RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৪১
আমাদের বাসাটি ছিল সরকারী কোয়াটারে। তো কোয়াটারের সামনে ছিল এক বিশাল মাঠ। সেই মাঠে সব ধরনের খেলা হতো। এমনকি ক্রিকেট খেলাও হতো। একদিন দুই কোয়াটারের মধ্যে খেলা হচ্ছে। তো সবাই খেলা দেখছে। আর যেহেতু আমাদের কোয়াটারের সাথে খেলাটি হচ্ছে তাই আমরাও জানায় বসে খেলা দেখছিলাম। হঠাৎ খেলার একটি গুরুত্বপূর্ণ সময়ে আহত হলেন একজন ব্যাটসম্যান। সবাই দৌড়ে গেল তার কাছে এবং তাকে জিজ্ঞেস করতে লাগলো সমস্যা কোথায় হচেছ? তখন সেই ব্যাটসম্যান বলতে লাগলো আমি তো সবকিছু পায়ে ব্যাথা পেয়েছি। দৌড় দিতে পারবো না। আর তখনই তার জন্য একজন রানার আনা হলো। এদিকে সেই ব্যাটসম্যান সেই রান্নার দাড়িঁয়ে ছিল ব্যাটসম্যানের একটু দূরে হঠাৎ ব্যাটসম্যান বলটি এত জোড়ে মারলেন ব্যাটের বাড়ি যেয়ে লাগলো সেই রানার এই গায়ে। তখন যে অনেক আঘাত পায়। আর এই বিষয়টি নিয়ে কি যে অবস্থার সৃষ্টি হলো এলাকায়। প্রায় এক মাসের মতে সেই ব্যাটসম্যান ঘর হতে বের হতেই পারেনি। আর এলাকায় সব ক্রিকেট খেলাও নিষেধ করা হলো। তারপর খোজঁ নিয়ে জানা গেল সেই দিনের সেই ব্যাটের আঘাত সে ইচ্ছে করেই করে ছিল। যাতে খেলা পন্ড হয়ে যায়। কারন তাদের জিতার সম্ভবনা ছিল না। হি হি হি