বেশ দারুন একটি বিষয় নিয়ে আজ আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। সত্যি বলতে আমাদের চারপাশে এখন শিশু শ্রমের সংখ্যা বেড়েই যাচেছ। পরিযেবারের অভাবের কারনে ছোট ছোট শিশুরা নেমে পড়ছে পথের মাঝে। আবার কিছু কিছু ছেলেমেয়েরা নিজেকে নিয়ে যাচেছ অপরাধের দিকে। সব মিলিয়ে শিশু শ্রম হলো আমাদের জন্য ক্ষতিকরক। তাই শিশু শ্রম থেকে আমাদের কে সমাজের ছোট ছোট অসহায় বাচ্চা গুলো কে বাঁচানো প্রয়োজন।