You are viewing a single comment's thread from:

RE: সবজি ক্ষেত থেকে সবজি কেনার মুহূর্ত

in আমার বাংলা ব্লগlast month (edited)

আপু ক্ষেত থেকে সরাসরি সবজি তুলে খেতে যে, কি স্বাদ সেটা বলে বোঝানো যাবে না। আমরা অনেকদিন যাত্রাবাড়ীর আরো সামনে কাজলা ছিলাম। সেখানে নিচু জায়গাতে আমাদের পরিচিত অনেকে থাকতো। তারা বিভিন্ন সবজি ক্ষেত করতো ফুলকপি, লাউ ও মিষ্টি কুমড়ো আরো অনেক শীতের সবজির ক্ষেত। আমরাও সেখানে গিয়ে অনেক বড় বড় তাজা ফুলকপি আর কচি লাউ সাথে অনেক শাকসবজি নিজের হাতে তুলে নিয়ে আসতাম। এমনকি তারা সবজি তুলে আমাদের বাসায়ও দিয়ে যেত। সেই সবজির স্বাদ এখনো ভুলতে পারিনি।

Sort:  
 25 days ago 

ক্ষেতের কচি লাউ এনে রান্না করে খেলে খুবই মজা লাগে। ওখানে ছিল ছোট ছোট। ভেবেছি পরে নিয়ে আসবো। যাই হোক ধন্যবাদ আপনাকে।