DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর মতো সুন্দর একটি ফুল তৈরি ।।
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটিও হচ্ছে একটি ডাই পোস্ট। যা তৈরি করেছিলাম গ্লিটার ফোম সিট দিয়ে। আসলে আমার বাবা ইন্তেকাল করেছেন আজ ১১ দিন হয়। তারপরেও নিজেকে কেমন যেন মানিয়ে নিতে পারছি না এখনো। এতদিন আমার বাবা বটবৃক্ষের মতো আমাকে ছায়া দিয়ে রাখতেন। কোন প্রকারের সমস্যা আমাকে ধরতে পারতো না। সবকিছুই আমার বাবা একা নিজ হাতে হ্যান্ডেল করতেন। আর সেই বাবা চলে যাওয়ার জন্য আজ সমস্ত কিছুই আমার কাঁধে এসে পড়েছে। আমি আমার বাবাকে আরো ভুলতে পারছি না বাবার শেষ সময়টুকু স্বতঃস্ফূর্তভাবে আমার সাথেই কাটিয়েছিলেন। যদিও মাঝখানে দুইদিন আমি ঢাকায় এসেছিলাম। কিন্তু আমার বাবা প্রতিনিয়ত আমার সাথে মোবাইলে কথা বলে হাসাহাসি করতেন। আর বাবার কথা বেশি মনে পড়ার জন্য আমার বাংলা ব্লগে নিয়মিত ভাবে মনটাকে ধরে রাখতে পারছি না। তারপরেও চেষ্টা করছি নিয়মিত পোস্ট করে আপনাদের সাথে একটিভ থাকতে। যাইহোক আজকের এই ঘর সাজানোর মত ফুলটি তৈরি করার পর আমার কাছে ভালোই লেগেছিল। আমার বিশ্বাস এই ফুলটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি গ্লিটার ফোম সিট দিয়ে আজকের এই সুন্দর ঘর সাজানোর মতো ফুলটি তৈরি করেছিলাম।
আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে সুন্দর একটি ঘর সাজানোর মতো ফুল তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে এখন উপস্থাপন করলাম।
১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।
৫। পুরনো কানের দুল ।
প্রথমে আমি একটি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ২.৫ সেন্টিমিটার বাই ৪ সেন্টিমিটার করে ১২ টুকরো।
২ সেন্টিমিটার বাই ৩ সেন্টিমিটার করে ১২ টুকরো। এবং ১ সেন্টিমিটার বাই ২ সেন্টিমিটার ১২ টুকরো গ্লিটার ফোম সিট কেটে নিলাম। এবং প্রত্যেক টুকরোকে মাঝখান দিয়ে ভাজ করে কোনাগুলো কেচিঁ দিয়ে কেটে পাপড়ির আকৃতি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন। তবে আপনাদের বোঝানোর জন্য শুধুমাত্র একটিভ পার্ট এর কার্যক্রম তুলে ধরা হয়েছে। বাকি সবগুলোই গ্লিটার ফোম সিটের কার্যক্রম একই।
এবার পাপড়িগুলোর চওড়া পাশে গ্লুগানের সাহায্যে গ্লু লাগিয়ে গোলাকার করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার পাপড়িগুলোর গোলাকার করা অংশে কেচিঁ দিয়ে কেটে সুচালো করে নিলাম। যেন গ্লু গানের সাহায্যে একটার সাথে আর একটা লাগানোর পরে গোলাকার হয়ে যায়। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার প্রত্যেকটা পাপড়ি একটি সাথে আরেকটি গ্লু গানের সাহায্যে লাগিয়ে গোলাকার করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এভাবে তৈরি করা তিনটি পার্ট গ্লু গানের সাহায্যে গাম লাগিয়ে একটির সাথে আরেকটি জোড়া লাগিয়ে দিলাম।যেমনটি আপনারা দেখতে পারছেন।
সর্বশেষ ধাপে এসে ফুলটি ঠিক মাঝখানে পরিত্যক্ত একটি কানের দুল গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। আর এর মাধ্যমেই ঘর সাজানোর মতো ফুলটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।
শেষ পর্যন্ত এই মধ্যরাতে ঘর সাজানোর মত ফুলটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে । আমি আশা করি এই ফুলটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ডাই পোস্ট । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
আপনার বাবার কথা শুনে সত্যিই খুব খারাপ লাগলো। উনার জন্য দোয়া রইল। যাই হোক আপনি নিজেকে মানিয়ে নিয়ে আবারও কাজ করছেন দেখে ভালো লাগলো। খুব সুন্দর একটা ফুল তৈরি করেছেন। এগুলো ঘরে সাজিয়ে রাখলে দারুন লাগবে দেখতে। হালকা গোলাপি রঙের হওয়ার কারণে আরো বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুল তৈরি করে শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর মতো সুন্দর একটি ফুল তৈরি খুবই খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে আপনি এই ফুলের ডিজাইন করেছেন আমার অনেক ভালো লাগলো।
গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর জন্য যে ফুলটি তৈরি করেছেন, তা সত্যিই অসাধারণ। দেখলেই মনে হয় যেন সৃজনশীলতার এক নতুন স্তর খুলে গেছে। ফুলটির ডিজাইন এত সুন্দর এবং ঝলমলে যে, আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আপনার কাজের প্রতি যত্ন ও দক্ষতা সত্যিই প্রশংসনীয়। এটি ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি, পুরো পরিবেশটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
প্রথমেই আপনার বাবার রুহের মাগফেরাত কামনা করছি। বাবারা বরাবরই আমাদের সন্তানদের জন্য বট বৃক্ষের মতই আমাদের ছায়া হয়ে পাশে থাকে। সেই বাবা চলে যাওয়াতে মন খারাপ হবে এটাই স্বাভাবিক, স্রষ্টা আপনাকে এই কষ্ট সহ্য করার মন মানসিকতা দান করুক। যাই হোক গ্লিটার এবং ফোম দিয়ে উজ্জল একটি ফুল তৈরি করেছেন। এরকম ফুলগুলি আসলেই ঘরে সাজিয়ে রাখলে চমৎকার দেখাবে। খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন ফুলটি তৈরি করার প্রসেস গুলি। ধন্যবাদ এরকম দুর্দান্ত একটি কারুকার্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মানুষ মরনশীল সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।বাবা মায়ের মৃত্যুতে অনকেক কষ্ট হয় তবুও স্বাভাবিক চলাফেরা করতে হয়।আপনি বরাবরই সুন্দর সুন্দর গ্লিটার ফোম দিয়ে চমৎকার সুন্দর সুন্দর জিনিসপত্র বানিয়ে থাকেন যা ভীষণ সুন্দর লাগে।গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর মতো সুন্দর একটি ফুল তৈরি করেছেন।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/mahfuzur888/status/1884665818782589398?t=wGj91l4Agh1X0tkD6uNN6g&s=19
এই জাতীয় ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে।গ্লিটার ফোম সিট দিয়ে ঘর আপনি যেই ফুল তৈরি করে দেখিয়েছেন এটা কিন্তু ঘর সাজানোর জন্য দেওয়ালে আটকে রাখা যায়। সুন্দর হয়েছে ফুলটা।
গ্লিটার পেপার ব্যবহার করে আপনি আজকে অনেক সুন্দর ফুল তৈরি করেছে। গ্লিটার পেপার দিয়ে কোনো কিছু তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর লাগে। এরকম ভাবে সুন্দর সুন্দর ফুল তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। এটা যদি আপনি ঘরে সাজিয়ে রাখেন, তাহলে ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে।
গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর মতো সুন্দর একটি ফুল তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। রঙিন কাগজ অথবা গ্লিটার ফোম দিয়ে জিনিস তৈরি করলে সেগুলো দেখলে আসলেই অনেক বেশি সুন্দর লাগে। এ ধরনের জিনিস ঘরে সাজিয়ে রাখলে ঘরে সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায়।