এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি || 10% Beneficiary To @shy-fox
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ শনিবার , ডিসেম্বর ১৮/২০২১
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে দেখাবো।চলুন শুরু করা যাক ।
ওয়ালমেট তৈরির প্রয়োজনীয় উপকরণ
•রঙিন কাগজ
• কাটা কম্পাস
• কলম
• গাম
•কাইচী
• ব্রাস
• কাগজের বোর্ড
ঘরের ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে আমি কাগজের শক্ত বোর্ডটি গোলাকার আকৃতি ভাবে কেটে নেয়।
এবার সাদা একটি পেইজ নিয়। সেটা গোলাকার বোর্ডের উপরে আঠা দিয়ে লাগিয়ে দেই।
বোর্ডের উপরে সাদা কাগজ চারদিকে যেগুলো আছে সেগুলো খুব সুন্দর ভাবে কেটে ফেলি এবং মাঝে গোলাকার বৃত্ত তৈরি করি।
এবার প্রথমে একটি সাদা কাগজ ও কাইচি নেই। তারপর সেটাকে সুন্দরভাবে গোলাকার করে
তৈরি করি।
এবার খুব সুন্দর ভাবে গাম দিয়ে কাগজ গুলোর মোড়ক তৈরি করি। সাদা যুক্ত যে বোর্ডে আছে। তার সাথে গাম লাগিয়ে এই মোড়ক গুলো একটি একটি করে বসাতে থাকি। এবং সাথে খেয়াল রাখতে হবে যেন এটা না উঠে যায়।
আবার আমি কিছু হলুদ রঙের কাগজ কেটে নেই। এবং সেগুলো সাদা বোর্ডের সাথে আঠা দিয়ে লাগিয়ে দেয় ।
হলুদ কাগজ গুলা সাদা যুক্ত বোর্ডের সাথে আঠা দিয়ে লাগিয়ে দেয়।
একটি সাদা বোর্ড এবং অন্যটি হলুদ বোর্ড। হলুদ বোর্ডের এক মাথা বোর্ডের সাথে লাগানো আছে। অন্য মাথা লাগানো নেই। যে মাথাটা লাগানো নেই, সেটা আমরা কাগজের ওপর মাতার সাথে আঠা দিয়ে লাগিয়ে দেয়।
কাগজ দিয়ে তৈরি কিছু কলাম।
লাল ও সবুজ কাগজ দুইটি খুব সুন্দর ভাবে এবার লাভ আকৃতি করে কেটে নেই।
লাল সবুজ কাগজ দুটি কেটে লাভ আকৃতির হয়ে গেলে। এবার, এখন এটা সাদা যুক্ত যে বোর্ড আছে তার ওপরে লাগিয়ে দেয়। সবুজ কাগজ নিয়ে কাইচি দিয়ে ছোট ছোট করে কেটে গাছের পাতা তৈরি করার মতো করে একসাথে জড়িয়ে নেই।
সবুজ পাতাগুলো তৈরি করে সেগুলো হলুদ বোর্ডের মাঝখানে রেখে দিলাম। কাগজ দিয়ে যে কলাম তৈরি করেছিলাম। সেগুলো বোর্ডের সাথে লাগিয়ে দিলাম।
আমি দুটি বোর্ড তৈরি করতে সক্ষম হয়েছি।
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরী করার শেষে, এখন দেয়ালে লাগানো হয়েছে। কঠোর পরিশ্রমের পর আমি এই ওয়ালমেট তৈরি করতে সক্ষম হয়েছি ।
এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে।আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালোবাসা নিবেন
ইতি
মোঃ আব্দুস সামাদ
ইতি
মোঃ আব্দুস সামাদ
ওয়াও!!
চমৎকার চমৎকার দুটি ওয়াল মেট আপনি তৈরি করেছেন।
দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুণ ভাবে ফুটেছে।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন
ধন্যবাদ
আমার ওয়ালমেটটি দেখার জন্য ধন্যবাদ আপনাকে
আপনার রঙিন কাগজের ওয়ালমেটটি অসাধারণ ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতে মনে হয় যেন একটা সূর্যমুখী ফুল ফুটে আছে। আপনি অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে কাজটি করেছেন। এবং আমার সাথে শেয়ার আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি যেন আরো ভালো করতে পারি দোয়া করেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে
আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট টি অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ার জন্য।
আপনি জিনিসগুলি তৈরিতে খুব সৃজনশীল আমি সত্যিই আপনার কাজ পছন্দ করি আপনার কাজের সঙ্গীকে আরও উন্নত করতে থাকুন শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আশা করি আপনি সবসময় খুশি থাকবেন
ধন্যবাদ ভাইয়া
আপনার ওয়ালমেট টি দেখতে খুবই সুন্দর লাগছে। আমার কাছে সাদা ওয়ালমেট একটু বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা মাঝে সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর আর চমৎকার একটি ওয়ালমেট বানিয়েছেন।দেয়ালে টানানো অবস্থায় দারুন লাগছে।ধাপ গুলোও বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।
আমার কাজ আপনার পছন্দ হয়েছে। এটাই আমি খুশি ধন্যবাদ
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার নিপুন হাতের সাহায্যে রঙিন কাগজের মাধ্যমে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন, আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে ফুল তৈরি করার কলাকৌশল টি, ফুলের মধ্যে সবুজ রঙের ফুলটি আমার অনেক বেশি ভালো লেগেছে, শুভকামনা রইল ভাই আপনার জন্য।