DIY- টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে ফটো ফ্রেম সহ শুভেচ্ছা কার্ড তৈরি||

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47 আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাইকেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ডাই শেয়ার করতে যাচ্ছি।আজ আমাদের সকলের প্রিয় টিনটিন বাবুর জন্মদিন।অনেক অনেক শুভেচ্ছা রইলো টিনটিন বাবুর জন্য। আজকে সকলের মাঝে টিনটিন বাবুর জন্মদিন কে ঘিরে ফটো ফ্রেম সহ শুভেচ্ছা কার্ড তৈরি করেছি।সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে ফটো ফ্রেম সহ শুভেচ্ছা কার্ড তৈরি


IMG_20240926_200050.jpg
Device-XANON-X20


আজকে আমাদের টিনটিন বাবুর জন্মদিন সেটা আমি কালকে রাতে জানতে পেরেছি।অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা রইলো টিনটিন বাবুর জন্য। দোয়া করি জীবনে অনেক বড় হও।আর মানুষের মতো মানুষ হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করো।আর সবসময় এমনি ভাবে হাসি খুশি থেকো।আমার আগে জানা ছিল না।তাই সকাল থেকে ভেবে নেই বাবুর জন্য কিছু একটা গিফট তৈরি করবো।টিনটিন বাবু কে সামনে থেকে গিফট টি দিতে পারবো না।তবে সেটা আমার কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে চিরকাল। গিফট তৈরি করার সময় খুবই ভালো লেগেছিল।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে ফটো ফ্রেম সহ শুভেচ্ছা কার্ড তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২.ফটো।
৩.কাঁচি।
৪. লাল কলম।
৫.সাদা কাগজ।
৬.কালো কলম।
৭.আঠা।


IMG_20240926_172554_651.jpg
Device-XANON-X20


টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে ফটো ফ্রেম সহ শুভেচ্ছা কার্ড তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240926_172809_545.jpg
Device-XANON-X20

IMG_20240926_173346_427.jpg
Device-XANON-X20


প্রথমে সাদা কাগজ কার্ডের মাফ অনুযায়ী কেটে আঠার সাহায্যে লাগিয়ে নিব।


ধাপ-২


IMG_20240926_174105_810.jpg
Device-XANON-X20
IMG_20240926_174119_862.jpg
Device-XANON-X20

IMG_20240926_174428_150.jpg
Device-XANON-X20


এরপর কলম দিয়ে লাভ শেফ করে কাঁচির সাহায্যে কেটে নিব।


ধাপ-৩


IMG_20240926_174448_801.jpg
Device-XANON-X20
IMG_20240926_175829_785.jpg
Device-XANON-X20


এরপর লাল কলম দিয়ে লাভ শেফ লাল রং করে নিব।


ধাপ-৪


IMG_20240926_175946_809.jpg
Device-XANON-X20


এরপর একটি রঙিন কাগজ কাঁচির সাহায্যে কেটে নিয়ে টিনটিন বাবুর ফটো কাগজটির সাথে আঠার সাহায্যে লাগিয়ে নিব।


ধাপ-৫


IMG_20240926_180555_282.jpg
Device-XANON-X20
IMG_20240926_180613_326.jpg
Device-XANON-X20

IMG_20240926_182107_988.jpg
Device-XANON-X20


এরপর আবারও একটি রঙিন কাগজ কেটে ফুল তৈরি করে নিব।


ধাপ-৬


IMG_20240926_182222_725.jpg
Device-XANON-X20

IMG_20240926_183914_756.jpg
Device-XANON-X20


এরপর সাদা কাগজ কেটে ফুলের মাঝে আঠার সাহায্যে লাগিয়ে নিব।


ধাপ-৭


IMG_20240926_184108_781.jpg
Device-XANON-X20

IMG_20240926_185310_910.jpg
Device-XANON-X20


এরপর ফটোর চারপাশে ফুল গুলো আঠার সাহায্যে লাগিয়ে নিব।


ধাপ-৮


IMG_20240926_185916_990.jpg
Device-XANON-X20

IMG_20240926_191828_473.jpg
Device-XANON-X20


এরপর আঠার সাহায্যে লাভ শেফ গুলো লাগিয়ে নিব।


ধাপ-৯


IMG_20240926_191844_522.jpg
Device-XANON-X20

IMG_20240926_194704_861.jpg
Device-XANON-X20


এরপর কলম দিয়ে লেখা গুলো লিখে নিব।


শেষ ধাপ


IMG_20240926_194934_479.jpg
Device-XANON-X20


লেখা গুলো লেখা শেষ হলেই টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে ফটো ফ্রেম সহ শুভেচ্ছা কার্ড তৈরি সম্পূর্ণ হবে।


উপস্থাপনা:


IMG_20240926_200139.jpg
Device-XANON-X20


টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে ফটো ফ্রেম সহ শুভেচ্ছা কার্ড তৈরি হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিয়েছি।আমার খুবই ভালো লাগছে টিনটিন বাবুর জন্য কিছু করতে পেরে।আমি খুবই আনন্দিত এটি তৈরি করতে পেরে।আশা করি আমার তৈরি করা ডাইটি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে।

Sort:  
 3 days ago 

আপনার তৈরি কার্ড অসাধারণ হয়েছে। আপনি টিনটিন বাবুকে শুভেছা জানানোর জন্য দারুন একটি কার্ড তৈরি করেছেন। অসাধারণ হয়েছে আপু। দারুন লাগছে দেখতে।

 3 days ago 

বাবুর জন্মদিনে উপলক্ষে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। বেশ ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট শেয়ার করতে দেখে। প্রত্যেক বছর বাবুর জন্মদিন আমাদের মাঝে ফিরে আসুক এবং আনন্দ উল্লাসে কাটুক সেই কামনা করি।

 3 days ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে ফটো ফ্রেম সহ শুভেচ্ছা কার্ড দারুণ করে তৈরি করেছেন আপু। খুবই চমৎকার হয়েছে। বাবাইয়ের জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও মন থেকে দোয়া রইল।

 2 days ago 

টিনটিন বাবু যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয় আর দাদা বৌদির মুখ উজ্জ্বল করে এটাই দোয়া করি। টিনটিন বাবুকে তার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এই শুভেচ্ছা কার্ড দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। টিনটিন বাবুর ফটোটি বসানোর কারণে, আরো বেশি সুন্দর লাগছে এই কার্ডটি দেখতে। চোখে জুড়িয়ে গেল আপনার তৈরি করা এই বার্থডে কার্ড দেখে। ফটো ফ্রেম সহ খুব সুন্দর করে তৈরি করেছেন। এটার প্রশংসা তো করতেই হচ্ছে।

 2 days ago 

এত সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন দেখে ভালো লেগেছে। ফটো ফ্রেম সহ এই কার্ডটি তৈরি করাতে বেশি সুন্দর লাগছে। টিনটিন বাবুকে তার জন্মদিনের অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি। কলম দিয়ে লেখাগুলো লেখার কারণে বেশি সুন্দর লাগছে দেখতে। আর পুরো মাসের তারিখ দেওয়ার কারণে বেশি ভালো লেগেছে। সত্যি খুবই সুন্দর হয়েছে এই শুভেচ্ছা কার্ড। ধন্যবাদ এটা শেয়ার করে নেওয়ার জন্য।

 2 days ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে ফটো ফ্রেম সহ খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। শুভেচ্ছা কার্ডটা ভীষণ সুন্দর হয়েছে। ক্যালেন্ডারের মতো করে তৈরি করা ডিজাইন টা বেশ ভালো লেগেছে আমার কাছে। খুব সুন্দর ভাবে তৈরি করেছেন শুভেচ্ছা কার্ড টা। ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

বেশ সুন্দর একটি আইডিয়া। কার্ড সাথে ফটোফ্রেম। বেশ সুন্দর হয়েছে টিনটিন বাবুর জন্য বানানো আপনার কার্ডটি। টিনটিন বাবুর বেশ পছন্দ হবে কার্ডটি। ধন্যবাদ সুন্দর একটি কার্ড তৈরির ধাপ শেয়ার করার জন্য।

 2 days ago 

ফটো ফ্রেমটি দুর্দান্ত হয়েছে দেখতে। আর চমৎকারভাবে আপনি তৈরি করেছেন।টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে এটাই আমার দেখা সেরা পোস্ট। খুবই সুন্দর হয়েছে আপু। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।