড়লাম আপু। একে ত রাত তার উপর কবর স্থানের পাশে তেতুল গাছ আসলেই ভয়ের বেপার। আপনার আব্বু ছোট ছিল তাই হয়ত ভয়ে ব্যাগ রেখেই চলে এসেছে কিন্তু আপনার দাদা সাহসী ছিলেন বলে আবার গিয়ে মাছের ব্যাগ নিয়ে এসেছেন। তবে মাছের ওজন কিভাবে বেড়ে গিয়েছেন সেটাই খটকা বাঁধছে মনে। ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া খুব চমৎকার একটা মন্তব্য করার জন্য,, ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি।।