আমার লেখা কবিতা //হারিয়ে যাবো
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে আজকের এই পোস্টটি সাজিয়েছিলাম একটি কবিতা দিয়ে। আসলে এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে অন্ধকারের নতুন যুগে। সে কথা ভাবতেই যেন অনেক কষ্ট লাগে, তবু আমাদের চলে যেতে হবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে। আসলে ভালোবাসার প্রিয় মানুষগুলো আমাদের কতই না আদর যত্ন করে। কিন্তু আমরা যখন চলে যাই, অন্ধকারে কোন এক দেশে। তখন তারা অনেক কষ্ট পায়। হয়তো এই কষ্ট বেশিদিন থাকে না। কিছুদিনের মধ্যেই তারা আনন্দ আর হাসি সবকিছু মানিয়ে চলতে পারে। আমাকে ভুলে যাবে, আমি কত গুরুত্বপূর্ণ মানুষ ছিলাম। সেটা তাদের মাঝ থেকে হারিয়ে যাবে। এভাবেই যেন যুগের পর যুগ আমাদের পূর্বপুরুষরা চলে গেছে, আমাদের মাঝ থেকে। আমরা একদিন চলে যাব, এই কথা ভাবতেই যেন কেমন লাগে। সেই অনুভূতি নিয়ে লেখা আমার আজকের এই কবিতাটি।
হারিয়ে যাব আমি একদি,
এই পৃথিবী ছেড়ে।
থাকবো আমি অন্ধকারে,
নতুন একযুগে,
থাকবো আমি চির ঘুমিয়ে,
অন্ধকার সেই নতুন যুগে।
কেউ খোঁজ করবে না আমার,
থাকবো আমি একলা নতুন এই যুগে।
সব মাইয়া ত্যাগ করে,
থাকবো আমি একা নতুন এই যুগে।
খোঁজ পাব না আমি আর,
অন্য কারো যে।
ভালোবাসার মানুষগুলো,
থাকবে আমায় ভুলে।
সবাই থাকবে আনন্দে আর মহা সুখে,
কেউ খোঁজ করবে না আমার।
কিছুদিন ধরে আনন্দ তাদের,
যাবে যে হারিয়ে।
ঠিকই তারা ভুলে যাবে,
আনন্দ আর হাসির মাঝে।
থাকবো আমি শুধুই একা,
অন্ধকারে এই নতুন যুগে।
খোঁজ কেউ করবে না আর,
ভুলে যাবে সবাই যে আমাকে।
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
https://x.com/mahfuzur888/status/1889373659929911527?t=Fi-8JDeomD9djdB7HgtS0g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমি কবিতা লিখতে খুব ভালোবাসি, আর কবিতা পড়তেও আমার কাছে অনেক ভালো লাগে। খুব সুন্দর টপিক নিয়ে আজকের কবিতাটা লিখেছেন। এটা দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। আপনি এভাবে সব সময় কবিতা লেখার চেষ্টা করলে, পরবর্তীতে আরো ভালো কবিতা লিখতে পারবেন।
আপনার লেখা কবিতা গুলো আমার কাছে বেশ ভালো লাগে ভাইয়া। এর আগেও আপনার লেখা অনেক কবিতা পড়েছি। পৃথিবী থেকে একদিন আমরা সবাই হারিয়ে যাব। চিরতরে ঘুমিয়ে যাব। একা এসেছি, একাই যেতে হবে এটাই নিয়ম। মাঝে মাঝে যখন কথাগুলো ভাবি মনের মধ্যে অনেক কিছু ভাবনার জন্ম দেয়। এত সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতেই হবে। কবিতাটি পড়ে কবিতার মধ্যে হারিয়ে গিয়েছিলাম ভাইয়া। খুবই চমৎকার কবিতা লিখেছেন। খুব ভালো লাগলো।
একটা মানুষের জীবন নিয়ে এত সুন্দর একটা কবিতা আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে এই পৃথিবীতে যখন আমরা থাকবো না তখন কেউ আমাদের আর মনে রাখবে না। যদিও আমাদের ভালো কাজগুলো মানুষ মনে রাখবে কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে তারা সেগুলো ভুলে যাবে। এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই কবিতাটি যেন একদম আমাদের জীবনের সাথে মিলে গেছে, এ কারণে এই কবিতার মধ্যেই মনের অনুভূতি গুলো প্রকাশ পেয়েছে। ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।
আজকে আপনি বাস্তবিক কথা দিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।হারিয়ে যাবো কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আমাদের সবাইকে এই এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আর অন্ধকার জায়গা যেতে হবে। তবে আপনার কবিতার ভাষা সত্যিই চমৎকার। এবং সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।