স্ব-রচিত কবিতা-ফাল্গুন

in আমার বাংলা ব্লগ8 days ago (edited)

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।

Growth (2).png

মাঝে মাঝে মানুষের মনে এমন কিছু দুঃখ বাসা বাধেঁ যে দুঃখের কথা কাউকে বুঝিয়ে বলা যায় না। সে দঃখ শুধু নিজের মাঝে রয়ে যায়। আর জমাট বাধাঁ কষ্টগুলো হৃদয়টাকে কুঁড়ে কুঁড়ে খায়। তবুও মানুষ বেচেঁ থাকে অভিনয় করে। আর মানুষের ভিতরের সেই হাহাকার এক সময় বিষাদ আকার ধারন করে। এমন কিছু দুঃখ ভ্রাক্রান্ত ভরা মানুষের কথা যখন আজ মনে হলো তখন কেন জানি এই কবিতার লাইন গুলো বার বার মনে বেজে উঠলো। তাই তো ভাবলাম ভাবনার কথা গুলো কে কবিতায় রূপ দিয়ে আপনাদের মাঝে একটু শেয়ার করি। আশা করি আপনাদের কাছে আমার ভাবনার কথা গুলো কে রূপ দেওয়া কবিতাটি বেশ ভালো লাগবে।

প্রকৃতির নিয়মে আবারও চলে আসলো ফাগুন। আর ফাগুনের রঙে জেগে উঠেছে চারদিক। প্রকৃতি আর আকাশ যেন সেজেছে এক নতু সাজে। আর সেই সাথে চারদিকের মানুষগুলোর মনেরও জেগেছে আনন্দ আর নতুন অনুভূতি। মানুষগুলো যেন নতুন করে জীবন ফিরে পায় এই ফাগুন আসলে। ফিরে পায় নতুন ভালোবাসা। ফাগুন যেন মনের মাঝে এক নতুন সুখের তৈরি করে। ফাগুনের তেমন কিছু অনুভূতি নিয়ে আজ আমার কবিতা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

স্ব-রচিত কবিতা
ফাল্গুন

লেখা- মাহফুজা নীলা

এল ফাগুন রঙে রঙে,
বাজে বসন্ত হৃদয় জুড়ে,
শিমুল পলাশ ফুটলো বনে,
রংঙের রথে জাগলো ধরণী।।

হাওয়ায় ভাসে ফুলের বাঁশি,
চম্পা চামেলী টগরও হাসে,
নাচে প্রকৃতি নতুন সাজে,
কোকিল গায় যে মধুর সুরে।।

আসে বসন্ত আপন প্রাণে,
আকাশ জুড়ে রোদ্দুর হাসে,
জাগে আলো মনের কোণে,
ফাল্গুনের সবাই প্রেমে পড়ে।।

বন্ধু এসো সবাই হাতটি ধরি,
রঙের আনন্দে রাঙিয়ে তুলি,
ফুলের সৌরভ রাঙিয়ে তুলি,
পহেলা ফাল্গুন শুভ করি ।।

পরিশেষে আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো ও হাসিখুশি থাকবেন সবাই।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

image.png

Sort:  
 8 days ago 

image.png

 7 days ago 

আপনার আজকের লেখা কবিতাটা অসম্ভব ভালো লাগলো। এরকম টপিক নিয়ে কবিতা লেখা হলে সত্যি খুব ভালো লাগে পড়তে। কবিতার প্রতিটা লাইন অনেক সুন্দর ভাবে লিখেছেন আপনি। মনটা একেবারে ভালো হয়ে গেল আপনার আজকের লেখা কবিতা পড়ে। ফাগুনের অনেক সুন্দর কিছু অনুভূতি নিয়ে কবিতাটা লিখলেন। এরকম সুন্দর কবিতা আশা করি সব সময় শেয়ার করবেন।

 7 days ago 

ধন্যবাদ আপু আপনার ‍সুন্দর মন্তব্যের জন্য।

 7 days ago 

আপনি তো খুব চমৎকার একটি কবিতা লিখেছেন আপু।ফাল্গুন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে ফাগুন আসলে নতুন সাজে সবকিছু চমৎকার লাগে। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। ফাল্গুন নিয়ে এত চমৎকার অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

ধন্যবাদ আপু আপনার গঠন মূলক মন্তব্যের জন্য।

 7 days ago 

ফাল্গুন নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। কবিতার প্রতিটা লাইন অনেক সুন্দর ছিল। "ফাল্গুন" কবিতাটি এত সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 7 days ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহিত করার জন্য।