হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দু আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে কাদামাটি দিয়ে মাটির ব্যাংক তৈরি করব কাদামাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার অনেক ভালো লাগে ।মাঝে মধ্যে সময় পেলে আমি কানামাটির জিনিস বানাতে বসে পড়ি। কয়েকদিন হলো বাড়ির বিভিন্ন সমস্যার কারণে নিয়মিত পোস্ট করতে পারিনি। আল্লাহর রহমতে তেমন আর একটা সমস্যা নেই আশা করি প্রতিনিয়ত এখন আপনাদের সাথে যুক্ত থাকব ।অনেকদিন আগে আমি কাদামাটি দিয়ে মাটির ব্যাংক তৈরি করছিলাম আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাই আজকে আপনাদের সাথে কাদামাটি দিয়ে মাটির ব্যাংক তৈরি করা শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করতে এসেছি তাহলে চলুন বন্ধুরা দেরি না করে কিভাবে আমি কাদামাটি দিয়ে মাটির ব্যাংক তৈরি করেছি দেখে আসা যাক।
•••• ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণগুল••••
ক্রমিক নম্বর | উপাদান | পরিমাণ |
১ | পানি | পরিমাণমতো |
২ | পাটি | পরিমাণমতো |

প্রথমে আমি পরিমাণমতো কাদা নিয়ে নিব। কাঁদাটা পানি দিয়ে অনেক সুন্দর ভাবে ছেনে নিব। পানির পরিমাণ একটু কম দিব তাহলে কাদামাটি দিয়ে জিনিস বানাতে অনেক সুবিধা হবে। কাদাটা অনেক সুন্দর ভাবে ছানা হয়ে গেলে আমি হাত দিয়ে অনেক সুন্দর ভাবে কিছুটা গোল পার্টির মতো করে নিব ।ছবিটা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন।

এবার আমি আবারো পরিমাণমতো একটু কাদা নিয়ে নিব বাটির উপরের ঢাকনা তৈরি করার জন্য।

অনেক সুন্দর ভাবে ঢাকনা তৈরি করা হয়ে গিয়েছে ।

এবার আমি ঢাকনাটা বার্টির সাথে অনেক সুন্দর ভাবে লাগিয়ে নিব। লাগানোর সময় একটু পানি দিব তাহলে অনেক সুন্দরভাবে কাঁদার সাথে লেগে যাবে ।

এবার আমি অনেক সুন্দর ভাবে চারিদিকে পানি দিয়ে নেপে নিব। এবং একটু চ্যাপ্টা করে নিব যাতে দেখতে মাটির ব্যাংকের মতো মনে হয় ।

চ্যাপ্টা করা হয়ে গেলে আমি কাঠি দিয়ে একটু মাটি কেটে নিব ।যাতে টাকা ঢোকানোর মতো জায়গা তৈরি হয়। ।

কাদামাটি দিয়ে যখন মাটির ব্যাংক তৈরি করছিলাম তখন ভাবছিলাম না জানি কেমন হবে। তৈরি করার পর আসলেই আমার কাছে অনেক ভালো লাগছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ।
🌹 ধন্যবাদ সবাইকে🌹
আল্লাহ হাফেজ...! আবারো খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ ❣️❣️❣️
ব্লগার | @mdemaislam00 |
ব্লগিং ডিভাইস | infinix note 11pro |
অনুবাদে | মোছাঃ ইমা খাতুন |
শ্রেণী | ড্রাই |
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।


মাটির চমৎকার সুন্দর একটি ব্যাংক বানিয়েছেন আপু। এরকম মাটির ব্যাংক গুলো বাজারে কিনতে পাওয়া যায়।আগের দিনে একমাত্র এই মাটির ব্যাংকেই ছিলো এখন তো নানান রকমের ব্যাংক পাওয়া যায় বাজারে।দারুণ বানিয়েছেন আপু কাঁদা মাটির ব্যাংটি।ধাপে ধাপে মাটির ব্যাংক তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।