মজাদার এবং সুস্বাদু রূপচাঁদা মাছ ভূনা

in আমার বাংলা ব্লগ3 days ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার রেসিপি পোস্ট দেখে আসি কেমন হয়েছে।

হ্যাঁ আমার প্রাণঢালা প্রিয় বন্ধুরা আমার রেসিপি গুলো আপনাদের সবার কাছে অনেক ভালো লাগে। সেই উৎসাহ পেয়ে আজ আবারও নতুন আরেকটি ইউনিক ও লোভনীয় রেসিপি নিয়ে সবার মাঝে চলে এলাম। আশা করছি সব রেসিপির মত করে রেসিপিটি সবার মন কেড়ে নেবে। আমরা সবাই কিন্তু ভোজন বিলাসী, প্রতিদিন চিন্তা করি প্রতিদিন খাবারের মেনুতে যদি একটু নতুন কিছু ও মজাদায়ক রান্না করা যায়। তাহলে আমার কাছে ও আমার পরিবার সবার কাছে খেতে ভালো লাগবে।

আমাদের বাসার সবাই রূপচাঁদা মাছের রেসিপিটি ভীষণ পছন্দ করে। এ রেসিপিটি হলে গরম গরম ভাতের সাথে চেটেপুটে অনেকগুলো ভাত খেয়ে নেয়। অবশেষে দেখা যায় আমার ভাগ্যে এই মাছ কি এর একটু ঝোলও থাকে না। তাই ভাবলাম আবার এই রেসিপিটি রান্না করব। ফ্রিজে এই মাছটি ছিল শেষ হয়ে গেছে তাই দৌড়ে চলে গেলাম বাজারে । আর গিয়েই মাছটি ২-৩ কেজি নিয়ে এসেছি। তার থেকে কিছুটা এভাবে রান্না করেছি। আর ভাবলাম এই মজাদার রেসিপিটি আপনাদের সবার সাথে শেয়ার করি তাহলে আপনারাও এভাবে করে বাসায় রান্না করে পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন। চলুন আজ তাহলে দেখে আসি কি করে রান্নাটি করলাম।

image-ff556457-45f1-4973-b3d8-25fd79bc8fd4.jpg

image-0f4eb696-0619-4a81-8f68-771c34854884.jpg

Photoroom-20250113_113707.png

Photoroom-20250113_113331.png

InFrame_1736746010740.jpg

মজাদার এবং সুস্বাদু রূপচাঁদা মাছ ভূনা

উপকরণপরিমাণ
রূপচাঁদা মাছ১ কেজি
পেঁয়াজ কুচি১ কাপ
আদা রসুন বাটাপরিমাণ মতো
কাঁচামরিচপরিমাণ মতো
হলুদ গুঁড়াপরিমাণমতো
মরিচ গুঁড়াপরিমাণমতো
আদা রসুন বাটাপরিমাণমতো
টমেটোপরিমাণমতো
টমেটো সসপরিমাণমতো
ধনেপাতা কুচিপরিমাণমতো
লবণপরিমাণমতো
তেলপরিমাণমতো

প্রয়োজনীয় উপকরণ :

InFrame_1736744601263.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

InFrame_1736752450167.jpg

প্রথমে মাছগুলো ধোয়ার পর তার মধ্যে হলুদ গুঁড়া মরিচগুলো লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম।

ধাপ - ২ :

InFrame_1736752494345.jpg

এবার চুলার মধ্যে সবগুলো মাছ তেলের মধ্যে ভেজে নিলাম।

ধাপ - ৩ :

InFrame_1736744998078.jpg

প্রথমে চুলায় প্রাণ বসিয়ে তার মধ্যে পরিমাণমতো তেল ও পিয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম।

ধাপ - ৪ :

InFrame_1736745108895.jpg

এবার পেঁয়াজ গুলি লাল হয়ে এলে তার মধ্যে এক এক করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ ও আদা রসুন বাটা দিয়ে দিলাম।

ধাপ - ৫ :

InFrame_1736745170752.jpg

এবার এরমধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম।

ধাপ - ৬ :

InFrame_1736745228572.jpg

এরপর কষানো মসুলাগুলোর মধ্যে কিউব করে কাটা টমেটোগুলোকে দিয়ে মসলার সাথে ভেঙে কষিয়ে লাল করে নিলাম।

ধাপ - ৭ :

InFrame_1736745273635.jpg

এরপর টমেটো গুলো যখন মুসল্লার সাথে ভেঙে ও কোষে লাল হয়ে আসছে তখন তার মধ্যে টমেটো 🍅 সসগুলোদিয়ে দিলাম।

ধাপ - ৮:

InFrame_1736745304715.jpg

এরপর সে সকল কষানো মসলা গুলোর মধ্যে ভেজে রাখা রূপচাতে মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিলাম।

ধাপ - ৯ :

InFrame_1736745340872.jpg

এরপর মাছের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং কিছুক্ষণ মাছটাকে জাল দিয়ে তার ওপর দিয়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম।

শেষ- ধাপ :

InFrame_1736745392948.jpg

এরপর কাঁচা মরিচ গুলো কাঁচা থাকতে থাকতে তার উপর দিয়ে ধনেপাতা কুচি গুলো সুন্দর করে তার ওপর দিয়ে দিলাম আমি এই রূপচাঁদা মাছের সাথে কাঁচা মরিচ আর ধনেপাতা গুলো একটু কাঁচা কাঁচা রাখতে চাচ্ছিলাম তাই এরপর গরম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন এর জন্য চুলা থেকে নামিয়ে নিলাম।

InFrame_1736745801854.jpg

ফাইনাল আউটপুট :

InFrame_1736745893849.jpg

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Sort:  
 3 days ago 

অনেক লোভনীয় মাছ ভুনা করে দেখিয়েছেন। আপনার আজকের এ মাছের রেসিপিটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি রেসিপি তৈরি করে দেখাতে সক্ষম হয়েছেন আপু। আশা করি অনেক সুস্বাদু ছিল।

 3 days ago 

ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্যের মাধ্যমে সব সময় পাশে থাকার জন্য।

 3 days ago 

আমার কাছে যে কোন ধরনের মাছের ভুনা রেসিপি অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মজাদার এবং সুস্বাদু রূপচাঁদা মাছ ভূনা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 3 days ago 

হ্যাঁ মাছটি মজা হয়েছিল। ধন্যবাদ ভাইয়া।

 3 days ago 

এই মাছ কে কি রূপচাঁদা মাছ বলে আপু। আমি তো জানিনা এই মাছের নাম রূপচাঁদা মাছ কিনা। যাক বেশ ভালো রেসিপি করলেন আপনি ভুনা করে। এ ধরনের ভুনা খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে খেলে অনেক ভাত খাওয়া যাবে। অনেক সুন্দর ভাবে রেসিপির প্রতিটি ধাপ উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 3 days ago 

আমার কাছেও এধরনের মাছ ভুনা অনেক ভালো লাগে অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 days ago 

আপু আপনি লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপিটি দেখেই তো লোভ লেগে গেল। রূপচাঁদা মাছের রেসিপির কালার টি যেমন সুন্দর আসছে এবং দেখেও বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

আমার মাছের রেসিপি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 3 days ago 

image-243b8b7a-ef23-45e9-9159-894fb5c742ee.jpg

 3 days ago 

আপনার রেসিপি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে আপু।খেতে নিশ্চয়ই চমৎকার সুস্বাদু হয়েছে? এই রেসিপিটা আমার কাছে একদম রূপচাঁদা মাছ এভাবে করে খাওয়া হয়নি। প্রতিটি ধাপ ভালোভাবে করেছেন দেখে শিখে নিতে পারলাম বাসায় তৈরি করে দেখবো কেমন হয়।

 3 days ago 

রূপসাদা মাছ অনেক মজা হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 days ago 

আসলেই আপু কম বেশি আমরা প্রত্যেকেই ভোজন বিলাসী মানুষ। তবে আমি একটু বেশি বলতে পারেন। বিভিন্ন খাবারে স্বাদ টেস্ট করাটা আমার একটা পূর্ব অভ্যাস। যাইহোক রূপচাঁদা মাছের এরকম ভুনা রেসিপি দেখে ভীষণ ভালো লাগলো। সেই সাথে একটু খাওয়ারও লোভ লেগে গেল, কিন্তু তা তো সম্ভব নয়। যাই হোক যেহেতু রেসিপির প্রসেস গুলি উপস্থাপন করেছেন তাই বাসায় তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ এরকম মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 days ago 

সুন্দর ও প্রশংসিত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 days ago 

পরিবারের সবাই যখন কোনো রেসিপি তৈরি করলে খুব পছন্দ করে আর মজা করে খায় তখন সেই রেসিপি তৈরি করতেও খুব ভালো লাগে। তাইতো আপনি মাছ না থাকায় বাজার থেকে এনে তারপরে রান্না করেছেন। তবে এই মাছগুলো খুব একটা খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করছে। আপনার রেসিপির উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 19 hours ago 

হ্যাঁ আপু পরিবারের সবাই মজা করে খেলেই রান্নার সার্থকতা বেড়ে যায়। অনেক ধন্যবাদ আপু।

 3 days ago 

রূপচাঁদা মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আপনি আজকে অনেক মজাদার ভাবে রূপচাঁদা মাছের ভুনা রেসিপি তৈরি করেছেন। যেটা দেখে আমার অনেক লোভ লাগলো। এই রেসিপির পরিবেশন অনেক সুন্দর ভাবে করেছেন আপনি। এটা দেখে আমার অনেক ভালো লেগেছে।

 19 hours ago 

রূপচাঁদা মাছ আমারও অনেক পছন্দের আপু। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।