You are viewing a single comment's thread from:

RE: বাড়ির কাছের বুফে রেস্তোরাঁ

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আমিও ভেবেছিলাম শুরুতেই এত ধরনের কাবাব ও চপ খাওয়ার পরে আর ফাইনাল কোর্স অবদি পৌঁছতে পারবে না। ফাইনাল কোর্সে চিকেন বিরিয়ানির সাথে ২০ পিছ মাটন ও ৬ পিছ চিকেন এতসব একজনের পক্ষে কিভাবে সম্ভব। তাও আবার শেষ পাতে দুই তিন রকমের কেক, মিষ্টি ও এক প্লেট ফলফলারি। আমারও এই ভোজনপ্রিয় আপনার ভাইটির খাওয়া দেখতে খুব ইচ্ছা করছিল। সবমিলিয়ে দাদা বুফে রেস্তোরাঁয় খুব আনন্দঘন একটি সন্ধ্যা কাটিয়েছেন। বুফে রেস্তোরাঁ পরিবেশ ও খাবার নিশ্চয়ই অনেক ভালো আপনার সুন্দর সন্ধ্যা টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।