এক গুচ্ছ অনু কবিতা-হৃদয়ের কিছু কথা

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালোই আছেন। মানুষের জীবন সব সময় এক রকমের যায় না। এই ভালো তো এই মন্দ। আর ভালো মন্দের জোয়ার ভাটায় জীবনটাই হয়ে পড়ে নিস্তেজ। কিন্তু তাতে কি মানুষে বেচেঁ থাকার জন্য প্রতিদিন যুদ্ধ করে যেতে হয়। আর সেই যুদ্ধে নিজেকে বিজয়ী করতে তাকে যে কত ব্যস্তময় সময় পার করতে হয় সেটা কেবল ভুক্তভোগী মানুষটিই জানে।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। সত্যি বলতে ভালো মন্দ যাই লিখি না কেন, চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। জানিনা কতটুকু আমার লেখা গুলো আপনাদের কে ছুঁয়ে দিতে পারে। আজও আবার চলে আসলাম আপনাদের মাঝে।আজ চেষ্টা করছি আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করতে।

মিথ্যে ভালোবাসা (8).png

image.png

অনু কবিতা কি বা কাকে বলে হয়তো আগে জানতাম না। বুঝতাম না কি করে লেখবো মনের ভিতর লুকিয়ে থাকা কবিতার লাইনগুলো।কিন্তু প্রিয় এই কমিউনিটিতে কাজ করে জানতে পারলাম যে অনু কবিতা কি। মাঝে মাঝে নিজের মনের গভীর হতেই ভেসে আসে অনেক সুন্দর কিছু ছন্দ কথা। আর সেই ছন্দ কথা গুলোকে নিজের মত করে গুছিয়ে লেখা গুলোই হয়তো অনু কবিতা। আর আজ তাই বিভিন্ন সয়য়ে নিজের মনের মাঝে লুকিয়ে রাখা কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করতে ইচ্ছে হলো। দেখুন তো কেমন হলো আমার অনু কবিতা গুলো।

image.png

এক গুচ্ছ অনু কবিতা-হৃদয়ের কিছু কথা

লেখা- মাকসুদা কাউসার

(১)

তোমার মিষ্টি হাসিতে,
আমার হৃদয়ের মাঝে,
শত রক্ত কনিকা ঝড়ে পড়ে,
উপচে পড়ে সমুদ্রের হাসি।।

তোমার চোখের মায়া ভরা[ নেশা,
আমায় করে তোলে ব্যাকুল,
আমি হয়ে পড়ি প্রেমে পাগল,
আর তোমার ভালবাসায় মাতোয়ারা।।


(২)

লুকিয়ে লুকিয়ে থাকলে কি আর ভালবাসা হয়?
ভালাবাসা চিরকালই মনে গেঁথে রয়,
তোমার আমার ভালবাসায় নেই কো কোন ফাঁক,
তবে কেন তোমার মনে এত এত রাগ?

ময়না আমার টিয়া আমার রাগ করে না এত,
তোমার জন্য হৃদয় আমার হয়ে গেছে ক্ষত,
জীবন দিয়ে বাসবো ভাল হৃদয় মাঝে রেখে,
তোমায় যেন কেউ পারে আমার থেকে নিতে ।।

(৩)

আজ আমি শক্তি সঞ্চার করে নিয়েছি,
আজ আমি তোমার দেওয়া শত ব্যথা ভুলে গেছি,
আজ আমি আমার পৃথিবী কে জয় করতে শিখেছি,
এত কিছু পেরেছি শুধু তোমার জন্য।।

কারন তোমার দেওয়া শত আঘাত আমায়,
দেখিয়েছে মুক্তির পথ, শিখেয়েছে বেঁচে থাকা।।


(৪)

হৃদেয়ের গহিনে এঁকেছি যারে হায়,
কখনও কি তারে পাবো না এ ধরায়,
রেখেছি গো তোমায় মনের সেই মনিকোঠায়,
যেখানে আমার প্রেম গুলো সব রয়েছে তোমার প্রতিক্ষায়।।

তোমার বিরহ গুলো আজ হয়েছে মরুভূমি,
ফুটিবে না আর কভু সেথায় কুসুম কলি,
রাখিবো তোমায় চাঁদের আঙ্গিনায়,
তবুও দাও গো দেখা আমায় হে প্রিয়তমা।।


(৫)

তোমারি প্রেমে হৃদয়ের যাতনা,
কেঁদে মরে হেথায় শত বেদনা
তোমার দেওয়া শত কোটি প্রেম,
হৃদয়ের গহীন বেধেঁছে আজ ফ্রেম।।

ভুলিবো কেমনে ওগো প্রিয় তোমায়,
দিয়েছো যে প্রেম হৃদয়ে আমার,
সহিবো যাতনা যতই দেওগো আমায়,
মন প্রাণ দিয়ে ভালবাসিবো যে তোমায়।।

image.png

শেষ কথা

জানিনা কেমন লাগলো আমার আজকের অনু কবিতা গুলো আপনাদের সবার কাছে। যদি আজকের কবিতাটি আপনাদের মনটাকে এতটুকু ছুঁয়ে দিতে পারে তাহলেই কিন্তু আমি স্বার্থক। আপনাদের মতামত জানার অপেক্ষায় থেকে শেষ করছি।

image.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Twitter_Banner_24.webp

Sort:  
 3 months ago 

একদম ঠিক বলেছেন আপু অনু কবিতা কি আমিও আগে বুঝতাম না। দাদার কবিতা পড়ে অনু কবিতা সম্পর্কে ধারণা হয়েছিল। আর এখন তো সবাই খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে। আপনার কবিতা গুলো বেশ চমৎকার হয়েছে। শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ আপু আপনাকেও সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 months ago 

অনেক সুন্দর হয়েছে আপনার লেখা এই অনু কবিতাগুলো। আমার কাছে আপনার কবিতা গুলো পড়তে অনেক ভালো লেগেছে। সবগুলো অনু কবিতা লেখার টপিক অনেক সুন্দর ছিল। আপনি প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করছেন বলেই এত সুন্দর কবিতা লিখতে পারছেন। আপনার কবিতা সব সময় সুন্দর হয়। এরকম অনু কবিতাগুলো আশা করছি প্রতিনিয়ত আমাদের মাঝে শেয়ার করবেন।

 3 months ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 months ago 

আপু আমিও আপনার মতো অনু কবিতা কি আসলে জানতাম না, আমি বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে জানতে পেরেছি। আপনার প্রত্যেকটি অনু কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালোবাসার মানুষকে কখনোই ভুলা যায় না। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

আপু আপনার লেখা দুই নাম্বার অনু কবিতাটি আমার ভীষণ ভালো লেগেছে। খুবই সুন্দর সুন্দর কবিতা লিখেছেন আপনি। কবিতাগুলো পরে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 months ago 

ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago 

এই প্লাটফর্মে কাজ করার পর অনেকে অনু কবিতা সম্বন্ধে ধারণা পেল। তবে আজকে আপনি ভিন্ন রকম চমৎকার অনুভূতি দিয়ে পাঁচটি অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতার ভাষা সত্যি চমৎকার। ছন্দ মিলিয়ে চমৎকার অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 months ago 

ধন্যবাদ ভাই আপনার ‍সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

আজকের প্রতিটি অনু কবিতা আমার কাছে দারুন লেগেছে। তবে এমন করে অনুকবিতা আমি যদি লিখতে পারতাম আমার বেশ ভালো লাগতো। যাই হোক হৃদয়ের অনুভূতি দিয়ে সুন্দর করে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনে অনেক ধন্যবাদ।

 3 months ago 

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 months ago 

আমাদের কমিউনিটির অনেকেই খুব ভালো কবিতা এবং অণু কবিতা লিখে থাকে। এটা অবশ্য দাদার অনুপ্রেরণায় সম্ভব হয়েছে। যাইহোক প্রতিটি অণু কবিতা দারুণ হয়েছে আপু। বিশেষ করে প্রথম দুটি অণু কবিতা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।