আপনি যে অসুস্থ সেটা আপনার সাথে ডি এ কথা বলে জানতে পেরেছি। এখন কিছুটা সুস্থ্য জেনে ভাল লাগল। আপনি এবং বন্ধুরা অনেক কষ্ট করে অবশেষে বন্ধুর বাড়ি গিয়েছেন এবং গঙ্গা স্নান করেছেন। গঙ্গা স্নানের কথা অনেক শুনেছি। আজ আপনার পোস্টের মাধ্যমে গঙ্গায় গোসল করাও দেখতে পেলাম। যারা শহরে থাকে তাদের জন্য হঠাৎ নদীর ধরে লোকজনের সামনে গোসল করাটা কিছুটা অসস্তির বেপার বটে। আপনার ছবিগুলো ভাল হয়েছে। ধন্যবাদ দাদা।
হ্যাঁ ভাই হঠাৎ করে নদীর ঘাটে লোকজনের সামনে স্নান করার ব্যাপারটা বেশ একটু প্রবলেমের ছিল তারপরও কোনরকম করেছিলাম আর কি।