ফটোগ্রাফি পোস্ট-নার্সারী হতে কিছু ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি কেমন হয়েছে।
হ্যাঁ আমার প্রিয় সকল সহযাত্রী বন্ধুগণ আজ আবারও আমার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে চলে এলাম।আমরা সবাই এখানে সবার ব্লগিং করতে গিয়ে অনেক কিছু শেখা আর তার পাশাপাশি অনেক অভিজ্ঞতাও হয়েছে। আরো হয়েছে সবচেয়ে বড় একটি প্রতিভা আর সেটা হলো আমাদের ব্লগিং গুলোকে কিভাবে আরও সুন্দর করা যায়। নানা রকম সুন্দর সুন্দর পোস্টের মাধ্যমে। আর এটা হলো এক ধরনের বড় নেশা। কারণ এখানে ব্লগিং করতে গিয়ে বিভিন্ন ধরনের ডাইপোস্ট পেন্টিং জেনারেল লাইফ স্টাইল এমনকি ভিডিওগ্রাফিও ফটোগ্রাফির মধ্যেও অনেক নেশায় পড়ে গেছি।

বন্ধুরা আমি এই সকল কিছুর পাশাপাশি ফটোগ্রাফির প্রতি একটি নেশায় পরিণত হয়েছি। যেখানে যাই না কেন যাই দেখি না কেন শুধু ফটোগ্রাফি করি ভালো হোক বা না হোক। ব্যাগের থেকে মোবাইল বের করে টুসটাস কয়েকটি ফটোগ্রাফি করে ফেলি। তাই আমাদের এলাকায় একটি নার্সারিতে মাঝে মাঝে চলে যাই ফটোগ্রাফি করার জন্য ।এই নার্সারিতে অনেক অনেক ফুলসহ গাছ রয়েছে। সেগুলো দেখে লোভ সামলাতে পারলাম না অনেকগুলো ফটোগ্রাফি করে নিলাম। আজ আমার সংগ্রহ করা ফটোগ্রাফি থেকে আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম। আশা করছি আমার আজকের নার্সারি থেকে ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আমার ফুলের ফটোগ্রাফি গুলো।
.jpg)
প্রথমে যে ফুলের ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এই ফুলটির নাম হচ্ছে অলকান্দা। আমাদের দেশে নানা রঙের এই ফুলটি দেখা যায়। যেমন হলুদ, বেগুনি এমনকি ছোট ফুল হিসেবেও এ ফুলটি দারুন মানুষের নজর কারে। আজ আমি আপনাদের মাঝে এই অলকান্দা ফুলটির বেগুনি কালার ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করলাম। এই ফুলটি আমার অনেক পছন্দের একটি ফুল। যখন গাছে ঝোপা ধরে ফুটে থাকে ফুলগুলো তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে।
.jpg)
এবার যে ফুলের ফটোগ্রাফি আমি করেছি সেটা সম্ভবত কাঠ গোলাপ। কারন এই গাছটি দেখতে পুরা কাঠ গোলাপ গাছের মতো। আর কাঠগোলাপ ফুল অনেক জাতের অনেক কালার ও অনেক ডিজাইনের হয়। আর এই ফুলটি পছন্দ করো না এমন কেউ নেই। আমিও ভীষণ পছন্দ করি।নার্সারিতে অনেক ফুলের চারার মধ্যে একটা দুটো ফুল দেখা যায়। আর এই গাছের চারাটির মধ্যে আমি শুধু একটাই ফুল দেখতে পেলাম।
.jpg)
এবার যে ফটোগ্রাফিটি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এটি হলো সবার পরিচিত আর সবার পছন্দের একটি গাছ। এই গাছটির নাম হল মানিক প্লান।এমন কেউ নেই যে তাদের বারান্দা বা ঘরে যে কোন দেয়ালে ফুলের টপের মধ্যে সাজানো না থাকে। এমনকি অফিস আদালতেও এই গাছটি দিয়ে ডেকোরেশন করে অফিসের সৌন্দর্য বৃদ্ধি করে।আমি কিন্তু সেই ছোটবেলা থেকেই ভীষণ পছন্দ করি গাছটি ঘরের বিভিন্ন জায়গায় বোতলে পানি দিয়ে অথবা টপের মধ্যে এই গাছটি লাগিয়ে সাজিয়ে রাখি। এ পাতাবাহার গাছটি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে।শুনেছি এই গাছটি যাদের বাসায় থাকে তাদের ভাগ্য নাকি বদলে যায়। ঘরের মধ্যে টাকার আয় রোজগার বেড়ে যায়।
.jpg)
ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই। আর আসবেও না। প্রতিটা ফুল তাদের এক একটা সৌন্দর্য ও ডিজাইন নিয়ে জন্মে থাকে। এবার দেখতে পেলাম ছোট ছোট সাদার মধ্যে কতগুলো ফুল। আমি অনেক ফুলের নাম জানিনা। আমার কাছে ফুল গাছেই ভালো লাগে। যতক্ষণ গাছে ফুল থাকবে তখন তাজা থাকবে। যতক্ষণ ঘর সাজানোর জন্য টপে রাখবো বা হাতে রাখবো ফুলের সৌন্দর্য যেন হারিয়ে যায়। তাই ফুল গাছেই থাকলে মানায়। বলেনা বন্যেরা বোনে সুন্দর শিশুরা মাতৃ ক্ররে। তাই আমি মনে করি ফুল গাছেই শোভা পায়। শুধু শুধু হাতে ছিড়ে নিয়ে এ সৌন্দর্য নষ্ট করার কি দরকার।

এবার আরোএকটি চমৎকার ফুল সহ গাছ দেখতে পেলাম। অবশ্য এই ফুল গাছটির নাম জানি না। নার্সারিতে কাউকে যে জিজ্ঞেস করবো নার্সারি র আসে পাশে কেউ ছিল না। আমার কাছে দেখে বেশ ভালো লাগলো। তাই আমি ফটোগ্রাফি করে মোবাইলে ক্যাপচার করে নিলাম। আসলে যখন নার্সারির সামনে দিয়ে যাওয়া আসা করি। তখন ফুল ও ফুলের গাছগুলো দেখলে যেন দৌড়ে কাছে যেতে ইচ্ছা করে। আর সাথে কিছু ফটোগ্রাফি করে নিতে ইচ্ছে করে । তাই আমিও যখন নার্সারির সামনে দিয়ে যাই কিছু না কিছু ফুল সহ ফুল গাছের ফটোগ্রাফি করে নেই।
.jpg)
এবার দেখলাম আরো একটি সাদা ফুলের গাছ। এ ফুলটির নাম নাগচাঁপা। দেখতে কিছুটা অলকান্দা ফুলের ডিজাইন এর মত। আসলে ফুলের সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। ফুলের কাছে গেলেই যেন মনটা কোথায় হারিয়ে যায়। ইচ্ছে হয় বসে থাকি ফুলের কাছে সারাক্ষণ । আর এই ফুলটির সাদা রংয়ের পাঁচটি পাপড়ির মাঝে হলুদ রঙের আভা দিয়ে যেন এ সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলেছে। এই গাছটি যেন শাখায়-প্রশাখায় গুচ্ছ ধরে থোকা থোকা ফুল ফোটে থাকে। আর এজন্য ফুলের গাছটির সৌন্দর্য আরো বৃদ্ধি করে। এই ফুলটি আমাদের আশেপাশে বাড়ি বাগানে নার্সারি এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর বাগানেও এই নাক চাপা ফুলের গাছটি দেখতে পাওয়া যায়।
.jpg)
এবার যে ফুলটির ফটোগ্রাফি সবার মাঝে হাজির করলাম এটাও আমাদের সবার অতি পরিচিত আরো একটি ফুল গাছ। আর এই ফুল গাছটি হচ্ছে রঙ্গন ফুলের গাছ। আর ফুটিও অনেক রঙে হয়ে থাকে। লাল, সাদা, হলুদ, গোলাপি এমনকি বেগুনি কালার ও রয়েছে। রঙ্গন ফুল হলো আমাদের বাংলাদেশী ফুল। আর ফুলটির প্রতিটি কালার আমার কাছে ভালো লাগে। এই গাছটিও আমাদের বাড়ির ছাদে অথবা বারান্দায় এমনকি বিভিন্ন অফিস প্রতিষ্ঠানগুলোতেও এই গাছটি লাগানো হয়। আর এই গাছটি যেখানে থাকবে অফিস আদালত স্কুল কলেজ এমনকি বাড়ির ছাদেও প্রতিটি স্থানে সৌন্দর্য বৃদ্ধি করে তোলে।
এই ছিল আমার আজকের নার্সারি থেকে তোলা ফুলের ফটোগ্রাফি। আমি চেষ্টা করেছি নার্সারি থেকে ফুলগুলো ফটোগ্রাফি করে আপনাদের মাঝে সুন্দর করে উপস্থাপনা করার জন্য জানিনা কতটুকু পেরেছি তবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেলে বুঝবো যে আমার ফটোগ্রাফি আপনাদের ভালো লেগেছে আপনাদের সবার সুস্থতা হাসিখুশি জীবনের কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি।আবারও অন্য কোন সময় আমার যে কোন ব্লক নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হব।
device : vivo y 202s
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | OPP-A16 |
ফটোগ্রাফার | @mahfuzanila |
ভৌগলিক অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

আপু এটা একদম সত্যি যেখানে যাই যা কিছু ভালো লাগে টুসটাস ফটোগ্রাফি আমিও করে ফেলি।আপনি আজ নার্সারি থেকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন।ফটোগ্রাফি গুলো চমৎকার লেগেছে আমার কাছে।আপনি সুন্দর বর্ননা দিয়ে চমৎকার এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু। সুন্দর মতামতের মাধ্যমে আমাকে একটি মন্তব্য করার জন্য।
https://x.com/mahfuzanila94/status/1879959264833466395
ইদানিং ফটোগ্রাফী সত্যিই নেশায় পরিনত হয়েছে।
আমি নিজেও প্রতিনিয়ত চেষ্টা করি ফটোগ্রাফী করার।
নার্সারী থেকে বেশ কিছু চমৎকার ফটোগ্রাফি করে দেখালেন। বেশ চমৎকার বর্ননা করেছেন আপু।
সুন্দর ও সহযোগী মূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর নার্সারি হতে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন আপু আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি নাগচাঁপা ফুল অনেক বেশি পছন্দ হয়েছে। আপনার করা ফটোগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় ।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন আপু আপনি। সুন্দর এই ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমার ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
বেশ কয়েকটি এলোমেলো ফুলের ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা রঙন ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
নার্সারি থেকে আপনি অসাধারন দেখতে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। যে ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। চোখ জুড়ানোর মত ছিল আপনার তোলা প্রতিটা ফুলের ফটোগ্রাফি। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করে না। আমার কাছে নাগচাঁপা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে।
আমার ফুলের ফটোগ্রাফি নিয়ে এত সুন্দর প্রশংসিত মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আমি আপনার শেষের ফটোগ্রাফি টা দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। সব সময় আপনার ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আমার অনেক বেশি ভালো লাগে যখন সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্টগুলো দেখি। অনেক আগ থেকেই আপনার ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি। অনেক যত্ন আর পরিশ্রম করে আপনি ফটোগ্রাফি করেন তা বুঝা যায়। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালোলাগে জেনে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া।
আপনি দেখছি নার্সারি থেকে অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। যে গুলো দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে। সবথেকে অলকানন্দা ফুলটি বেশি ভালো লাগলো। এ ফুলগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে ধন্যবাদ শুভকামনা রইল।
আমার কাছেও অলকানন্দা ফুটিল ভালো লেগেছে। ধন্যবাদ আপু।
সুন্দর জিনিস গুলো চোখে পড়লে আমিও ফটোগ্রাফি করার ট্রাই করি। আপনি আজকে খুব সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন নার্সারি থেকে। সাদা এই ফুলগুলো আগে দেখা হয়নি। এগুলোর নাম আমারও জানা নেই। তবে ফুলগুলো সত্যি দেখতে দারুন। নাগচাঁপা এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ আপু ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
ফুলের ফটোগ্রাফি নিয়ে অসাধারণ মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।