দ্বিতীয় দিনের মত আবার ডেলিভারী হলো আমার পেস্টি কেক
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার আশে পাশের দূর দূরান্তের সবাই? আশা করছি আপনারা যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও আপনাদের সবার দোয়া ও মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আসলে মানুষের জীবন এই ভালো তো এই মন্দ ।সবকিছুর মালিক আল্লাহ পাক। আমাদের এই জীবনে অসুস্থ ও সুস্থতা সবকিছুই আল্লাহর নেয়ামত। তাই সবসময় সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো সুস্থ ও হাসিখুশি থাকে। আর আমিও আল্লাহর রহমতে মোটামুটি আছি বলেই আপনাদের জন্য আমার আরও একটি পোস্ট লিখে চলে এলাম। আজ আমি আপনাদের জন্য একটি লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের সবার কাছে আমার পোস্টি ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি কি বিষয় নিয়ে আজ আমি আপনাদের মাঝে লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হয়েছি। দেখে আসি আর পোস্টটি পড়ে আসি।
আপনারা যারা আমার ব্লগ পড়েন তারা অনেকেই জানেন যে আমি আজ কাল বেশ ব্যস্ত থাকি। ব্যস্ত থাকার অনেক গুলো কারন আছে। যার মধ্যে একটি হলো আমি নিজেকে স্বাবলম্বী করে তোলার জন্য একটি কোর্স করেছি। যেখানে আমি সব ধরনের কেক তৈরি করা শিখেছি। আলহামদুলিল্লাহ্ আমি সেই কোর্স করে মোটামুটি কেক বানানো শিখে গেছি। এবং আজকাল আমি কেক ডেলিভারী দেওয়া শুরু করে দিয়েছি।শুরু হয়ে গেছে আমার হাতে তৈরি করা কেক ডেলিভারী। এ পর্যন্ত বেশ কিছু অর্ডারও পেয়েছি। যার জন্য আমি এখন বেশ খুশি। আজও আবার দ্বিতীয় দিনের মত করে আমার পেস্টি কেক ডেলিভারী করে নিলাম।
আমার বাংলা ব্লগ আমার খুব প্রিয় একটি কমিউনিটি। আমার এমন একটি আনন্দের বিষয় তাদের সাথে শেয়ার করবো না তা কেমন করে হয়। তাই বসে পড়লাম দ্বিতীয় দিনের ডেলিভারীর কিছু কথা শেয়ার করার জন্য। আমি কেক বানানো শিখেছি সেটা আমাদের বাসার পাশের অনেকেই জেনে গেছে। তাই আমাদের ফ্লাটের দুই ভাবী এসে তার বাচ্চাদের জন্য দুটো বড় কেক আর কয়েকটি কাপ কেক এর অনুরোধ করলো। আমি যদিও বেশ ব্যস্ত, তবুও ভাবলাম যে করেই দেই তাদের জন্য কেক। তাতে করে প্রচার ও প্রসার দুটোই হবে।
যার জন্য কেক বানানো সব কিছু যোগার করে বসে গেলাম মনের মত করে ঝার কেক এবং বার্থ ডে কেক বানাতে। কিন্তু কেন যেন সেদিন বার বার কেক গুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। অনেক সময় লাগে কেক বানাতে। তার চেয়ে বেশী সময় লাগে কেক এর সরঞ্জাম তৈরি করতে। ভাবলাম যে বসেছি যেহেতু সেহেতু ভাইয়ার ঝার ডেলিভারীরর কেক গুলোও বানিয়ে নেই। সেদিন মোট ২০০০ টাকার কেক ডেলিভারী করেছিলাম। আর এমন কাজ দেখে আমি কিন্তু বেশ খুশিও হয়েছি।
ভাবলাম বিষয়টি আপনাদের মাঝে একটু শেয়ার করলে কেমন হয়। আর এই ছিল আমার আজকের আয়োজন। আমি আমার মত করে আমার পোস্টি গুছিয়ে লেখার চেষ্টা করেছি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো ও সুস্থ থাকুন। আপনাদের সবার জন্য এই কামনাই করি।
পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
কেক বানানো শেখার পর তো ভালোই অর্ডার পাচ্ছেন দেখছি। কেক এর কোয়ালিটি যদি ঠিক রাখেন এবং প্রচারণা ঠিকমতো করতে পারেন, তাহলে অনেক দূর যেতে পারবেন। তবে কথা হচ্ছে আমাদেরকে তো কেক খাওয়ালেন না। আমাদেরকে কেক খাওয়ালে ব্যবসা আরও জমজমাট হতো। যাইহোক মজা করলাম একটু। এভাবেই অনেক দূর এগিয়ে যাবেন,সেই কামনা করছি।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আশায় থাকেন একদিন খাওয়াবো ইনশাল্লাহ্।
বাহ বেশ সুন্দর একটি কাজ শুরু করলেন আপনি যা শুনে আমার খুবই ভালো লেগেছে। কারণ স্বাবলম্বি হওয়া খুবই দরকার। একজন নারী উদ্যোক্তা তার সমস্ত প্রতিভা দিয়ে তার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া এক ধরনের সফলতা। আপনার কেক দেখে খুবই ভালো লাগলো। আশা করি আপনি সফলতার সাথে কাজ করবেন আপু আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপু অনেক ভালো লাগলো আপনার কেকের কোর্সের পর এতো চমৎকার কেক অর্ডার নেয়া দেখে ভীষণ ভালো লাগলো। কাজের মধ্যে থাকা খুব ভালো। এতো সুন্দর কেক উপহার দিলেন যা সবার খুব পছন্দ হবে আশাকরি।অনুভূতি গুলো ভাগ করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
আপু আপনি এত ভালো কেক তৈরি করতে পারেন আগে জানতাম না। সত্যি আপু আপনার প্রতিভা দেখে অনেক ভালো লাগলো। আসলে নতুন ভাবে যদি কোন কিছু স্টার্ট করা যায় তাহলে কিন্তু দারুন লাগে।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনি অনেক সুন্দর কেক তৈরি করা শিখে গেছেন আপু। এর কয়েকদিন আগে আমি দেখলাম আপনার প্রথম পোস্ট। তার আগে বলেছিলেন আপনি কেক তৈরি করা কাজে অংশ নিচ্ছেন। জাগ বেশ ভালো লাগলো আপনার এত সুন্দর দক্ষতা তৈরি হয়ে যেতে দেখে। আশা করব এভাবে আপনি আপনার কাজ চালিয়ে যাবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
দেখলাম আর জানলাম। কিন্তু আফসোস হলো খেতে পারলাম না। আপনি তো প্রতি সপ্তাহেই ডেলিভারী করেন। আর আমার জামাইরে খাটান। কিছু তো ফ্রি দিলেই পারেন। যাই হোক আপনার যাত্রা শুভ হোক এমন কামনাই করি। এগিয়ে যান নিজের মত করে।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।