ভ্রমন পোস্ট-সুবর্ণগ্রাম ঘুরতে যাওয়ার শেষ পর্ব

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতি সপ্তাহের মত আজও আমি একটি ভ্রমণ পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার ভ্রমণ পোস্ট দেখে আসি কেমন হয়েছে। আজ আমার ভ্রমণ পোস্টের বিষয় হলো সুবর্ণগ্রাম ঘুরতে যাওয়ার শেষ পর্ব।

ভ্রমণ পোস্ট_20250313_194149_0000.png

হ্যাঁ বন্ধুরা আজ আবার চলে এলাম সুবর্ণগ্রামে ঘুরতে যাওয়ার শেষ পর্ব নিয়ে। আসলে সুবর্ণগ্রাম এত বড় একটি রিসোর্ট এত সুন্দর একটি জায়গা এই জায়গাটি নিয়ে যদি ১০০ পর্ব শেষ করি তারপরেও ভ্রমণ পোস্ট লেখা শেষ হবে না। আর এত পর্ব লিখতে ভালো লাগে না। কারণ মোবাইলে যে আরও অনেক জায়গা ভ্রমণের পোস্ট রয়ে গেছে। আর একটি জায়গার ভ্রমণ পোস্ট যদি বেশি পর্বে রূপান্তরিত করা হয় তাহলে সেই পোস্টের কোন মজা পাওয়া যায় না।

তারপরও ভাবছি আমরা যেহেতু প্রতিদিন কোথাও না কোথাও বেড়াতে যাই আর আমাদের যেহেতু এ কমিউনিটিতে কাজ করতে হয়। আর ভ্রমণ বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে হয় তাই আমাদের মোবাইলে অনেক ছবি বা ভিডিও আপলোড করে রাখতে হয়। আর এত জায়গায় ঘুরতে যাওয়ার ছবি আর ভিডিওগুলো মোবাইলে এত জমা হয়ে যায় যে যত দ্রুত সম্ভব আমাদের এই ছবি আর ভিডিওগুলো কাজে লাগিয়ে এগুলো কাজ শেষ করে নিতে হবে । আর এই ভাবনা থেকে আমি সুবর্ণগ্রামের ভ্রমণ পোষ্টের আজ শেষ পর্ব করতে চলেছি। যাইহোক আমি আমার এই সুবর্ণগ্রামে ভ্রমণ পোস্টের প্রতিটা পর্ব আপনাদের মাঝে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি জানিনা কতটুকু পেরেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই ভ্রমন পোস্টটি অনেক ভালো লেগেছে। তাহলে চলুন আজ আমার সুবর্ণগ্রামে ঘুরতে যাওয়ার শেষ পর্ব দেখে আসি।

IMG_20240412_190100.jpg

গত পর্বে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম সুবর্ণগ্রাম থেকে বেরিয়ে আসার সুন্দর সময় সুবর্ণ গ্রামের কিছু মুহূর্ত কাটানোর অনুভূতি নিয়ে। এরপর আমরা যখন চলে আসছিলাম সন্ধ্যার নিরিবিলি সুবর্ণগ্রামের লাইটের আলোয় পড়ে থাকা খালি রাইড দেখতে আমার কাছে দারুন লাগছিল তাই আমি এ দৃশ্যটি দেখামাত্রই ফটোগ্রাফি করে নিলাম। অবশ্য এগুলো আপনাদের সাথে শেয়ার করো ভাবিনি এমনি আমার কাছে কেন যেন ভালো লেগেছিল তাই আমি দৃশ্যগুলো মোবাইলে ক্যাপচার করে রাখছিলাম। এভাবে সুবর্ণগ্রামের রাতের চারিপাশে দৃশ্য দেখতে দেখতে আস্তে আস্তে সুবর্ণগ্রাম থেকে বের হতে থাকলাম। আর কিছু ফটোগ্রাফি করতে থাকলাম। দিনের বেলা মানুষজন যে রাইড গুলোতে উঠে আনন্দ ও হইহুল্লোড় করে। রাতের বেলা সেই রাইডগুলো একদম নিস্তব্ধ হয়ে রয়েছে।

IMG_20240412_190541.jpg

IMG_20240412_190516.jpg

IMG_20240412_190555.jpg

আসলে রাতের আলো ছাড়া যেমন দিনের আলো পরিপূরক ঠিক সেভাবে দিনের আলো ছাড়া রাতের আলোও পরিপূরক। অনেক সময় যা দিনের বেলা দেখতে ভালো লাগে তা রাতের বেলা সেভাবে ফুটে ওঠে না আবার যা দিনের বেলা দেখতে ভালো লাগে রাতের বেলা তার সৌন্দর্য সেইভাবে বৃদ্ধি পায় না যেমন দেখেন আমরা যখন সুবর্ণগ্রামে ঘুরতে গিয়েছিলাম তখন সুবর্ণগ্রাম এর ভিতরে প্রবেশ করার কিছুটা সময় দেয়ালের মাঝে এই পেইন্টিং গুলো দেখেছিলাম কিন্তু দিনের আলোর মাঝে এই পেইন্টিং গুলো সেই রকম ফুটে ওঠেনি। কিন্তু রাতের আঁধারে এই পেইন্টিং গুলো দেখতে অপূর্ব সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে না যে এগুলো দেয়ালে করা কোন পেইন্টিং। সুবর্ণ গ্রামের রাতের আলোর মাঝে দেয়ালের মধ্যে পেইন্টিং গুলো কত ঝলমল করছে আসলে আমি বলবো সুবর্ণগ্রামে রিসোর্টে যারা ঘুরতে যাবেন তারা আমার মত অবশ্যই সুবর্ণগ্রামে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। দেখার মত ও ভ্রমণ করার মত সুন্দর একটি জায়গা

IMG_20240412_190325.jpg

IMG_20240412_190255.jpg

এরপর আমরা আর আমাদের সাথে আরো কিছু দর্শনার্থী সবাই মিলে কথা বলতে বলতে আস্তে আস্তে হাটতে হাঁটতে সুবর্ণগ্রামের রাতের প্রকৃতির সৌন্দর্য দেখে বের হচ্ছিলাম। সবাই বলছিল যে আবার সময় করে ঘুরতে আসবে এখানে ঘুরে সবাই অনেক আনন্দ পেয়েছে। এভাবে কথা বলতে বলতে দেখতে পেলাম কতগুলো হাতি রাতের আঁধারের মাঝে হাতিগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর মানুষ ও শিশুদের কে দেখছিলাম এই হাতিদের সাথে দারুন এনজয় করছে। এরপর আমরা সময় না নিয়ে বের হয়ে চলে আসলাম। আর বের হয়ে সুবর্ণগ্রামের রিসোর্টের বাইরের গেটের রাতের কিছু ফটো। রাতে সুবর্ণা গ্রামের বাইরে দৃশ্যটি দেখতে অনেক ভালো লাগছিল আমাদের মত করে আরও অনেকে দেখছিলাম ছবি তুলে নিচ্ছে এ সুন্দর উদ্দেশ্যটির। আর এভাবে করেই আপনাদের মাস থেকে আমার সুবর্ণগ্রামের ভ্রমণ পোস্টটি বিদায় নিয়ে নিলাম আশা করছি আমার এই সুবর্ণগ্রামে ভ্রমণ পোস্টে প্রতিটা পর্ব আপনাদের ভালো লেগেছে।

IMG_20240412_191914.jpg

00000IMG_00000_BURST20240412191607_COVER.jpg

আপনাদের ভাল লাগলেই আমার মনের উৎসাহ আরো বৃদ্ধি পাবে। আজ আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আবারও যে কোন সময় নতুন কোন জায়গার ভ্রমণ পোস্টের ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

1000028235.png

1000028233.gif

image.png

Sort:  
 6 days ago 

1000031803.jpg

 5 days ago 

দেখতে দেখতে সুবর্ণগ্রামে ঘুরাঘুরি করার শেষ পর্বটা আপনি অনেক সুন্দর করে আজকে শেয়ার করে নিলেন। আমার কাছে আপনার ঘুরাঘুরি করার প্রতিটা পর্ব খুব ভালো লেগেছে। প্রতিটা পর্ব আমি দেখার জন্য চেষ্টা করেছি। আজকে শেষ পর্ব টা দেখে আরো ভালো লাগলো। বেশ কিছু সুন্দর আলোকচিত্র শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে।

 5 days ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 5 days ago 

আপনার ভ্রমণ গল্পটি পড়ে আমারও সুবর্ণগ্রাম যাওয়ার ইচ্ছা হলো! বিশেষ করে শেষ পর্বে আপনি যেসব জায়গার কথা উল্লেখ করেছেন, সেগুলো দেখতে আমার খুব ইচ্ছে করছে। ধন্যবাদ এমন সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

 5 days ago 

ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।