জেনারেল রাইটিং- জীবনে না বলতে শেখাটাই জরুরী।

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম। হ্যাঁ বন্ধুরা আজ আমার জেনারেল রাইটিং এর বিষয় হলো জীবনে না বলতে শেখাটা জরুরী।

Growth (3).png

আগে মনে করতাম পৃথিবী কঠিন। এখন বার বার একই কথা মনে হয়। এখন মনে হয় পৃথিবী নয়, বরং পৃথিবীর মানুষগুলোই কঠিন। আর সেই কঠিন পৃথিবীতে ষুখী ভাবে বেচেঁ থাকতে চাইলে আমাদের কে অনেক কিছুই শিখতে হবে। শিখতে হবে নিজেকে কি করে অন্যের কষ্টের হাত থেকে রক্ষা করা যাবে। শিখতে হবে কিভাবে আামরা অন্যের উপকার করতে গিয়ে নিজেকে বিপদে ফেলা হতে বেঁচে আসতে পারবো। আর শিখতে হবে কি করে সব কিছু থেকে নিজেকে রক্ষা করা যাবে। কারন আমাদের চারপাশের মানুষ গুলো কিন্তু দারুন বুদ্ধির জহাজ। আর এই বুদ্ধিমান মানুষগুলো হতে আমাদের একটু আলাদাই থাকতে হবে।

আমাদের চারপাশে আমরা এমন কিছু মানুষ দেখি যে যারা কিনা কেবল মাত্র নিজেদের স্বার্থ স্বিদ্ধির জন্য আমাদের সাথে মিশে। আমাদের কেনসুন্দর আর মিষ্টি কথা বলে কনভেন্স করে । আর তাদের মিষ্টি কথার ফাঁদে ফেলে আমাদের থেকে আদায় করে নেয় তাদের ঝিভিন্ন সুবিধা। আর এমন সময় আমাদের মানে হয় যে পৃথিবীতে তার চেয়ে ভালো মানুষ নেই। তিনিই হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। যার কারন আমরা এমন মানুষ গুলোর জন্য সব কিছুই করতে পারি। এমন কি তাদের কে কখনও কোন কিছুর জন্য না শব্দটিও উচ্চারন করতে পারিনা।

স্বার্থপর মানুষগুলো কখনও অন্যের কথা চিন্তা ভাবনা করে না। করেনা আমাদের জন্যে কোন প্রকার চিন্তা ভাবনাও। তারা তাদের কাজের জন্য, তাদের স্বার্থের জন্য আপনাকে আমাকে এমন করে ব্যবহার করে যে আমরা তাদের এমন দারুন অভিনয় ধরতেই পারি না। পারি না তাদের মনের ভিতর জমে থাকা হিংসার পাহাড় কে উপলব্দি করতে। আর তাদের হিংসার স্বীকার হয়ে অনেক মানুষ হয়ে গেছে নিঃস্ব। কারন জীবনে সে মানুষগুলো কখনও না বলতে শিখে নি।

এই না বলতে না পারা মানুষগুলো সংসার সমাজ আর কাছের মানুষগুলোর কাছ থেকে পেয়ে যায় বুক ভরা কষ্ট আর দুঃখ। তার কথা কখনও কেউ ভাবেও না । কেবল মাত্র নিজেদের স্বার্থ হাসিল হলেই কেটে পড়ে। একবার বিপতে পড়ে তাদের কাছে বার বার গেলেও তারা কোন রকমের সাড়া শব্দ করে না। আর সেখানে মায়া তো দেখাবে দূরের কথা। না বলতে না পারা মানুষ গুলো কিন্তু সমাজে এক প্রকার কুলুর বলদ। আবার এক প্রকার অসহায়ও বটে। কারন তারা সব সময় মানুষের মুখে হাসি দেখতে চায়। যার কারনে তারা হয়ে যায় সর্বশান্ত।

তাই নিজেদের কথা ভেবে,নিজেদের একটু সফলতার জন্য আমাদের কে একবার হলেও না বলা শিখতে হবে। আর স্বার্থপর মানুষগুলো কে বুঝিয়ে দিতে হবে যে আমিও না বলতে পারি। তাহলেই আমরা কিছুটা হলেও শান্তি পাবো। আর স্বার্থপর মানুষ গুলো পাবে শিক্ষা।

আশা করি প্রতিদিনের মত করে আজও আপনাদের কাছে আমার আজকের পোস্টটি বেশ ভালো লেগেছে। আপনাদের মন্তব্যের আসায় রইলাম।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Sort:  
 6 days ago 

image.png

 5 days ago 

অনেক সুন্দর একটি জেনারেল রাইটিং আপনি শেয়ার করেছেন আপু। এটা সত্যি বলেছেন আমাদের চারপাশে অনেক স্বার্থপর মানুষগুলো আছে যারা বিভিন্ন উপায়ে আমাদেরকে কনভেন্স করে ব্যবহার করে থাকে। এটাও সত্য যে আমরা তাদের কনভেন্স হয়ে কখনো কখনো নিজেদের খারাপ হওয়া সত্বেও না বলতে পারিনা। আমাদের সবার উচিত না বলা শেখাটা। কারন আমাদের যেটা ভালো লাগবে না বা মন মত হবে না সেখানে না বলতেই হবে। এই না শব্দটি বলাতে যদি আমরা লজ্জাবোধ করি বা পিছপা হয় তাহলে আমাদের নিজেদের অসন্তুষ্টির কারণ এবং মন খারাপের কারণ হবো। ভাই নিজের কথা ভেবে হলেও কিছু কিছু সময়ে না বলা উচিত।

 4 days ago 

সব সময় সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 5 days ago 

সত্যিই, না বলতে শেখাটা আত্মরক্ষার এক গুরুত্বপূর্ণ শিক্ষা। স্বার্থপর মানুষদের চিনতে পারা এবং তাদের ফাঁদ থেকে বেরিয়ে আসার সক্ষমতা অর্জন করাও দরকার। সমাজের এই বাস্তবতা নিয়ে আপনার বিশ্লেষণ ভাবনার খোরাক জোগায়। দারুণ লিখেছেন আপু।

 4 days ago 

এত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 5 days ago 

আপনি আজকে অনেক সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন এই পোষ্টের মধ্যে। আপনার এই কথার সাথে আমি নিজেও পুরোপুরি ভাবে একমত। প্রতিটা কথায় হ্যাঁ বলা একেবারেই উচিত নয়। জীবনে না বলতে শেখা আসলেই খুব জরুরী। যদি আমরা না বলতে শিখতে পারি তাহলেই জীবনে ভালো কিছু হবে। আসলে কিছু কিছু সময় এমন পরিস্থিতি আসে আমরা না বলতে চাইলেও পারি না। কিন্তু এটা আমাদেরকে পারতে হবে। ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে।

 4 days ago 

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 5 days ago 

আমি নিজেও এরকমটা মনে করি, জীবনে কিছু কিছু ক্ষেত্রে না বলা শেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি না বলতে শিখি, তখন আমরা অনেক কিছুর থেকেই বেঁচে যাবো। আর আমাদের আশে পাশে থাকা স্বার্থপর মানুষগুলো আমাদেরকে আর ব্যবহার করতে পারবে না। বর্তমানে আমাদের আশপাশে স্বার্থপর মানুষ ভরে গিয়েছে। অনেক ভালো লাগলো আপনার আজকের পোস্টটি।

 4 days ago 

ধন্যবাদ সবসময় মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 days ago 

আমার এক স‍্যার কথাটা বলেছিল। জীবনে না বলতে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই আছি যারা না বলতে পারি না। আর এই না বলতে পারার জন্য আমাদের অনেক ভোগান্তি হয়। অনেক সুন্দর লিখেছেন আপু। ধন্যবাদ আপনাকে।।

 8 hours ago 

image.png