ঠিক বলেছেন আপু, এক সময় আমার বড় বোনদেরকেও দেখেছি তাদের জামাগুলোতে খুব সুন্দর নকশা তৈরি করতে, আবার পাশাপাশি আমাদের পাঞ্জাবিতেও হাতের কাজ করে দিতে। যাইহোক আপু, আপনার অঙ্কিত পাঞ্জাবি গলার নকশাটি দেখতে খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে পাঞ্জাবির গলায় সুতো দিয়ে ভরাট কাজ করে নিলে পাঞ্জাবীটি দেখতে দারুন লাগবে। অনেক অনেক ধন্যবাদ আপু,পাঞ্জাবি গলার নকশা আর্ট করে শেয়ার করার জন্য।