ওরে বাবা!! আপনার মিউজিক বাজানো দেখে তো একদম ফিদা হয়ে গেলাম ভাই। এর আগে আপনার গান শুনে ফিদা হয়েছি, আর আজ নতুন করে মিউজিক শুনে। কি বলবো আমি যেন আজ বাকরুদ্ধ হয়ে গেছি। কোন ভাষাই মুখ দিয়ে বের হচ্ছে না। তাই আজ আর কিছু মন্তব্য করতে চাচ্ছি না, শুধু মনোযোগ দিয়ে আপনার বাজানো মিউজিক বারবার শুনছি।
হাহাহাহাহা,, ভাই এতটাও কিন্তু না 😅। আপনি অনেক ভালো মনের মানুষ তাই এত চমৎকার করে অনুভূতি গুলো প্রকাশ করতে পারেন সব সময়। অনেক ভালো লেগেছে আপনার কাছ থেকে এমন সাড়া পেয়ে। ভালোবাসা রইলো ভাই।