আহারে আপু, আপনি তো দেখি সেই ছেলেবেলার কথা মনে করিয়ে দিলেন। এই মিনা কাটুন দেখার জন্য ছেলেবেলায় টিভির সামনে থেকে উঠতামই না। একটি শিক্ষনীয় সিরিজের কাটুন ছিল। কাটুনের সেই ইন্ট্রো গানটি এখনো মাঝে মাঝে গিয়ে উঠি। ধন্যবাদ আপু ছেলেবেলার কথা মনে করে দেওয়ার জন্য।
ভাইয়া আপনাকে তো শুধু ছেলেবেলার কথা মনে করিয়ে দিলাম আর আমি তো মনে হয় ছেলেবেলায় চলে গিয়েছিলাম যখন পোস্টটা লিখছিলাম, অনেক স্মৃতি জড়িয়ে আছে এ সকল কাটুন এর মধ্যে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।