ফটোগ্রাফি পোস্ট- শরৎ এর কিছু দৃষ্টি নন্দন ফটোগ্রাফি ||original photography by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগ19 hours ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আর আমার কথা কি বলবো? এক গান আর বারে বারে গাইতে মনে চায় না। সেই যে ব্যস্ততা বাড়লো সেই ব্যস্ততা তো আর কমতেই চায় না। দিনে দিনে যেন আমার ব্যস্ততা যেন আমাকে ঘিরে ধরছে চারদিক দিয়ে। তবুও এরই মাঝে চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে সম্পৃ্ক্তো থাকার। জানিনা কতটুকু তা পারছি।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত গর্বিত ইউজার। গর্বিত বলছি এই কারনে যে, আমার চেয়ে ভালো ভালো অনেক ক্রেয়েটিভ মানুষ আছে যারা এমন একটি প্লাটফর্ম খুঁজে বেড়াচ্ছে নিজেদের যোগ্যতাকে মেলে ধরার জন্য। অথচ আমি কত ক্ষুদ্র একজন ইউজার, যার নেই তেমন ক্রেয়েটিভিটি। তবুও আমি এমন সুন্দর একটি প্লাটফর্মের একজন ভেরিফাইড ইউজার। তাই তো শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।

আমার কাছে ফটোগ্রাফি করা একটি আর্ট। আর সেই ফটোগ্রাফি যদি করা যায় মনের মনের মাধুরী মিশিয়ে তাহলে কিন্তু ফটোগ্রাফি হয়ে উঠে বেশ আকর্ষনীয় এবং দৃষ্টিনন্দন। অবশ্য সবার ধারা সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা হয়ে উঠে না। তবে আমরা যদি ক্যামেরার লেন্স এবং ফোকাস বুঝে একটু সময় নিয়ে ফটোগ্রাফি করতে পারি তাহলে কিন্তু আমরাও একজন দক্ষ ফটোগ্রাফার হতে পারবো।

image.png

শরৎ এর কিছু দৃষ্টি নন্দন ফটোগ্রাফি

image.png


image.png


image.png

মন এমন একটি জায়গা যেখানে কারও কোন হস্তক্ষেপ চলে না। মন শুনেনা কারও কথা। মনের সব সময় নিজের মত করেই চলে। আর সেই মন যদি হয়ে পড়ে অস্থির আর হতাশাগ্রস্থ তাহলে কিন্তু ক্ষতি আমাদেরই। আর গত কিছুদিন যাবৎ আমি নিজেও ডুবে আছি সেই হতাশার সাগরে। যেখান খেকে কিছু স্বস্থির আশায় চলে গিযেছিলাম শরৎ এর কাশফুলের কাছে। কাশফুল কথা বলতে না পারুক মনকে কিন্তু কিছুটা হলেও শান্তির আবেশ দিতে পারে।দিতে পারে আনন্দ।আর সেই কাশফুলের সাথে যদি বোনাস সূর্যাস্থ পাওয়া যায় তাহলে তো ছক্কায় ছক্কা।

image.png


image.png

কাশফুল আর সূর্যাস্থ যেন সেদিন একাকার হয়ে গিয়েছিল। সাদা ঝাঁক বাঁধা কাশফুলের ফাঁক দিয়ে বিকেলের এমন দারুন সূর্যাস্থের দৃশ্য কিন্তু মনে বেশ একটা রোমান্টিকতা ফুটিয়ে তুলে। আমি যখন কাশফুলের বাগানে যাই তখন প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই। আর কাশফুল আর সূর্যাস্থের এমন অপরূপ দৃশ্য কে শুধু আমি নয়, হাজারও রোমান্টিক ‍ঝুটি আর হাতছাড়া করতে চা্য়নি। তাই তো অনেকেই এখানে ছুটে এসেছে ঝাঁকে ঝাঁকে। আর এমন মানুষগুলোর ভিড়ে আমার কিন্তু ফটোগ্রাফি করতে কিছুটা সময়ও লেগেছি। আচ্ছা আপনারাই বলেন তো আমার ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে?

image.png


image.png


image.png

প্রকৃতির দুটো রূপ শরৎ আর বর্ষা। আর এমন সময়ে কিছু প্রকৃতির রূপও বদলে যায়। তবে মানুষের মত ভয়ংকর ভাবে কিন্তু বদলায় না। প্রকৃতি বদলায় পৃথিবীর মানুষগুলোকে একটু শান্তি আর স্বস্থি দিতে। প্রকৃতি বদলায় মানুষের মাঝে লুকায়িত রোমান্টিকতাকে বাহিরে করে নিয়ে আসতে। আর তাই তো প্রকৃতির এমন রূপ দেখতে এই সময় গুলোতে নদীর পাশেও কিছুটা সময় থাকাই যায়। তাতে করে বর্ষার আকাশের মাঝে প্রকৃতির সুন্দর রূপ মন কে রাঙিয়ে তুলে আরও সুন্দর করে। নদী, প্রকৃতি আর বিকেলের সূর্যাস্থ কার না ভালো লাগে বলেন তো?

পোস্টের বিবরন
পোস্টের ধরনফটোগ্রাফি পোস্ট
ডিভাইসVIVO
মডেলVIVO-Y18
ফটোগ্রাফার@maksudakawsar
স্থানঢাকা, বাংলাদেশ

শেষ কথা

জানিনা আমার আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের কেমন লাগবে। তবে আমি কিন্তু দারুন উপভোগ করেছি প্রতিটি ফটোগ্রাফি । আশা করি আপনাদের সুন্দর সুন্দর মতামত গুলো দিয়ে আমাকে ধন্য করবেন।

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

image.png

Sort:  
 19 hours ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার চমৎকার এই ফটোগুলো দেখে অনেক ভালো লাগলো। বেশ দেখার মত ছিল আপনার ধারণা করা সমস্ত শরৎকালের চিত্র।

 17 hours ago 

শরৎকালে প্রকৃতি যেন অন্যরূপে সাজে।শরৎকালে নীল আকাশে সাদা মেঘের ঘুরে বেড়ানো আবার কাশফুলের নরম ছোঁয়া সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করতে পারি।তাই শরৎকালই যেন আমার সবচেয়ে প্রিয় ঋতু।আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।

 17 hours ago 

বাহ্ কবে গেলেন আপনি কাশবনে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে কিন্তু বেশ মুগ্ধ হয়ে গেলাম আপু। প্রতিটি ফটোগ্রাফিই নজরকাড়া। সব মিলিয়ে কাশবন আর বর্ষার আকাশ ঘিরে দারুন একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করলেন। ধন্যবাদ আপু।

 14 hours ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে চমৎকার কিছু শরৎ এর কিছু দৃষ্টি নন্দন ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার পরেই হয়তো আজকে ফটোগ্রাফির একটা কনটেস্ট দিয়েছে। বেশ মনোমুগ্ধকর ছিল আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ এত সুন্দর ভাবে ফোটোগ্রাফির বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 hours ago 

এককথায় অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো আপু। সত্যি আপনি আপনার পোস্টে ফটোগ্রাফি গুলোকে যেন একটা আর্ট হিসেবেই দেখিয়েছেন। শরৎ এর বিকেল কাঁশফুল নদী অসাধারণ সবুজ প্রকৃতি। সবকিছু চমৎকার ছিল। সবমিলিয়ে দারুণ করেছেন আপনি ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 9 hours ago 

আপনি তো দেখছি আজকে এক কথায় সব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। শরৎ এর এরকম দৃশ্যগুলো সবাইকে অনেক বেশি মুগ্ধ করে। আর এরকম সৌন্দর্যের মাঝে ঘুরাঘুরি করতে তো আরো বেশি ভালো লাগে। আমার কাছে কিন্তু মনোমুগ্ধকর লেগেছে ফটোগ্রাফি গুলো।

 7 hours ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার ধারন করা এত চমৎকার সব ফটোগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। যেন মন ছুয়ে যাওয়ার মত ছিল আপনার আজকের এই সব ফটোগ্রাফি গুলো। এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 6 hours ago (edited)

শরৎ এর কিছু দৃষ্টি নন্দন ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো আপু। বেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। সূর্যাস্তের এমন অপরূপ দৃশ্য সত্যিই বেশ অসাধারণ। এতো চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।