দাদা, তখনকার দিনে শুধুমাত্র ছেনি হাতুড়ি ব্যবহার করে বিশালকায় এসব প্রস্থর খন্ড খোদাই করে কি নিখুত কারুকাজ দিয়ে মূর্তিগুলো তৈরি করেছে। সত্যিই দাদা, বিশেষ দক্ষতা ছাড়া এমন অসাধারণ মূর্তি তৈরি করা একদমই অসম্ভব। আর এইসব মূর্তি দেখে সত্যিই অনেক অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি পোস্ট উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।