দাদা, এর আগের পর্বে কোনারকের সূর্য মন্দিরের ইতিহাস সম্পর্কে অবগত হয়েছিলাম। তবে আজ জানতে পারলাম এই মন্দির প্রাঙ্গণ একশত বিঘায় অবস্থিত ছিল। আর এই বিশাল জায়গা জুড়ে অবস্থিত মন্দিরটি বালি ও মাটির নিচে চাপা পড়েছিল। এর পর সুদীর্ঘ ৩০০ বছর পর আবার নতুন করে সূর্য মন্দিরের সন্ধান পাওয়া গেছে। আর তাইতো এই মন্দিরের সব অসাধারণ ভাস্কর্য ভারতবাসীকে মুগ্ধ করে চলেছে। যাইহোক দাদা, আপনার মাধ্যমে অনেক কিছুই জানতে পারছি, পুরী ভ্রমণ ০৭ পর্ব আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।