You are viewing a single comment's thread from:
RE: ছোটগল্প "রক্তঝরা অভিশপ্ত রাত" - ০৪
দাদা ট্রেনের নিচে চাকা পাশে লুকিয়ে থাকা সেই লোকগুলোর বীভৎস আর্তচিৎকারে প্রতিধ্বনি এখনো যেন আমি শুনতে পাচ্ছি। আমি জানিনা আপনার লিখতে কি রকম অনুভূতি হয়েছিল। কিন্তু পড়তে পড়তে আমার চোখের কোনে পানি চলে এসেছিল। ট্রেনের নিচে লুকিয়ে পড়ার সিদ্ধান্ত যদি তারা না নি তো তাহলে হয়তো এতগুলো প্রাণ গভীর জঙ্গলে মাটিচাপা পড়ে থাকত না। ছিন্নভিন্ন প্যান্টের অংশ পেয়ে সেই মায়ের কি অবস্থা হয়েছে ভাবতেও খুব খারাপ লাগছে। দাদা এত বড় একটা বীভৎস চাঞ্চল্যকর ঘটনা এতদিন আমাদের অজানাই থেকে গিয়েছিলো। আপনার এই লেখাগুলোর মাধ্যমে আমরা জানতে পারলাম। ঘটনাটি আমাদের সামনে নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।