DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর মতো সুন্দর একটি হার্ট তৈরি।।
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, আজ দুইদিন পর নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটিও হচ্ছে একটি ডাই পোস্ট । যা তৈরি করেছিলাম গ্লিটার ফোম সিট দিয়ে। আসলে গত এক সপ্তাহ যাবত আমার বাবার অসুস্থ জনিত কারণে আমার বাংলা ব্লগে ঠিক মতো কাজ করতে পারছিলাম না। কারণ প্রায় সময় বাবার পাশে বসে থাকতে হতো। কখনো তাকে শোয়া থেকে বসিয়ে তার শরীর মেসেজ করে দিতে হতো। শুয়ে থাকতে থাকতে তার মেরুদন্ড লেগে যেত। আমার বাবা একটু স্বাস্থ্যবান হওয়ার জন্য আমি ছাড়া কেউ তাকে উঠাতে পারতো না। দীর্ঘ সাত দিন পর আমার বাবা হালকা সুস্থ হওয়ার জন্য তাকে বাসায় রেখে আমি আমার কর্মস্থলে ফিরে আসি। যদিও মনটা পড়ে আছে আমার নিজ বাসায়। আমার বাবার পাশাপাশি আমার ছোট ছেলের জন্য মনটা খুবই ছটফট করছে। এবার বেশি দিন ছুটিতে থাকার কারণে আমার ছোট ছেলেটাও আমাকে ছাড়া কিছু বুঝতো না। যাইহোক তারপরেও শত ব্যস্ততা কাটিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। তবে আজকের এই ঘর সাজানোর মতো হার্টটি তৈরি করার পর আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমি আশা করি এই হার্টটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে । তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি গ্লিটার ফোম সিট দিয়ে আজকের এই সুন্দর হার্টটি তৈরি করেছিলাম।
আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে সুন্দর একটি হার্ড কিভাবে তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে এখন উপস্থাপন করলাম।
১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।
৫। কুকি কাটার ।
৬। ডায়মন্ড জরি।
প্রথমে আমি দুইটি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ৭ সেন্টিমিটার বাই ৭ সেন্টিমিটার করে ১ + ১ টুকরো টোটাল ২ টুকরো গ্লিটার ফোম সিট কেটে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার একটি কুকি কাটার এর সাহায্যে গ্লিটার ফোম সিটের টুকরো গুলোকে দাগ দিয়ে কেটে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার গ্লিটার ফোম সিটের টুকরো দুটোকে একটি ঝিকঝাক কেচিঁর সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিলাম। এবং এক পার্টের সাথে বিপরীতমুখী আরেকপার্ট রেখে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার গ্লু গানের সাহায্যে ভিন্ন ভিন্ন দুটি রঙের গ্লিটার ফোমের দুটি টুকরোকে একসাথে জোড়া লাগিয়ে দুটি পার্ট তৈরি করে নিলাম । যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার দুটি পাটকে গ্লু গানের সাহায্যে একসাথে জোড়া লাগিয়ে দিলাম এবং এক পাশের সামান্য অংশ ফাঁকা রেখে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার পরিত্যক্ত কিছু কাগজ কেঁচি দিয়ে ছোট ছোট করে কেটে সেই ফাঁকা অংশের ভিতরে দিয়ে দিলাম। এবং পরিপূর্ণভাবে কাগজগুলো ঢুকানোর পরে গ্লু গানের সাহায্যে মুখটা লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার হার্টটিকে প্যাচানো এবং ঝুলিয়ে রাখার জন্য দুই টুকরো ডায়মন্ড জোরি কেটে নিলাম। এবং গ্লু গানের সাহায্যে চতুর্দিকে পেচিয়ে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
সর্বশেষ ধাপে এসে হার্টটিকে ঝুলিয়ে রাখার জন্য ১০ সেন্টিমিটার লম্বা এক টুকরো ডায়মন্ড জরি কেটে হার্টটির ঠিক মাঝখানে লাগিয়ে দিলাম। এবং আরো একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আরো একটু ডায়মন্ড জোরি হার্টটির সাদা অংশের উপরের কোনায় লাগিয়ে দিলাম। আর এরই মাধ্যমে সুন্দর এই হার্টটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছায়লাম।
অবশেষে সমস্ত ব্যস্ততা কাটিয়ে এই মধ্যরাতে সুন্দর এই হার্টটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি এই হার্টটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ডাই পোস্ট । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
ভাইজান অনেক সুন্দর একটি দক্ষতার পরিচয় তুলে ধরেছেন আপনি আপনার ডাই পোস্টের মধ্য দিয়ে। বেশ ভালো লাগলো এত সুন্দর ভাবে হার্ট তৈরি করে দেখাতে দেখে। বেশ ভালো লাগার মত ছিল। অসাধারণ হয়েছে আপনার প্রতিভার প্রকাশ।
https://x.com/mahfuzur888/status/1879602459569778918?t=RQeRfDEWcf02fWGE6aZ-ag&s=19
গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর মতো সুন্দর এই ডাই পোস্ট দারুন হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই ডাই পোস্টে ধাপে ধাপে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন।
দেখতে পেয়ে মুক্ত হলাম, আপনি খুবই দক্ষতার সাথে তৈরি করেছেন। ধাপে ধাপে দেখতে পেয়ে খুবি ভালো লেগেছে আমার।
সত্যিই এটা গলায় পরার মতো পেন্ডেন্ট হয়েছে ভাইয়া।টাইটানিক ছবি তে মেয়েটি পরেছিল যে।আপনার পোস্ট দেখে এই মুভির কথা মনে পরছে।আর আপনার দক্ষতা কি বলবো বরাবরই আমার প্রিয়। প্রতিটি ধাপ এতো সহজে বুঝিয়ে দিয়েছেন সলবাই বানাতে পারবে আমার বিশ্বাস।
ভাইয়া আপনি তো গ্লিটার ফোম দিয়ে দারুন জিনিস তৈরি করেছেন। আমি তো প্রথমে দেখে এটা একটি লকেট ভেবেছিলাম। তবে এই ধরনের কিছু লাভ তৈরি করে ঘরের দেওয়ালে ছোট বড় করে টাঙিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগবে। আপনার ডাই তৈরি প্রতিটি ধাপ দেখে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার বাবার অসুস্থতার কথা জেনে খারাপ লাগলো। দোয়া করি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। যাই হোক আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটা সিম্পল ওয়ালমেট এর মত তৈরি করে শেয়ার করলেন। গ্লিটার পেপার এর যেকোনো জিনিস বেশ ভালো লাগে দেখতে। দুইটা কালার পেছনের কম্বিনেশনে হার্ট তৈরি করেছেন। সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ ভাইয়া।
বাহ খুব সুন্দর করে গ্লিটার ফোম সিট দিয়ে আপনি চমৎকার হার্ট তৈরি করেছেন। তবে আপনি সবসময় দেখি গ্লিটার ফোম সিট দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানান। আসলে এসব জিনিস গুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ এত সুন্দর করে গ্লিটার ফোম সিট দিয়ে হার্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভিন্ন ভিন্ন কালারের গ্লিটার পেপার ব্যবহার করে আপনি আজকে অনেক সুন্দর একটা হার্ট তৈরি করেছেন। ছোট বড় করে এরকম অনেকগুলো হার্ট তৈরি করে ঘরে সাজালে দেখতে অনেক সুন্দর লাগবে। এগুলো ঘরের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। দুইটা ভিন্ন কালারের গ্লিটার পেপার হাওয়ায় দেখতে একটু বেশি সুন্দর লেগেছে এটা।