আমার লেখা কবিতা //প্রকৃতির খোঁজে
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আর আজকের এই পোস্টটি সাজিয়েছিলাম একটি কবিতা দিয়ে। সত্যি কথা বলতে প্রকৃতির সৌন্দর্য আমার খুবই ভালো লাগে। প্রকৃতির মাঝেই যেন শান্তি লুকিয়ে রয়েছে। আর প্রকৃতির এই সৌন্দর্যময় দৃশ্যগুলোর মাঝে আসলেই মন অনেক ভালো হয়ে যায়। তাই জীবনের শান্তি এবং জীবনের ভালো লাগার মুহূর্তগুলো প্রকৃতির মাঝেই যেন উপভোগ করতে পারি। তাইতো প্রকৃতির প্রেমে এবং প্রকৃতির মাঝে আমার থাকতে খুবই ভালো লাগে। তাই প্রকৃতির ভালোবাসা নিয়ে মনের অনুভূতি দিয়ে আজকের লেখা আমার এই কবিতাটি। আসলে প্রকৃতির নতুন নতুন রূপের মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলি।প্রকুতি বিভিন্নভাবে বিভিন্ন রূপে আমাদের মাঝে নতুন ভাবে জেগে ওঠে। তাইতো প্রকৃতিকে আমি ভালোবাসি নিজের মতো করে।
প্রকৃতির খোঁজে ঘুরে বেড়ায়,
আমি আপন মনে।
প্রকৃতিকে নিজের করে নিয়েছি,
আমি সবটা দিয়ে।
হৃদয়ের মাঝে প্রকৃতিকে আমি,
লালন করি ভালোবেসে।
প্রকৃতির মাঝে শান্তির লুকিয়ে রয়েছে,
তাইতো ফিরে আসি আমি বারে বারে।
প্রকৃতির মায়া ভরা রূপের মাঝে,
হারিয়ে যেতে আমার খুবই ইচ্ছা করে।
তাই তো বারেবারে ফিরে আসি,
প্রকৃতির মায়া ভরা কোলে।
প্রকৃতির কোলে থাকবো আমি,
জনম জনম ধরে।
প্রকৃতির মায়ায় নিজেকে আমি,
হারিয়ে ফেলেছি আপন মনে।
প্রকৃতিকে ভালোবেসে সবকিছু ছেড়ে,
এসেছি আমি প্রকৃতির খোঁজে।
প্রকৃতিকে খুঁজে বের করে,
প্রকৃতিকে লালন করবো,
আমি হৃদয়ের ভালোবাসা দিয়ে।
তাইতো প্রকৃতির খোঁজে,
বেরিয়েছি আমি শান্তিময় জীবন পেতে।
হারিয়ে যাব প্রকৃতির মায়া,
আমি নতুন ভাবে।
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
https://x.com/mahfuzur888/status/1885733631450300911?t=ERfuUl0uDFNSP0MLdqAyUQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমারও প্রকৃতির মাঝে থাকতে অনেক ভালো লাগে। তাইতো বারবার মন যেতে চায় প্রকৃতির মাঝে। আপনি প্রকৃতিকে ঘিরে মনের অনুভূতি মিশিয়ে দারুন কবিতা লিখেছেন ভাইয়া। আপনার প্রকৃতিকে নিয়ে কবিতা লেখার প্রতিটি লাইন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মতো করেই লিখেছেন। বিশেষ করে আমার সবচেয়ে কবিতার এই লাইনগুলো দারুন লেগেছে।
প্রকৃতির মায়া ভরা রূপের মাঝে,
হারিয়ে যেতে আমার খুবই ইচ্ছা করে।
তাই তো বারেবারে ফিরে আসি,
প্রকৃতির মায়া ভরা কোলে।
প্রাকৃতিক পরিবেশ নিয়ে অনেক সুন্দর চিন্তাভাবনা করেছেন। তাইতো এত চমৎকার একটা কবিতা লিখতে সক্ষম হয়েছেন ভাইয়া। আপনার লেখা কবিতা অসাধারণ ছিল। মুগ্ধ হয়ে আপনার কবিতা পড়লাম।
আসলে প্রকৃতির মাঝে আমারও হারিয়ে যেতে খুবই ইচ্ছা করে। আপনি প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতির অনুভূতি নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।
প্রকৃতি মানেই মনের প্রশান্তি। ঠিকই বলেছেন জীবনে ভালোলাগার মুহূর্ত প্রকৃতির মাঝে থাকলেই উপলব্ধি করা যায় অনেকাংশে। আপনার লেখা প্রকৃতিময় কবিতাটি পড়ে মনে হচ্ছিলো যেনো আমি কোনো প্রকৃতির মাঝেই বিচরণ করতেছি। প্রকৃতির খোঁজে লেখা কবিতাটির মধ্যে প্রকৃতির নিবিড় ছোঁয়া খুঁজে পেলাম। কবিতার লাইনগুলি খুবই পছন্দ হয়েছে আমার কাছে। পরবর্তী কবিতা লেখার জন্য অনুপ্রেরণা রইলো ভাই।
প্রাকৃতিক সৌন্দর্য কমবেশি সবারই ভালো লাগে। ঠিকই বলেছেন ভাইয়া প্রকৃতির মাঝে যেন শান্তি লুকিয়ে থাকে। সেই প্রকৃতিকে নিয়ে আজকে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার প্রতিটি লাইন খুব গোছানো ছিল যার কারণে বেশি ভালো লেগেছে।
আপনার লেখা প্রকৃতির খোঁজে কবিতাটা অনেক ভালো লেগেছে আমার কাছে পড়তে। সুন্দর সুন্দর কবিতা গুলো লিখতে এবং পড়তে দুটোই আমি খুব পছন্দ করি। আপনি কিন্তু অনেক সুন্দর কবিতা লিখতে পারেন এটা বলতেই হচ্ছে। এরকম কবিতা গুলো পড়লে মনটা ভালো হয়ে যায়। আশা করি এরকম সুন্দর কবিতা সব সময় আমাদের মাঝে শেয়ার করবেন আপনি।
আপনার মত আমিও প্রকৃতিকে বড্ড বেশি ভালোবাসি। আমার মন সত্যি সব সময় প্রকৃতি এই হয়ে যায়। প্রকৃতির মতো শান্তি হয়তো আর কোথাও নেই। সময় পেলেই বেরিয়ে পড়ি প্রকৃতির সান্নিধ্যে। প্রকৃতিকে ঘিরে দারুন একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার মত আমিও হারিয়ে যেতে চাই প্রকৃতির মায়ায়। চমৎকার একটি অনুভূতি কবিতার মাধ্যমে শেয়ার করলেন ভাইয়া। কবিতাটি সত্যি চমৎকার হয়েছে।