You are viewing a single comment's thread from:

RE: লাউয়ের বিচির বড়া।

আপু আপনার পরিচিত আলম ভাই গ্যারান্টি সহকারে লাউ দেওয়ার পরেও লাউয়ের ভিতরে বিচি পাওয়া গেছে, তাহলে বাজারে সবজি বিক্রেতারা গ্যারান্টি দিয়ে সবজি বিক্রি করলে সেই লাউ কি হবে তাই চিন্তাভাবনা করছি। যাই হোক আপু, আলম ভাইয়ের কারণে কিন্তু আপনি আজ এত মুখরচোক একটি রেসিপি শেয়ার করতে পেরেছেন। তবে আপু আমি লাউয়ের বিচির ভর্তা খেয়েছি, কখনো লাউয়ের বিচির বড়া খাইনি। তাই এই রেসিপিটি আমার কাছে খুবই ইউনিক মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপু, খুবই মুখরোচক একটি রেসিপি শিখিয়ে দেওয়ার জন্য।

Sort:  
 2 years ago 

বাজারর দোকানদার গ্যারন্টি দিয়ে জিনিস দিলে পরে যদি খারাপ হয় তখন পরেরদিন বাজারে গিয়ে দোকানদারের সাথে ঝগড়া করতে হবে তাহলে পরবর্তী সময়ে আর খারাপ জিনিস দিবে না। 😁😁আলম ভাই খুবই ভালো কাজ করেছে তাই তো মনে হচ্ছে এখন। 😀ভর্তা খেতে মজা বড়া খেতেও অনেক মজা হয়েছিলো ভাইয়া।ধন্যবাদ ভাইয়া।