প্রতিযোগিতা-আলুর মিশ্রণে মুড়ানো কলার ললিপপ রেসিপি||

in আমার বাংলা ব্লগ6 days ago (edited)

আসসালামু আলাইকুম


আমি@maria47 । আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন ভেরিফাইড মেম্বার।এই জন্য আমি খুবই গর্বিত।আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটিতে সেরা ইফতারির জন্য স্ন্যাকস রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।প্রতিযোগিতায় আমি আলুর মিশ্রণে মুড়ানো কলার ললিপপ রেসিপি করে তুলে ধরার চেষ্টা করেছি। জানিনা কতটুকু তুলে ধরতে পেরেছি তবে যতটা সম্ভব চেষ্টা করেছি।রেসিপিটি টি তৈরি করতে যতটা কষ্ট হয়েছিল তার থেকে বেশি তৈরি করার পর আনন্দ হয়েছিল। আশা করি সকলের কাছে আমার তৈরি রেসিপি টি ভালো লাগবে।


আলুর মিশ্রণে মুড়ানো কলার ললিপপ রেসিপি


ei_1742886820129-removebg-preview.png
Device-XANON-X20

ei_1742886026645-removebg-preview.png
Device-XANON-X20


এই ধরনের খাবার খেতে কম বেশি সকলেই ভালোবাসে।আমার তো খুবই ভালো লাগে এমন ধরনের মুখরোচক খাবার খেতে। ঘরের তৈরি যে কোনো খাবার আমার কাছে অনেক ভালো লাগে।আর বাড়ির তৈরি যেকোনো খাবার স্বাস্থ্যসম্মত হয়।এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল।বিশেষ করে ইফতারীতে এমন মজার খাবার হলে বেশ ভালই লাগে। চলুন এবার নিচে দেখে নেয়া যাক কিভাবে রেসিপিটি তৈরি করেছি।


** প্রয়োজনীয় উপকরণ:**

ক্রমিক নংনামপরিমান
পাকা কলা১ টি
কেটে নেওয়া আলু২ টি
রসুন বাটা১/২ টেবিল চামচ
আদা বাটা১ চা চামচ
পেঁয়াজ কুঁচিসামান্য পরিমাণ
কাঁচা মরিচ৩ টি
লবণপরিমাণ মত
মরিচের গুঁড়া১/২ চা চামচ
সয়াবিন তেল৬ টেবিল চামচ
১০হলুদের গুঁড়া১/২ চা চামচ
১১জিরার গুঁড়া১/২ চা চামচ
১২ময়দা১ কাপ
১৩নুডুলস১ প্যাকেট


IMG_20250323_160423_309.jpg
Device-XANON-X20
IMG_20250323_160628_141.jpg
Device-XANON-X20

IMG_20250323_161354_180.jpg
Device-XANON-X20


আলুর মিশ্রণে মুড়ানো কলার ললিপপ রেসিপি তৈরি করার ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20250323_160641_241.jpg
Device-XANON-X20

IMG_20250323_160700_476.jpg
Device-XANON-X20


প্রথমে একটি কড়াইতে কিছু পরিমাণ পানি দিব।এরপর কাঁচা মরিচ ও আলু সেদ্ধ করতে দিব।


ধাপ-২


IMG_20250323_162423_243.jpg
Device-XANON-X20

IMG_20250323_163025_556.jpg
Device-XANON-X20

IMG_20250323_163320_189.jpg
Device-XANON-X20


এরপর আলু ও মরিচ সেদ্ধ হয়ে গেলে হাতের সাহায্যে আলুর খোসা ছাড়িয়ে ভালো ভাবে মেশ করে নিব।


ধাপ-৩


IMG_20250323_163338_842.jpg
Device-XANON-X20
IMG_20250323_163415_188.jpg
Device-XANON-X20

IMG_20250323_163459_950.jpg
Device-XANON-X20


এরপর লবণ, হলুদের গুঁড়া,মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ কুঁচি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব।


ধাপ-৪


IMG_20250323_170832_750.jpg
Device-XANON-X20
IMG_20250323_171155_715.jpg
Device-XANON-X20

IMG_20250323_171230_564.jpg
Device-XANON-X20

IMG_20250323_171519_649.jpg
Device-XANON-X20


এরপর একটি প্লেটে ময়দা দিব।এরপর লবণ, হলুদের গুঁড়া,মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা ও পানি দিয়ে হাতের সাহায্যে ঝুরঝুরে করে নিব।


ধাপ-৫

IMG_20250323_171552_544.jpg
Device-XANON-X20

IMG_20250323_171705_516.jpg
Device-XANON-X20


এরপর একটি চালুনির সাহায্যে চেলে নিব।


ধাপ-৬


IMG_20250323_171744_954.jpg
Device-XANON-X20

IMG_20250323_171855_364.jpg
Device-XANON-X20


এরপর অবশিষ্ট ময়দা গুলো সামান্য পরিমাণ পানি দিয়ে গুলে নিব।


ধাপ-৭


IMG_20250323_172015_933.jpg
Device-XANON-X20
IMG_20250323_172036_365.jpg
Device-XANON-X20

IMG_20250323_172240_195.jpg
Device-XANON-X20


এরপর চেলে রাখা ময়দার অংশ ও নুডুলস ভেঙে নিব।এরপর পাকা কলা নিয়ে সেটিকে লম্বাভাবে কেটে নিব।


ধাপ-৮


IMG_20250323_172301_146.jpg
Device-XANON-X20
IMG_20250323_172454_405.jpg
Device-XANON-X20

IMG_20250323_173444_741.jpg
Device-XANON-X20


এরপর তৈরি করে রাখা আলুর মিশ্রণ দিয়ে কলার চারদিক মুড়িয়ে নিব।একইভাবে সব গুলো রেডি করে নিব।


ধাপ-৯


IMG_20250323_173504_404.jpg
Device-XANON-X20
IMG_20250323_173516_651.jpg
Device-XANON-X20

IMG_20250323_173651_008.jpg
Device-XANON-X20


এরপর পানি দিয়ে গুলে রাখা ময়দার মধ্যে ললিপপ ডুবিয়ে চেলে নেওয়া ময়দার ও নুডুলস এর মধ্যে কোট করে নিব।


ধাপ-১০

IMG_20250323_174702_582.jpg
Device-XANON-X20

IMG_20250323_174811_359.jpg
Device-XANON-X20


একইভাবে সব গুলো ললিপপ কোট করে নিব।


ধাপ-১১


IMG_20250323_183835_766.jpg
Device-XANON-X20


এরপর কড়াইতে তেল পরিমাণমতো তেল ঢেলে তেল গরম করে নিব।


ধাপ-১২

IMG_20250323_183850_466.jpg
Device-XANON-X20
IMG_20250323_183916_175.jpg
Device-XANON-X20


এরপর ললিপপ গুলো আলতো হাতে তেলের মধ্যে ছেড়ে দিব।


ধাপ-১৪

IMG_20250323_184406_683.jpg
Device-XANON-X20
IMG_20250323_184537_911.jpg
Device-XANON-X20


এরপর চামচের নেড়ে চেড়ে ভালোভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব।


শেষ ধাপ


IMG_20250323_190011_083.jpg
Device-XANON-X20


এইভাবে সবগুলো ললিপপ ভেজে চুলা থেকে নামিয়ে নিব।তাহলে আলুর মিশ্রণে মুড়ানো কলার ললিপপ রেসিপি তৈরি সম্পূর্ণ হবে।


উপস্থাপনা:

ei_1742888147700-removebg-preview.pngDevice-XANON-X20

ei_1742910533092-removebg-preview.png
Device-XANON-X20


আলুর মিশ্রণে মুড়ানো কলার ললিপপ রেসিপিটি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব।এইভাবে মজাদার আলুর মিশ্রণে মুড়ানো কলার ললিপপ রেসিপি তৈরি করে খেলে ভীষণ ভালো লাগে।এই রেসিপিটি খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল।এই মজাদার রেসিপিটি শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 5 days ago 

কলা ও আলু দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করেছেন। এরকম রেসিপি আগে কখনো তৈরি করা হয়নি। উপরে নুডুলস দেওয়াতে খুব সুন্দর লাগছে দেখতে। খেতেও নিশ্চয় সুস্বাদু ছিল। বিকেলের নাস্তায় এগুলো দারুন লাগবে খেতে। ধন্যবাদ আপনাকে মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।

 5 days ago 

খুব সহজ এবং একদমই অন্যরকম এই ললিপপ রেসিপি। পাকা কলায় এভাবে ডিপ ফ্রাই করলে কেমন খেতে হয় আমার জানা নেই। তবে আলুর এই বাইরের অংশটা খেতে তো দারুন হবে সেটা বোঝাই যাচ্ছে। দেখে তো দারুন লাগছে সত্যি বলছি আপু। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা জানাই।