হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দু আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে কাদামাটি দিয়ে বাটি তৈরি করা শেয়ার করব ।কাদামাটি দিয়ে জিনিস বানাতে আমার অনেক ভালো লাগে। আপনারা হয়তো সবাই জানেন আমি প্রত্যেক সপ্তাহে একটি করে হলেও কাদামাটির জিনিস বানিয়ে থাকি। কাদামাটির জিনিসের মাঝে আমি অন্যরকম একটি আনন্দ খুঁজে পাই। যেমন ইচ্ছে তেমন করে বানাতে পারি। কাদা মাটির জিনিস বানাতে গিয়ে তেমন একটা সময় লাগে না। সবথেকে মজার বিষয় হলো যখন কাদামাটি দিয়ে জিনিস বানায় এবং ফোন দিয়ে ছবি তুলি তখন ফোনের চারপাশে অনেক কাদা লেগে যায় ।কাদাগুলো তুলতে অনেক সময় লাগে । আমার অভ্যাস হয়ে গেছে কাদা পরিষ্কার করতে তেমন একটা সময় লাগে না। কাদামাটির জিনিস বানাতে গেলে কাদামাটি কিনতে কোন পয়সা লাগে না। আমাদের এদিকে যেখানে সেখানে অনেক সুন্দর কাদা পাওয়া যায়। সেই কাদাগুলো দিয়ে আমি মাঝেমধ্যে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে আপনাদেরকে উপহার দিয়ে থাকি। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক কিভাবে আমি কাদামাটি দিয়ে বাটি তৈরি করেছি।
•••• ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণগুল••••
ক্রমিক নম্বর | উপাদান | পরিমাণ |
১ | কাদামাটি | যেটুকু লাগবে |
২ | পানি | পরিমাণমতো |
প্রথমে আমি পরিমাণমতো কাদা নিয়ে নিব। কাদাটা পানি দিয়ে অনেক সুন্দর ভাবে ছেনে নিব। পানি দিয়ে ভালোভাবে ছানা না হলে জিনিস বানানোর সময় অনেক সময় দেখা যায় কাদাগুলো ফেটে গিয়েছে ।পানি দিয়ে অনেক সুন্দর ভাবে ছানা হয়ে গেলে আমি হাতের তালুর সাহায্যে অনেক সুন্দর ভাবে কাদা গোল করে নিব। ছবিতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ।
এবার আমি গোল করা কাঁদার ঠিক মাঝখানের অংশই অনেকগুলো কাদা তুলে নিব। এবং নখের সাহায্যে অনেক সুন্দর ভাবে চারদিকে গোল করে নিব যাতে দেখতে কিছুটা বাটির মতো মনে হয়।
এবার আমি অল্প একটু কাদা নিয়ে পানি দিয়ে অনেক সুন্দর ভাবে ছেনে নিব। ছানা হয়ে গেলে কোন শক্ত জায়গায় কাদাটুকু রেখে গরিয়ে গরিয়ে লম্বাআকৃতি করে নিব। লম্বা আকৃতি কাদাটুকু গোল করা বাটির উপর দিয়ে দিব ।দিয়ে অনেক সুন্দর ভাবে পানি দিয়ে নখের সাহায্যে গোল করা বাটির সঙ্গে লাগিয়ে নিব ।যাতে বাটিটা একটু গোল বেশি হয় ।
এবার আমি পানি দিয়ে অনেক সুন্দর ভাবে বাটির চারদিকে নেপে নিব যাতে মাটিটা ফেটে না যায় ।পানি দিয়ে অনেক সুন্দর ভাবে নেপা হয়ে গেলে আমি আবার অল্প একটু কাদা পানি দিয়ে ছেনে নিব ।ছেনে নেওয়ার পর গরিয়ে গরিয়ে লম্বাইকৃতি করে নিব। লম্ব আকৃতি কাদাটুকু আবারও বাটির সঙ্গে লাগিয়ে নিব ।লাগানো হয়ে গেলে আবারো আমি পানি দিয়ে চারদিকে নেপে নিব ।
এইতো অনেক সুন্দর ভাবে বাটি তৈরি করা হয়ে গিয়েছে । আসলেই বাটিটা তৈরি করার পর দেখতে যে এত সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারছিলাম না। জানি না আপনাদের কাছে আমার বাটি তৈরি করা কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে পারেন ?
🌹 ধন্যবাদ সবাইকে🌹
আল্লাহ হাফেজ...! আবারো খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ ❣️❣️❣️
ব্লগার | @mdemaislam00 |
ব্লগিং ডিভাইস | infinix note 11pro |
অনুবাদে | মোছাঃ ইমা খাতুন |
শ্রেণী | ড্রাই |
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।
ছোটবেলায় কাদামাটি দিয়ে অনেক কিছুই তৈরি করা হতো। আর আপনি এত সুন্দর ভাবে বাটি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। দেখতেও অনেক সুন্দর হয়েছে আপু।
গ্ৰামে কাঁদা মাটির অভাব নেই। তাইতো এবার গ্ৰামে গিয়ে আমিও কাঁদা মাটি দিয়ে বেশ কিছু জিনিস বানিয়েছি। ছোটবেলায় কাঁদা মাটিই ছিল খেলাধুলার জিনিসপত্র বানানোর একমাত্র অবলম্বন। এখন ছেলে মেয়েরা কৃত্রিম জিনিস পেয়ে প্রাকৃতিক জিনিসের কথা ভুলে গিয়েছে। যাই হোক আপনি কাঁদা মাটি দিয়ে খুব সুন্দর বাটি বানিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
একদম পুরনো স্মৃতিগুলো যেন আপনার পোষ্টের মধ্যে লুকিয়ে রয়েছে। শুধু যে আমাদের জীবনের স্মৃতি তা কিন্তু নয়। আপনার এই মৃত শিল্পের মধ্যে লুকিয়ে রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য। খুব ভালো লাগলো এত সুন্দর একটি বাটি তৈরি করতে দেখে।
ওয়াও অসাধারণ আজকে আপনি দেখতেছি কাদা মাটি দিয়ে চমৎকার বাটি তৈরি করেছেন। আসলে নিজের হাতে কিছু তৈরি করলে সত্যি অনেক ভালো লাগে। তবে আগের মানুষগুলো কাদামাটির জিনিসপত্র ব্যবহার করতেন। এবং আপনার বানানো এই বাটি যদি ছোট বাচ্চারা পায় খেলাধুলা করতে খুব পছন্দ করবে। ধন্যবাদ আপনাকে কাদামাটি দিয়ে এত সুন্দর একটি বাটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
নিজ হাতে এখন পর্যন্ত কাদামাটি ব্যবহার করে কোন ধরনের জিনিস পত্র তৈরি করা হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কাদামাটি দিয়ে বাটি তৈরি করেছেন। আপনার তৈরি করা বাটি টি অসাধারণ হয়েছে আপু। আপনি কাঁদা মাটি গুলো খুবই সুন্দর মাড়াই করে বাটি টি তৈরি করেছেন। আশা করছি পরবর্তি সময়ে এর থেকে ও সুন্দর কিছু জিনিস পত্র দেখতে পারবো।
আপনি মাঝেমধ্যেই কাদামাটি দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে আমার বাংলা ব্লগে শেয়ার করেন দেখে খুব ভালো লাগে। আজকে কাদামাটি দিয়ে একটি বাটি তৈরি করেছেন এবং সেই পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার পোস্ট দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন পুকুর শুকিয়ে যেত পুকুরের নিচের কাদামাটি নিয়ে এসে এভাবে বাটি তৈরি করতাম। শুধু বাটি নয় আরো অনেক ধরনের খেলনা পাতি তৈরি করতাম। আপনার তৈরি করা মাটির বাটিটি দেখতে দারুন হয়েছে আপনার। বাটি তৈরি করার প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো।
তোমার এই মৃৎশিল্প গুলো আমি অনেক পছন্দ করি। অনেক সুন্দর ভাবে মাঝেমধ্যেই দেখি এমন জিনিস তৈরি করে দেখাতে। আজকে আবারো দেখলাম সুন্দর একটি মৃৎশিল্প তৈরি করেছ। খুব ভালো লাগলো এত সুন্দর দক্ষতা দেখে।
কাদামাটি দিয়ে বাটি তৈরি অসাধারণ হয়েছে দেখতে পেয়ে মুক্ত হলাম। খুবই সুন্দরভাবে এই ডিজাইনটি করেছেন। ডাই পোস্ট দেখে মুগ্ধ হলাম।