খারাপ খবর গুলো এমন অতর্কিত আসে যা শুনলে সত্যিই মনটা একেবারে ভেঙে যায়। আর এই খবরগুলো শুনলে ঘুম যেন কোথায় পালিয়ে যায়, আর দুশ্চিন্তা এসে বাসা বাঁধে মস্তিষ্কের ভেতরে। মনে হয় এই অতর্কিত খারাপ খবরটা কখন যেন কোন খবরটা শোনাবে আমাকে। দাদা, আপনার মামার এমন অসুস্থতার কথা শুনে সত্যিই খুব খারাপ লাগলো। মহান সৃষ্টিকর্তা যেন আপনার মামাকে খুব দ্রুত সুস্থ করে তোলেন এই কামনা করছি।
তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেই ভালো।