কবিতা পোস্ট- আমার মনের ইচ্ছে গুলো|| Original Poetry by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।
.png)
মানুষ সব সময় তার প্রিয় মানুষের কে নিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসে। আর সেজন্যই মানুষ তার প্রিয় মানুষের জন্য কল্পনার রঙে রাঙায় হাজারও স্বপ্ন। প্রিয় মানুষ কে ঘিরে হৃদয় মাঝে বহন করে চলে কত রকমের আশা আর ভালোবাসা। আর এমন স্বপ্ন গুলোকেই এক সময়ে মানুষ তার হৃদয়ে ধারন করে প্রিয় মানুষ কে আরও বেশী ভালোবাসায় রাঙিয়ে তুলে। আর মনের মাঝে তৈরি হওয়া হাজারও ভালোবাসার কল্পনাকে কোন এক সময়ে হয়তো কবিতার ভাষাও প্রকাশ করতে দ্বিধাবোধ করে না। আর এমন কিছু কথা নিয়েই আজ আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটি কবিতা শেয়ার করতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
আমার মনের ইচ্ছে গুলো,
রঙিন ডানায় উড়ে যায়,
নীল আকাশের গহীনে মিশে,
স্বপ্নের সুর বুনে যায়।।
আমার মনের ইচ্ছে গুলো,
থামে না, চুপ করে না,
পথের বাঁকে অপেক্ষা করে,
নতুন সূর্যের আলোয় সোনা।।
আমার মনের ইচ্ছে গুলো,
রঙিন আলো ছড়িয়ে যায়,
স্বপ্ন সাজায় সাত রঙেতে,
আকাশ ছুঁতে চায়।।
আমার মনের ইচ্ছে গুলো,
অবুঝ শিশুর মতো,
তোমার ছোঁয়া পেলে শুধু,
হবে তারা সত্য।।
একটা ইচ্ছে ঝর্ণা হয়ে,
বয়ে চলে পাহাড় বেয়ে,
একটা ইচ্ছে সাগর ছুঁয়ে,
তোমার কাছে যেতে চেয়ে।।
একটা ইচ্ছে নদী হয়ে,
তোমার হৃদয় ছুঁয়ে যায়,
একটা ইচ্ছে বাতাস হয়ে,
গোপন কথা শোনায়।।
একটা ইচ্ছে ছোট্ট মেঘ,
বৃষ্টি হয়ে নেমে আসে,
একটা ইচ্ছে কাঁদতে শেখে,
তোমার অভিমানে ভাসে।।
পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ক্যামেরা | Vivo y18 |
পোস্ট তৈরি | @maksudakawsar |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কবিতা লিখেছেন।আমার মনের ইচ্ছে গুলো কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রিয় মানুষকে নিয়ে সবাই স্বপ্ন দেখে। আর নিজের মত করে স্বপ্নগুলো রাঙিয়ে নেওয়ার চেষ্টা করে। আর এই ধরনের কবিতাগুলো পড়তে ও বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সু্ন্দর মন্তব্যের জন্য।
PUSS এর Daily Task লিংক শেয়ার করা হয় নাই, এটা অবশ্যই পালনীয়। ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া আন্তরিকতার জন্য। অবশ্যই এখন থেকে দেওয়ার চেষ্টা করবো।