DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি অর্ধ ফুটন্ত গোলাপ ফুল তৈরি।।
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটি হচ্ছে একটি ডাই পোস্ট । যা তৈরি করেছিলাম গ্লিটার ফোম সিট দিয়ে। আসলে গত বেশ কিছুদিন ধরে নানান ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে মনটাকে কেমন যেন স্থির রাখতে পারছি না। যার ফলে আমার বাংলা ব্লগ পরিবারের সাথে খুব একটা একটিভ থাকতে পারিনি। যাইহোক অনেকদিন পর আজকে একটু অফিসের ব্যস্ততা কম ছিল আর ব্যস্ততা কম থাকার জন্যই একটু আগেই অফিস ছুটি করতে পেরেছিলাম। যেহেতু হাতে একটু সময় ছিল তাই ভেবেছিলাম একটা ডাই পোস্ট তৈরি করি। আর সেই ভাবা থেকেই আজকের এই অর্ধ ফুটন্ত গোলাপ ফুলটি তৈরি করেছিলাম । যা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। তবে এই ফুলটি তৈরি করার পর আমার কাছে অনেক ভালো লেগেছিল আমি আশা করি এই ফুলটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি গ্লিটার ফোম সিট দিয়ে আজকের এই সুন্দর অর্ধ ফুটন্ত গোলাপ ফুলটি তৈরি করেছিলাম।
আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে সুন্দর একটি অর্ধ ফুটন্ত গোলাপ ফুল তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে এখন উপস্থাপন করলাম।
১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।
৫। জিআই তার ।
![]() | ![]() |
---|
প্রথমে আমি একটি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে তিন সেন্টিমিটার বাই চার সেন্টিমিটার করে টোটাল ১২ পিস গ্লিটার ফোম সিট কেটে নিলাম।
![]() | ![]() |
---|
এবার এই ১২ টুকরো গ্লিটার ফোম সিট মাঝখান দিয়ে ভাঁজ করে দুই পাশ থেকে কেচিঁ দিয়ে কেটে পাপড়ির আকৃতি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
![]() | ![]() |
---|
এবার একটি আয়রনের সাহায্যে তাপ দিয়ে পাপড়ি গুলো বাঁকিয়ে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
![]() | ![]() |
---|
এবার এক পেজ ফেসিয়াল টিস্যু মুড়িয়ে গোলাপ ফুলের কলি আকৃতি করে নিলাম। এবং এক টুকরো জি আই তার গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
![]() | ![]() |
---|
এবার টিস্যু কলির উপরে একে একে ছয়টি পাপড়ি গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
![]() | ![]() |
---|
এবার বাকি ছয়টি পাপড়ি গ্লু গানের সাহায্যে গোলাকার করে লাগিয়ে তার ভিতরে আগে থেকে তৈরি করা গোলাপ ফুলের কলিটি বসিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
![]() | ![]() |
---|
এবার আরেকটি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ছয় সেন্টিমিটার ব্যাসার্ধের এক টুকরো গ্লিটার ফোম সিট কেটে নিলাম। এবং পাঁচটি ভাগে ভাগ করে ফুলের বৃতি আকৃতি করে কেটে নিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।
![]() | ![]() |
---|
***এবার আরো একটি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে তিন সেন্টিমিটার বাই ৭ সেন্টিমিটার দুই টুকরো গ্লিটার ফোম সিট কেটে নিলাম। এবং দুই পাস থেকে কেটে পাতা আকৃতি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
![]() | ![]() |
---|
এবার এই পাতা দুটোকে আয়রনের সাহায্যে তাপ দিয়ে হালকা বাঁকিয়ে নিলাম। এবং দুটো জিআই তারের সাথে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম এবং জিআই তারটি গ্লিটার ফোম সিট দিয়ে পেচিয়ে দিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।
![]() | ![]() |
---|
সর্বশেষ ধাপে এসে বৃতিটা ফুলের সাথে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম । এবং সেই সাথে আগে থেকে তৈরি করে রাখা দুটি পাতা লাগিয়ে গ্লিটার ফোম সিট দিয়ে জিআই তারটি পেচিয়ে দিলাম আর এর মাধ্যমেই ফুলটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।
অবশেষে এই মধ্যরাতে গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি অর্ধ ফুটন্ত গোলাপ ফুলটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি এই অর্ধ ফুটন্ত গোলাপ ফুলটি দেখে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ডাই পোস্ট । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
আর একবার দাদা করেছেন কি! আপনার ফোন সেটের কাজ আমি দিন দিন যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আজকের এই অর্ধ ফুটন্ত গোলাপ ভালোবাসার দিনে বড় ভালো লাগছে। কি নিখুত করে বানিয়েছেন আপনি একেবারেই মনে হচ্ছে না হাতে কেটে সব বানানো। খুব সুন্দর হয়েছে।
https://x.com/mahfuzur888/status/1890097011074166948?t=MmTAzyazDUbPopqsMh66iA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করে আপনি শেয়ার করলেন। গ্লিটার পেপার দিয়ে আপনি চমৎকার কিছু তৈরি করেন যা প্রতিনিয়ত দেখে মুগ্ধ হয়। আপনি আজকে বেশ সুন্দর অর্ধ ফোঁটা একটি গোলাপ ফুল তৈরি করে শেয়ার করলেন। যে ফুলটি দেখতে একদম বাস্তব ফুলের মত দেখতে মনে হয়েছে আমার। ভীষণ ভালো লেগেছে আপনার উপস্থাপনার প্রসেস গুলো দেখে।
গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি অর্ধ ফুটন্ত গোলাপ ফুল তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। প্রত্যেক সপ্তাহেই আপনি এমন সুন্দর সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন। এই কাজের ক্ষেত্রে আপনার ভালো অভিজ্ঞতা রয়েছে তা আমি আগে থেকেই বুঝে ফেলেছি।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
আজকে ভ্যালেন্টাইন ডে আর আজকের দিনে এই গ্লিটার ফোম দিয়ে আমিও গোলাপ বানানোর কথা ভাবছিলাম তবে সময় পাইনি জন্য হয়ে ওঠেনি।আপনি চমৎকার সুন্দর করে একটি লাল টসটসে গোলাপ বানিয়েছেন। খুবই নিখুঁত ভাবে ধৈর্য সহকারে বানিয়েছেন গোলাপটি।ধাপে ধাপে বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর গোলাপটি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
গ্লিটার পেপার দিয়ে তৈরি করা গোলাপ ফুল দেখতে অনেক সুন্দর লেগেছে। অর্ধ ফুটন্ত ফুলটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আমি তো প্রথমে মনে করেছিলাম এই ফুলটা হয়তো বাস্তবিক। পরে বুঝতে পারলাম এটা আপনি গ্লিটার পেপার দিয়ে সুন্দর করে তৈরি করেছেন। গোলাপের অপরূপ সৌন্দর্যময় দৃশ্য দেখে মুগ্ধ হলাম আমি।
গ্লিটার ফোম সিট দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে খুবই আকর্ষণীয় লাগে। আপনি আজকে খুব সুন্দর গোলাপ ফুল তৈরি করেছেন। লাল রঙের গোলাপ ফুল টা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এগুলো ঘরে সাজিয়ে রাখলেও চমৎকার লাগে দেখতে। আপনি খুব সুন্দর ভাবে ধৈর্য নিয়ে ফুলটা তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে।
ওয়াও অসাধারণ আজকে আপনি গ্লিটার ফোম সিট দিয়ে চমৎকার গোলাপ ফুল বানিয়েছেন। তবে আপনি প্রায় সময় দেখি গ্লিটার ফোম সিট দিয়ে চমৎকার চমৎকার ফুল ও অন্যান্য জিনিস বানিয়ে থাকেন। তবে আপনার বানানো এই গোলাপ ফুল যদি কাউকে গিফট করেন সে অনেক খুশি হবে। আর ঘরের মধ্যে সাজিয়ে রাখলে আরো বেশি ভালো লাগবে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত গ্লিটার ফোম সিট দিয়ে গোলাপ ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।