গান রিভিউ- বাবা কত দিন কত দিন দেখিনি তোমায় ||Song Review By @maksudakawsar ||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন প্রিয় বন্ধুরা আমার ? আর বলবো না ভালো নেই।যেমনই আছি বেশ ভালোই আছি। আর ভালো আছি বলেই সারাদিনের ব্যস্ততার পর বসে গেলাম আপনাদের জন্য একটি পোস্ট শেয়ার করতে। পোস্ট শেয়ার না করতে পারলে মনটাই যেন কেমন উরু উরু লাগে। তাই তো শত কষ্টের মাঝেও পোস্ট করা হতে বিরত থাকিনি। বিরত থাকিনি নিজের একটিভিটিজ ধরে রাখতে। সেই ধারাবাহিকতায় আজ চলে আসলাম আপনাদের মাঝে নিজের আরও একটি ভালো লাগার পোস্ট শেয়ার করতে। দোয়া করবেন হাজারও ব্যস্ততার মাঝে আমি যেন আপনাদের সাথে থাকতে পারি।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত গর্বিত ইউজার। গর্বিত বলছি এই কারনে যে, আমার চেয়ে ভালো ভালো অনেক ক্রেয়েটিভ মানুষ আছে যারা এমন একটি প্লাটফর্ম খুঁজে বেড়াচ্ছে নিজেদের যোগ্যতাকে মেলে ধরার জন্য। অথচ আমি কত ক্ষুদ্র একজন ইউজার, যার নেই তেমন ক্রেয়েটিভিটি। তবুও আমি এমন সুন্দর একটি প্লাটফর্মের একজন ভেরিফাইড ইউজার। তাই তো শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।

গান ভালোবাসে না তেমন মানুষ খুঁজে পাওয়াটাই বেশ কষ্টের। জীবনে একবার হলেও আমরা গুনগুনিয়ে গান করেছি। আর অনেকে তো সুর না থাকলেও গলা ছাড়িয়ে গান করি। তবে গানের ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক ধরনের। কেউ পছন্দ করে আধুনিক গান, কেউ পছন্দ করে পল্লীগীতি। আর কেউ বা পছন্দ করে ডুম তারাক্কা গান। তবে আমার কাছে কিন্তু যে গান মনের সাথে মিশে যায় সেই গানই বেশ ভালো লাগে। আর তাই তো আজ ভাবলাম নিজের পছন্দের গানের রিভিউ আপনাদের মাঝে একটু শেয়ার করি।

বাবা কত দিন কত দিন দেখিনি তোমায়

Screenshot_2.png

প্রাপ্তি: YouTube

গানটির কিছু তথ্য

নামবাবা কত দিন কত দিন দেখিনি তোমায়
শিল্পীজেমস
এলবামবাবা
দৈর্ঘ্য৫ মিনিট ০২ সেকেন্ড
সুরজেমস
মুক্তির তারিখঅজানা

গানটির মূল শিল্পী

★জেমস

গানটি নিয়ে যত কথা

জেমস মানে বাংলাদেশ। আর জেমস মানে তরুন তরুনীদের উম্মাদোনা। জেমস হলো বাংলার এক অজানা ঝড়। যার কণ্ঠ শুনে তরুন সমাজ ঝাপিয়ে পড়ে গানের কন্ঠ শুনতে। জেমস তার কন্ঠ দিয়ে ভক্তদের কে এমন কিছু গান উপহার দিয়েছে যে যে গান শুনলে মনের ভিতরটা মুচরে উঠে। জেমস এর কন্ঠে প্রিয় মানুষের প্রতি আবেগ, দেশ প্রেম সহ সব ধরনের গানই বেশ শোভা পায়। আর আজকের গান রিভিউ এর গানটিও কিন্তু অনেক জনপ্রিয়। সবার কথা বলতে পারবো না। তবে আমার কিন্তু গানটি শুনলে বাবার কথা বেশ মনে পড়ে। তাই তো ভাবলাম গানটির রিভিউ শেয়ার করি আজ।

Screenshot_3.png

প্রাপ্তি: YouTube

গানটি ইয়াং জেনারেশনের ‍মুখে মুখে শোনা যায়। জেমস এর যে গানগুলো মানুষের কাছে জনপ্রিয় তার মধ্যে এই গানটিও একটি। গানটি কবে রিলিজ হয়েছে সেটা জানা নেই আমার। তবে এতটুকু জানি যে গানটি শুনলে বাবার মুখটি বার বার চোখের সামনে ভেসে উঠে। আর গানটি অনেক ইয়াং জেনারেনের মুখে মুখে শোনা যায়। এ যুগের তরুন তরুনীরা তাদের মনের আবেগ দিয়ে গানটি করার চেষ্টা করেন।

Screenshot_1.png

প্রাপ্তি: YouTube

গানটি শুনলে কেন জানি বাবার প্রতি আরও বেশী সম্মান আর শ্রদ্ধা জেগে উঠে। মনে হয় যেন বাবা কে বেশ কাছ থেকে দেখছি। গানটিতে বাবার প্রতি সন্তানের ভালোবাসার এক অপরূপ রূপ তুলে ধরা হয়েছে। যেখানে ফুটিয়ে তোলা হয়েছে বাবার প্রতি সন্তানের ভালোবাসার বহি প্রকাশ। তাই তো যারা বাবা মাকে ভালোবাসে তাদের কাছে জেমসের এই গানটি বেশ জনপ্রিয়। আর আমার কাছে তো গানটি অনেক বেশী প্রিয়।

Screenshot_4.png

প্রাপ্তি: YouTube

ব্যক্তিগত মতামত

আমি জানিনা গানটি আপনাদের কার কার কাছে ভালো লাগে। তবে আমি গানটি যতবারই শুনি কোথায় যেন একটি শূণ্যতা অনুভব করি। সেই দিক থেকে আমি মনে করি গীতিকার যেমন ‍সুন্দর করে গানটি লিখেছিলেন, সুরকার তার সবটুকু দক্ষতা দিয়ে গানটির সুর করেছেন এবং প্রিয় শিল্পী তার নিখুঁত সুরের মাধ্যমে গানটি তার সুরে ফুটিয়ে তুলেছেন।যার কারনে গানটি মনের ভিতের একটি শূণ্যতার সৃষ্টি করে।

ব্যক্তিগত রেটিং

১০/১০

গানটির ভিডিও লিংক

শেষ কথা

সত্যি বলতে আমার বেশ পছন্দের এই গানটির একটি রিভিউ করার চেষ্টা করলাম। আর আশায় রইলাম আপনাদের মতামতের। আশা করি আপনাদের সমালোচনার ঝড় দিয়ে আমাকে মুগ্ধ করবেন।

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 2 months ago 

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 months ago 

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম শিল্পী জেমস। উনার কন্ঠে গান শুনতে আমি খুবই পছন্দ করতাম একসময়। এখন হয়তো আর সময় দিতে পারি না অথবা গানের প্রতি তত আসক্ততা নেই। তবুও তার গানগুলো আমি পছন্দ করি। আপনার সুন্দর রিভিউ পড়ে অনেকটা ভালো লাগলো আমার। অনেক সুন্দর রিভিউ উপস্থাপন করেছেন আপনি।

 2 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

এই গানটাকে যতবার শুনেছি ততবারই যেন এর ভালোলাগার কোন কমতি থাকে না। অন্যরকম একটা অনুভূতি হয়। গানটি শুনলেই গায়ের কাটা দিয়ে ওঠে। অন্যতম আবেগময় একটি গান। শত শত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে গানটি। দারুন একটি গান রিভিউ করে আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। খুব ভালো লাগলো।

 2 months ago 

আপু সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 months ago 

1000011216.jpg

1000011217.jpg

1000011218.jpg

 2 months ago 

আপু গো মনটাতে অনেক কষ্ট। গানটি শুনে অনেক কাঁদলাম।তারপরেও ভালো লাগলো শুনে।😢

 2 months ago 

হুম বুঝলাম। থাক কান্না করেন না। শুধু দোয়া করেন। ধন্যবাদ আপু।

 2 months ago 

খুবই সুন্দর এবং জনপ্রিয় একটি গান কভার করেছেন। এই গানটি যতবার শুনে ততবারই যেন ভালো লাগে। আপনার কন্ঠে শুনতে পেয়ে আরো ভালো লাগলো।

 2 months ago 

আরে আমি তো গাইনী। আমি মাত্র গানের রিভিউ করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 months ago 

আসলে এই গান সম্পর্কে আমার খুব একটা বেশি কিছু বলার নেই। কেননা সে ছোটবেলা থেকে এই গানটি যখন প্রথম শুনেছিলাম তখন থেকে এই গানের প্রতি আমার আলাদা ধরনের একটা ভালোবাসা ছিল। এছাড়াও মাঝে মাঝে এই গানটি শুনে থাকি।

 2 months ago 

ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

আজ আপনি খুব সুন্দর ও স্বভাব প্রিয় একটি গান রিভিউ করেছেন। এই গানটা আমারও অনেক পছন্দ। আপনি খুব সুন্দর সুন্দর গান বেছে সুন্দর করে গান রিভিউ করেন। আমি আপনার কাছ থেকে গান রিভিউ পোস্ট করতে উৎসাহ পেয়েছি। আর সে থেকে আমারও গান রিভিউ পোস্ট করতে অনেক ভালো লাগে। গতকাল আপনি বলেছিলেন জেনারেল রাইটিং পোস্ট করবেন কিন্তু আমার গান রিভিউ পোস্ট দেখে আপনিও চমৎকার একটি গান রিভিউ পোস্ট করলেন দেখে অনেক ভালো লাগলো।

 2 months ago 

কি আর করবো? সময় করে উঠতে পারলাম না তো। ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

 2 months ago 

জেমসের গান গুলো শুনতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু জেমসের কন্ঠে বাবা কতদিন দেখিনা তোমায়, গানটি শুনতে অন্যরকম অনুভূতি কাজ করে। এই গানটি আমার খুবই প্রিয় একটি গান। আমার ইচ্ছা আছে কোন একদিন সামনাসামনি জেমসের কন্ঠে এই গানটি শুনবো।

 2 months ago 

শুভ কামনা রইল আপনার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।