DIY- কার্ড বোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি||

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47 আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাইকেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ডাই শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে বা কোন ভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে জিনিস তৈরি করতে কার না ভালো লাগে। ভালো লাগা থেকেই আজকে সকলের মাঝে কার্ড বোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি করে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


কার্ড বোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি

ei_1727236619764-removebg-preview.png
Device-XANON-X20


ভিন্ন কিছু করতে সকলেরই ভালো লাগে। ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়। আজকে আমি ভিন্ন ধরনের কিছু করার চেষ্টা করেছি। আজ আমি কার্ড বোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। আমার খুবই ভালো লেগেছিল কার্ড বোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি কার্ড বোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কার্ড বোর্ড।
২.পেন্সিল কম্পাস।
৩. কাঁচি।
৪. জল রঙ।
৫. তুলি।
৬.কলম।
৭আঠা।


IMG_20240924_164321_210.jpg
Device-XANON-X20


কার্ড বোর্ড দিয়ে ওয়ালমেট তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240924_164508_808.jpg

Device-XANON-X20


IMG_20240924_164839_143.jpg
Device-XANON-X20


প্রথমে কলম ও পেন্সিল কম্পাস নিব।এরপর গোল করে দাগ দিয়ে নিব।


ধাপ-২


IMG_20240924_170733_820.jpg

IMG_20240924_164853_273.jpg
Device-XANON-X20

Device-XANON-X20
Device-XANON-X20
Device-XANON-X20


এরপর কাঁচির সাহায্যে কেটে নিব।


ধাপ-৩

IMG_20240924_170753_434.jpg
Device-XANON-X20
IMG_20240924_171834_857.jpg
Device-XANON-X20


এরপর কলম দিয়ে লাভ শেফ এঁকে নিব।


ধাপ-৪

IMG_20240924_171845_068.jpg
Device-XANON-X20
IMG_20240924_173628_451.jpg
Device-XANON-X20


এরপর কাঁচির সাহায্যে কেটে নিব।


ধাপ-৫


IMG_20240924_173659_595.jpg
Device-XANON-X20
IMG_20240924_173903_134.jpg
Device-XANON-X20

IMG_20240924_174332_305.jpg
Device-XANON-X20


এরপর লম্বা শেফ করে কার্ড বোর্ড কেটে নিব।


ধাপ-৬


IMG_20240924_174549_512.jpg
Device-XANON-X20

IMG_20240924_183943_684.jpg
Device-XANON-X20


এরপর আঠার সাহায্যে সব কিছু এক সাথে লাগিয়ে নিব।


ধাপ-৭

IMG_20240924_184205_088.jpg
Device-XANON-X20

IMG_20240924_191431_906.jpg
Device-XANON-X20


এরপর জল রং ও তুলির সাহায্যে সুন্দরভাবে রঙ করে নিব।


শেষ ধাপ


IMG_20240924_193016_053.jpg
Device-XANON-X20

IMG_20240924_194221_296.jpg
Device-XANON-X20


এরপর জল রঙের সাহায্যে সব গুলো রঙ করে নিব।তাহলে আমার কার্ড বোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি সম্পূর্ণ হবে।


উপস্থাপনা:


ei_1727236794168-removebg-preview.png
Device-XANON-X20


কার্ড বোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিয়েছি। এই ধরনের জিনিস তৈরি করতে বেশ ভালই লাগে। কার্ড বোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার খুবই ভালো লাগছে এমন ডাই তৈরি করে সকলের মাঝে তুলে ধরতে পেরে। আশা করি আমার তৈরি করা ডাই টি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে।

Sort:  
 4 days ago 

কার্ডবোর্ড দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। তার ওপর আবার রং দিয়ে আর্ট করেছেন। আপনার তৈরি ওয়ালমেট টা অনেক বেশি সুন্দর হয়েছে। ঘরে সাজিয়ে রাখলে করে সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পাবে। ধন্যবাদ সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 days ago 

বাহ বেশ সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলেন। এখন সবাই বেশ ভালই কিছু তৈরি করে। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লাগলো দেখে। সবচেয়ে বেশি লাভগুলো তৈরি করে জোড়া লাগিয়ে রং করেছেন তাতে অনেক সুন্দর হয়েছে। ভালো লাগলো পুরো ওয়ালমেট তৈরি করা ধাপ দেখে।

 4 days ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই চমৎকারভাবে কার্ড বোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে এগুলো তৈরি করে যদি ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখা যায় দেখতে বেশ ভালো লাগবে। এত সুন্দর ভাবে ধৈর্য সহকারী তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 4 days ago 

আপু আপনি অনেক সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন। আর তৈরি পদ্ধতি ও অনেক সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 4 days ago 

আপনি কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। চিকন চিকন কাগজ কেটে পিছনে ডিজাইনটা বেশ ভালো লাগছে দেখতে। চারপাশে বিভিন্ন কালারের লাভ শেপ দিয়েছেন। তবে পুরো ওয়ালমেট টা সাদা কোন ব্যাকগ্রাউন্ড এর উপর রেখে ছবি তুললে আরো আকর্ষণীয় লাগতো দেখতে। ধন্যবাদ আপু।

 4 days ago 

কার্ড বোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে এই পোস্টটি তৈরি করেছেন।

 4 days ago 

রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করলে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে এই ধরনের ওয়ালমেট গুলো একটু বেশি সুন্দর হয়। আপনার এই ওয়ালমেট টা দেখে বোঝা যাচ্ছে এটা আপনি প্রচুর পরিমাণে সময়, ধৈর্য এবং দক্ষতা দিয়ে তৈরি করেছেন। রঙিন কাগজের কালার আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এধরনের দক্ষতা মূলক কাছে দেখলে প্রশংসা না করে থাকা যায় না। আপনি এটা যদি ঘরে লাগান তাহলে আরো ভালো হবে। এর ফলে ঘরের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে।

 4 days ago 

কার্ডবোর্ড দিয়ে যে কোন জিনিস তৈরি করতে আপনি অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো আপু। এরকম সুন্দর সুন্দর ফরমেট তৈরি করে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করা যায়। অনেক সুন্দর একটি পোস্ট ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 4 days ago 

আপু আপনি কার্ড বোর্ড দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার এত সুন্দর ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 days ago 

বেশ সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার ওয়ালমেট দেখতে খুবই সুন্দর লাগছে। কার্ড বোর্ড কেটে ওয়ালমেট তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এতো সুন্দর ওয়ালমেট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।