দাদা আজ আপনার বিস্কুট দৌড় পোস্টটি আমায় অনেক স্মৃতি মনে করিয়ে দিয়েছে। ছেলেবেলা স্কুলে প্রধান খেলা ছিল বিস্কুট দৌড়। সুতার মধ্যে বিস্কুট বেঁধে মুখের উপর ঝুলাতো যে নাকি আস্তা বিস্কুট নিয়ে আগে দৌড় দিতে পারত সেই কিছু হতে পারত। ছেলেবেলা স্কুলে এমন অনেক খেলা ছিল যা সত্যি মিস করি।