আমার শহর নিয়ে ফটোগ্রাফি এবং পরিচিতি|| আমার বাংলা ব্লগ || ২৩-০৮-২০২১

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

☆আসসালামুয়ালাইকুম☆


আমার বাংলা ব্লগ

এর সকল মেম্বারদের আবার জানাই আসসালামুয়ালাইকুম ,আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।



আজ আমি আপনাদের সাথে আমার শহরের কিছু স্থানের ফটোগ্রাফি ও সেই স্থানগুলোর সাথে পরিচিয় করাবো।
চলুন তাহলে শুরু করা যাক



1628349502276.jpg

Location

আমাদের নিলফামারী শহড়ে ঢুকতেই সবার আগে এই জায়গাটি আপনাদের চোখে পড়বে। এই জায়গাটি নাম "চৌরঙ্গী মোড়"। এই জায়গাটি নিলফামারীর মানুষের কাছে একটি প্রিয় জায়গা।

20210822_230811.png



20210822_230751.png

dropshadow_1629653178007.jpg

Location

এটি আমাদের নিলফামারী শহরের "শহীদ মিনার"। শহীদদের স্মরণে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা এখানে আসি।

20210822_230811.png



20210822_230751.png

1629653714606.jpg

1629653857177.jpg

IMG_20210822_234954.jpg

1629649185470.jpg

Location

এটি আমাদের নিলফামারী "বড় মাঠ"। এই মাঠে আমাদের অনেকের স্মৃতি জড়িয়ে রয়েছে। এই মাঠে খেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও মেলার আয়োজন হয়। এই মাঠের চতুর্দিক দিয়ে এরকম রাস্তা করা রয়েছে মানুষের চলাচলের জন্য।

20210822_230811.png



20210822_230751.png

1626494313990.jpg

Location

এটি আমাদের নিলফামারী শহরের "পৌর সুপার মার্কেট"। আমাদের নিলফামারীর সকলে এই মার্কেট থেকে মার্কেটিং করে।

20210822_230811.png



20210822_230751.png

1629657529377.jpg

Location

এটি আমাদের নিলফামারী শহরের বড়বাজার যা "ট্রাফিক মোড়" নাম এ পরিচিত। এ বাজারে নিলফামারী শহরের সকল লোক বাজার করতে আসে। এই বাজারে সব ধরনের জিনিস পাওয়া যায়।

20210822_230811.png

ফটোগ্রাফারলোকেশনডিভাইস
@masrafiNilphamariRedmi Note 7pro

আজ এখানে শেষ করছি .. আগামীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো "ইনশাআল্লাহ"।

ততক্ষণ আমার বাংলা ব্লগ এর সকল সদস্যরা ভালো থাকুন সুস্থ থাকুন , এই কামনায় করি।

"আল্লাহ হাফেজ"

20210616_120145.png

Sort:  
 4 years ago 

ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আর আমার প্রত্যেকটা জায়গাই পরিচিত জায়গা শুভ কামনা রইলো 🥀

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া...ভালোবাসা নিও...❤️❤️

 4 years ago 

অবিরাম ভালোবাসা

 4 years ago 

ছবি গুলো অনেক সুন্দর তুলেছেন। ধন্যবাদ ভাই

 4 years ago 

আমার পোস্টটি দেখার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া...❤️

 4 years ago 

অসাধারন ভাবে নীলফামারী শহরকে তুলে ধরেছেন। আলোক চিত্র গুলো অনেক সুন্দর হয়েছে, শুভ কামনা রইলো।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া...🥰

ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে ভাই!! আমাদের নীলফামারী শহর অনেক ভালো করে তুলে ধরছেন।এজন্য আপনাকে অনেক ধন্যবাদ!!

 4 years ago 

খুবই চমৎকার করে নিজের শহরকে তুলে ধরেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে শুভকামনা জানাচ্ছি আর যারা ফটোগ্রাফী গুলো অসাধারণ হয়েছে♥

 4 years ago 

নীলফামারী সুপার মার্কেটের ছবিটি সেই রকম হয়েছে ভাই। অন্য গুলোও ভাল কিন্তু ওটা বেশী ভাল লেগেছে আমার কাছে।

ধন্যবাদ! ছবির মাধ্যমে আপনার শহরকে আমাদের কাছে তুলে ধরার জন্যে।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া..❤️❤️ এত সুন্দর কমেন্ট করার জন্য.. আমার কাছেও ভাইয়া সুপারমার্কেট এর ছবিটি অনেক ভালো লেগেছে....

 4 years ago 

আপনি আপনার এই পোস্টের মাধ্যমে নিজের শহরকে তুলে ধরেছেন। এটা আমার কাছে বেশ ভালো লাগে। আপনার মাধ্যমে আপনার শহরের কিছু দৃশ্য আমরা দেখতে পেলাম। শুভ কামনা আপনার জন্য।