আমার বাংলা ব্লগ:- কবিতা পাহাড়ি ঝর্ণা

in আমার বাংলা ব্লগyesterday

শুভরাত্রি বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভাল আছেন চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরেকটি ছোট্ট সুন্দর কবিতা নিয়ে। আশা করি বরাবরের মতো আজকের কবিতাটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

বন্ধুরা আজকে যে কবিতাটি আমি শেয়ার করতে চলেছি পাহাড়ের ঝর্ণার সৌন্দর্য নিয়ে কিছু বর্ণনা আমি কবিতার তালে তালে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ছোট্ট এই কবিতাটি আপনাদের মন ছুয়ে যাবে। আপনাদের ভালো লাগবে।

cosmic-timetraveler-jQvOExlroYA-unsplash.jpg
Src

পাহাড়ি ঝর্ণা

ঝর্ণার ধ্বনি বয়ে চলে বহুদূর,
পাহাড়ের কোলে ঝিমঝিম সুরে।
স্বচ্ছ জলের নাচন যেন,
পাথরের বুকে এক আলোর ছোঁয়া দেয়।

পাহাড়ি পথে ছুটে চলে তার ছায়া,
বনের নীরবতার মাঝে গান গায়।
সবুজের ঘ্রাণ মেখে চলে সারা দেহে,
প্রকৃতি তার সুরেলা সঙ্গী হয়ে যায়।

দূর থেকে আসে মিষ্টি এক সুর,
ঝর্ণার জল যেন ভালোবাসার ভাষা।
পাহাড়ের বুকে সে আঁকে নানান পথ,
জীবনকে শেখায় চলার ধারা তারি মত করে।

নিঃশব্দে সে আসে,
আবার হারিয়ে যায় সবার আড়ালে।
তবু তার স্মৃতি থেকে যায়,
প্রকৃতির বুকে এক চিরন্তন ভালোবাসা।

ঝর্ণা যেমন তার নিজস্ব ধারায় চলে, ঠিক তেমনি আমাদের জীবনও চলে তার আপন গতিতে।
প্রতিটি মুহূর্ত আমাদের জন্য নতুন কিছু বয়ে আনে,
আমাদের শুধু ধৈর্য ধরে তার সৌন্দর্যকে উপভোগ করতে জানতে হবে।

যাই হোক বন্ধুরা আপনাদের মাঝে ছেড়া ছোট একটা কবিতার শেয়ার করলাম এক জায়গায় লাইন অন্য এক জায়গায় লাগিয়ে তারপরও আশা করি আপনাদের ভালো লাগবে।

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 12 hours ago 

পাহাড়ি ঝরনা দেখতে যেমন ভালো লাগে তেমনি আপনি পাহাড়ি ঝরনা নিয়ে চমৎকারভাবে কবিতা লিখেছেন। কবিতা পড়ে খুবই ভালো লাগলো। এই ধরনের কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে।