কি ভাবে গুগল থেকে কপিরাইট ফ্রি ছবি খুজে পাবেন।।।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামুআলাইকুম এবং হিন্দু ভাই দের আদাপ। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমার পোষ্ট। আমরা সবাই জানি কপিরাইট কি। আর কপিরাইট কি ধরনের আপরাধ তাও আমারা জানি। তাই আমরা সবাই কপিরাইট/ প্লাগিয়ারিসম থেকে দূরে থাকবো।
তার পরেও আমাদের অনেক সময় গুগল থেকে ছবি ব্যবহার করতে হয়। ছবিয় সঠিক মাধ্যম এবং কপিরাইট ফ্রি ছবি নিয়ে তা উল্লেখ করে আমারা ব্যবহার করতে পারি।
আজ আমি আপিনাদের এটাই দেখাবো কি ভাবে আপনারা গুগল থেকে কপিরাইট ফ্রি ছবি পেতে পারেন।।।
নিচের ছবি গুলোর মাধ্যমে দেখানো হলোঃ
ধাপ ১
প্রথমে ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন।
ধাপ ২
তারপর সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় ছবিটি সার্চ করুন।
ধাপ ৩
তারপর ইমেজ অপশনে ক্লিক করুন।
ধাপ ৪
তারপর টুল অপশনটি বেচে নিন
ধাপ ৫
তারপর ব্যবহার অধিকারে যান
ধাপ ৬
তার পর ক্রিয়েটিভ কমন লাইসেন্সে ক্লিক করুন।
৬ নাম্বার ধাপটি সম্পন্ন করার পর যে ছবি গুলো দেখতে পারবেন তার সব গুলোই কপিরাইট ফ্রি ছবি। আগুলোর সঠিক সোর্স উল্লেখ করে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন
👇
কিছু উল্লেখযগ্য ওয়েব সাইট যেখানে আপনারা কপিরাইট ফ্রি ছবি পাবেনঃ
1. Pixabay
2. Pexels
3. Splitshire
4. Life Of Pix
5. Stock Snap
6. Free Range
CC:
@rme
@blacks
@photoman
@winkles
@royalmacro
@amarbanglablog
লেখাটি ভাল হয়েছে, অনেকেরি এ বিষয়ে ধারনা নেই তারা অনেক কিছু জানতে পারবে।
ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য ❤️
ধন্যবাদ ভাইয়া কপিরাইট ফি ওয়েবসাইটের সন্ধান দেওয়ার জন্য।
🥰🥰🥰
অনেক সুন্দর করেন বুঝিয়েছেন ভাইয়া ধন্যবাদ 🥰