ভাই আপনারতো দেখছি গল্প আড্ডার চেয়ে পেট ভজনটাই বেশি হয়েছে। বড় ভাই খাওয়াবে বলে কথা, তাই যার যেটা ইচ্ছা সেটাই অর্ডার করে দিলেন। আপনাদের হাসি মাখা মুখ এবং টেবিলে রাখা খাবার দেখে বেশ বুঝতে পারছি, খাবার খেয়ে যতটা তৃপ্তি পেয়েছেন, সেই সাথে অনেক অনেক আনন্দও করেছেন। সত্যি কথা বলতে কি, সব ভাই বোনেরা একত্রে হলে এরকম আনন্দ খুবই উপভোগ্য হয়। আপনাদের গল্প আড্ডা এবং সুন্দর রেস্টুরেন্টে কাটানো সময়টুকু শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকল ভাই ও বোনের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
আসলেই ভাই, ভাই বোনদের এই আনন্দ টাই আলাদা। ভীষন ভালো ছিল মুহুর্ত টা। অনেক ধন্যবাদ ভাই এত চমৎকার করে মন্তব্য করার জন্য। ভালোবাসা রইলো ভাই।