You are viewing a single comment's thread from:

RE: বাঙ্গালী মানুষের ফল কান্ড ।।

"বাঙালি মানুষের ফল কাণ্ড" বেশ ভালই লিখেছেন ভাই। মাঝে মাঝে ফল কিনতে গিয়ে আমরা অনেকেই আপনার মত এমন বিরম্বনার শিকার হই। তবে আপেলের গায়ে মোমের প্রলেপ দেওয়া এ বিষয়ে আমার তেমন কোন ধারণা ছিল না। আপনার পোস্ট পড়ে আপনার অভিজ্ঞতা থেকে মোমের প্রলেপের বিষয়ে জানতে পারলাম। তবে আপেল কিংবা অন্যান্য ফলে ফরমালিন দেওয়ার কারণে সব সময় টাটকা ও সতাজ দেখা যায়। তবে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে, যখন বাজার থেকে টাটকা টাটকা সুন্দর কলা কিনে নিয়ে আসি, আর সেই কলা একদিন পার হতে না হতেই কলাগুলো একদম কালো হয়ে যায়। এমনকি ফ্রিজে রাখলেও একই অবস্থা হয়। না জানি এই অসাধু ব্যবসায়ীরা কলার ভেতরে কি পরিমাণ বিষাক্ত মেডিসিন দিচ্ছে, আর যা খেয়ে খেয়ে আমাদের ছেলেমেয়েরা স্বাস্থ্যহীন হয়ে পড়ছে। আসলে এইসবের শেষ কি কখনো হবে, তা নিয়ে অনেকটাই দ্বিধা রয়ে গেছে। যাইহোক ভাই, আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Sort:  
 2 years ago 

জী ভাইয়া ফলের ভিতরে এত পরিমান ফরমালিন থাকে সেটা বলে বুঝানো সম্ভব না। তবে এর শেষ কোথায় সেটা আমিও জানি না। ধন্যবাদ।