আপনার গল্পটি পড়ে ভাইয়া অনেক কষ্ট লাগলো। বৃদ্ধ মানুষটির অনেক করুন মৃত্যু হয়েছে। আমরা কেউই এরকম মৃত্যু কামনা করি না। হঠাৎ করে মহিশটি এমনি খেপে গিয়েছিল কোন মানুষের পক্ষে ছোটানো সম্ভব ছিল না। বেশি খারাপ লেগেছে বৃদ্ধ নানাটির নাড়িভুঁড়ি বের হয়ে গিয়েছিস পড়ে।সবচেয়ে বেশি কষ্ট লেগেছে তার নিজের পালিত মহিশ তাকে শিং দিয়ে মাটির সাথে চেপে ধরে পেটের মধ্যে সিং ঢুকিয়ে দেয়।খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক একটি গল্প ভাইয়া।