অরিগ্যামি-সাদা কাগজ দিয়ে নকশা তৈরি||
আসসালামু আলাইকুম
আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি সকলের মাঝে সাদা কাগজ দিয়ে নকশা তৈরি করে সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।
সাদা কাগজ দিয়ে নকশা তৈরি
কাগজের তৈরি নকশা গুলো দেখতে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে নকশা বানাতে যেমন ভালো লাগে দেখতেও তেমন অনেক আকর্ষণীয় হয়।আমি সুযোগ পেলেই কাগজ এমন নকশা তৈরি করে থাকি।আজকেও আমি সাদা কাগজ দিয়ে নকশা তৈরি করেছি।সাদা কাগজ দিয়ে নকশা তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি সাদা কাগজ দিয়ে নকশা তৈরি করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. সাদা কাগজ।
২. পেন্সিল।
৩. কাঁচি।

সাদা কাগজ দিয়ে নকশা তৈরির ধাপ সমূহ:
ধাপ-১

প্রথমে একটি সাদা কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিব।
ধাপ-২

এরপর কাগজটিকে আবারো একটি ভাঁজ করে নিব।
ধাপ-৩


এরপর ভাঁজ খুলে আবার একটি ভাঁজ করে নিব।
ধাপ-৪

এরপর একই ভাবে অপর পাশে আবারও একটি ভাঁজ করে নিব।
ধাপ-৫

এরপর মাঝখানে আরো একটি ভাঁজ করে নিব।
ধাপ-৬


এরপর পেন্সিলের সাহায্যে ইচ্ছে মতো নকশা এঁকে নিব।
ধাপ-৭


এরপর কাঁচির সাহায্যে নকশার দাগ অনুযায়ী কেটে নিব।
শেষ ধাপ


এরপর ভাঁজ খুলে নিব।তাহলেই আমার সাদা কাগজের নকশাটি তৈরি সম্পূর্ণ হবে।
উপস্থাপনা:

সাদা কাগজ দিয়ে নকশা তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব। এভাবে সাদা কাগজ দিয়ে নকশা তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে।সাদা কাগজ দিয়ে নকশা তৈরি করে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি কাগজের নকশা তৈরি করে তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা নকশা টি সকলের কাছে ভালো লাগবে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
ডেইলি টাস্ক:

https://x.com/Maria182143171/status/1953498095335223345?t=HIRmUM8X5czYTn5ITN4Jsg&s=19
https://x.com/Maria182143171/status/1953498466111697369?t=HLV5PZRTdr5tVqqzt3PeRw&s=19
সাদা কাগজ দিয়ে নকশা তৈরি করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। কাগজ দিয়ে তৈরি করা নকশা গুলো দেখতে অনেক ভালো লাগে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আজকে আপনি সাদা কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। কাগজের নকশাগুলো দেখলে খুব ভালো লাগে। আগে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে কাগজের এই নকশাগুলো দেখা যেত। খুব সুন্দর করে কাগজের নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপনি। নকশাটি কিন্তু খুবই সুন্দর হয়েছে । আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের কাগজের নকশাগুলো তৈরি করতে সহজ মনে হয় কিন্তু এটি কাটতে খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সাদা কাগজ কেটে এমন সুন্দর একটি নকশা তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। কালোর ওপর সাদা কাগজটি ভীষণ সুন্দর ফুটেছে। ভীষণ সুন্দর কারুকার্য করার দক্ষতা আপনার। নকশাটি চমৎকার তৈরি করেছেন দেখতে ভীষণ ভালো লাগছে।
ছোটবেলায় সাদা কাগজ কেটে এমন সুন্দর নকশা করতে বেশ ভালো লাগতো। কিন্তু বড় হওয়ার পরে আর এমন কাগজ কেটে নকশা করা হয়ে ওঠেনি। আপনার এই সুন্দর দক্ষতা দেখে বেশ ভালো লাগলো আর আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। ধন্যবাদ এত সুন্দর একটি দক্ষতা এবং কারুকার্য আমাদের কাছে শেয়ার করার জন্য।
কাগজ দিয়ে তৈরি নকশাগুলো অনেকের কাছ থেকে অনেক সময় দেখে আসছি৷ সব সময় সবাই দেখলাম যে খুবই সুন্দর কিছু কাগজের তৈরি নকশা তৈরি করছেন। আজকে আপনিও একেবারে চমৎকার কাগজের তৈরি নকশা তৈরি করেছেন৷ যেভাবে আপনার কাছ থেকে এত চমৎকার একটি পোস্ট দেখতে পেলাম তা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ এখানে আপনি এই সুন্দর অরিগামি শেয়ার করার ধাপগুলো একের পর এক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷
বাহ আপু আপনি সাদা কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা ডিজাইন তৈরি করছেন।এইরকম কাগজ কেটে নকশা ডিজাইন।গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।খুবই সুন্দরভাবে ধাপে ধাপে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।